জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩
Published: 22nd, January 2025 GMT
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজানের নেতৃত্বে বিভাগের অতিরিক্ত উপকমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার, সহকারী কমিশনার (প্যাট্রল), মোহাম্মদপুর থানার ওসি, পিআই, পরিদর্শক (তদন্ত) ও মোহাম্মদপুর থানার চৌকস দল এই বিশেষ অভিযান চালায়। এ সময় গ্রেপ্তারদের কাছে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছে মাদক কারবারি, ছিনতাইকারী, সন্ত্রাসী ও মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
  
উৎস: Samakal
কীওয়ার্ড: ম হ ম মদপ র
এছাড়াও পড়ুন:
ভোটারপ্রতি ব্যয়সীমা ১০ টাকা নির্ধারণ
নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন অধ্যাদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, এখন থেকে জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী তার নির্বাচনী এলাকায় প্রতি ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন।
আরো পড়ুন:
মাঠ আর আগের মতো নেই: সারজিস
কক্সবাজারে পুরনোদের ওপর আস্থা রাখল বিএনপি
অধ্যাদেশে বলা হয়েছে, এই সীমার বেশি ব্যয় করলে নির্বাচন কমিশন প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
নতুন নিয়মের গেজেট প্রকাশ করা হয়েছে সোমবার (৩ নভেম্বর)। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে আইন মন্ত্রণালয়।
সংশোধিত আরপিওতে প্রার্থীর নির্বাচনী ব্যয় ও রাজনৈতিক দলের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন দিকনির্দেশনাও যোগ করা হয়েছে। বিশেষ করে, অনুদান হিসেবে প্রাপ্ত অর্থের বিস্তারিত তালিকা প্রার্থীর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
নতুন সংযোজিত অনুচ্ছেদ ৪৪ অনুযায়ী, ব্যয় সীমা নির্ধারণ করা হয়েছে ভোটারপ্রতি ১০ টাকা। অনুচ্ছেদ ১৩-এর সংশোধনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে ৫০ হাজার টাকার জামানত, যা আগে ছিল ২০ হাজার টাকা।
আইন মন্ত্রণালয়ের মতে, এই পদক্ষেপ নির্বাচনী প্রতিযোগিতায় সমতা বজায় রাখবে, অযাচিত ব্যয় রোধ করবে এবং নির্বাচনের সামগ্রিক স্বচ্ছতা বৃদ্ধি করবে।
ঢাকা/এএএম/রফিক