ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই আড়ালে আছেন। আগে আদনান উদ্দিন কামাল নামে এক ব্যবসায়ীকে বিয়ে ও মা হওয়ার গুঞ্জন নিয়ে কয়েকবার খবরের শিরোনামে ছিলেন তিনি। তবে এসব নিয়ে টু-শব্দও করেননি পপি। সেসময় আদনান জানান, পপি তাদের পারিবারিক বন্ধু। তার সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই আসে না। অবশেষে সেই গুঞ্জনই সত্য হল। সেই আদনান উদ্দিন কামালই নায়িকা পপির স্বামী।

জানা গেছে, প্রায় সাড়ে ৫ বছর আগেই জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেন পপি। তাদের সংসারে আয়াত নামে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন, যদিও তিনি মাঝে মাঝে ঢাকায়ও আসেন। রাজধানীর ধানমন্ডিতে তার একটি বাসাও রয়েছে।

মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্বামী-সন্তান নিয়ে পপির পরিবারের কিছু ছবি। একটিতে স্বামী ও ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায় পপিকে। এটি তাদের সন্তান আয়াতের জন্মদিনের ছবি।

এদিকে মঙ্গলবার পপিকে নিয়ে আসে নেতিবাচক একটি সংবাদ। জমি দখলের চেষ্টার অভিযোগে সোমবার (৩ জানুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জিডির বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, পপি পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চরমে উঠেছে। অভিযোগ রয়েছে, বাধা পেলে তিনি ভাই-বোনদের হুমকি দিচ্ছেন, এমনকি তাঁদের মেরে ফেলার ভয়ও দেখিয়েছেন। শুধু তাই নয়, পপির মা মরিয়ম বেগম মেরির দিকেও নানা হুমকি আসছে।

এসব বিষয়ে জানতে পপির সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চুল, কণ্ঠ, হাসি নিয়ে কথা শুনেও তিনি আজ সফল অভিনেত্রী, ৭৩০ কোটি টাকার মালিক

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী এমা স্টোনের আজ জন্মদিন। ১৯৮৮ সালের ৬ নভেম্বর এই দিনে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় জন্ম নেওয়া এই অভিনেত্রী পা দিলেন ৩৭ বছরে। তিনি ‘লা লা ল্যান্ড’, ‘দ্য ফেবারিট’, ‘পুওর থিংস’সহ প্রতিটি চলচ্চিত্রেই আলাদা করে আলোচনার জন্ম দিয়েছেন। প্রমাণ করেছেন, অভিনয়ই শক্তি, সৌন্দর্য নয়। অভিনয় দিয়েই বিশ্বজোড়া ভালোবাসা পাওয়া এই তারকার জীবন নানা ঘটনায় ভরা।
যেভাবে শুরু

এমা স্টোনের পুরো নাম এমিলি জিন স্টোন। ছোটবেলা থেকেই তিনি মঞ্চে অভিনয় করতে ভালোবাসতেন। তখন তাঁর বয়স ছিল ৪ বছর। মাত্র ১১ বছর বয়সে একটি থিয়েটার দলে যোগ দেন। তবে পরিবার চায়নি যে এমা অভিনয় করুক। মা–বাবাকে রাজি করাতে তিনি একবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়েছিলেন। নাম দিয়েছিলেন ‘প্রজেক্ট অব হলিউড’। কী করতে চান, সেটাই নাকি তুলে ধরেছিলেন। পরে অবশ্য মঞ্চে ভালো করলে মা-বাবা আর হলিউডে অভিনয়ে বাধা দেননি। তাঁকে একসময় লস অ্যাঞ্জেলেসে পাঠিয়ে দেন। তবে পড়াশোনায় কখনোই তাঁর মনোযোগ ছিল না।

এমা স্টোন। এএফপি

সম্পর্কিত নিবন্ধ