জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩
Published: 22nd, January 2025 GMT
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজানের নেতৃত্বে বিভাগের অতিরিক্ত উপকমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার, সহকারী কমিশনার (প্যাট্রল), মোহাম্মদপুর থানার ওসি, পিআই, পরিদর্শক (তদন্ত) ও মোহাম্মদপুর থানার চৌকস দল এই বিশেষ অভিযান চালায়। এ সময় গ্রেপ্তারদের কাছে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছে মাদক কারবারি, ছিনতাইকারী, সন্ত্রাসী ও মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম হ ম মদপ র
এছাড়াও পড়ুন:
গণপিটুনিতে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে মোশারফ হোসেন (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোশারফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন নামো রাজরামপুর হাজি পাড়ার মৃত দুরুল হুদার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে মোশারফ তার দুই সহযোগীসহ সদর উপজেলার ইসলামপুর এলাকার একটি বাড়িতে চুরি করতে যান। এ সময় তিনি স্থানীয় লোকজনের কাছে ধরা পড়েন। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। মারধরের পর অজ্ঞাত ব্যক্তিরা তাকে দ্বিতীয় মহানন্দা সেতু-সংলগ্ন এলাকার একটি আমবাগানে ফেলে যান। পরে জাতীয় জরুরি সেবার নম্বরে (৯৯৯) খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মোশারফকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম বলেছেন, গণপিটুনিতে একজন মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঢাকা/শিয়াম/রফিক