ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই আড়ালে আছেন। আগে আদনান উদ্দিন কামাল নামে এক ব্যবসায়ীকে বিয়ে ও মা হওয়ার গুঞ্জন নিয়ে কয়েকবার খবরের শিরোনামে ছিলেন তিনি। তবে এসব নিয়ে টু-শব্দও করেননি পপি। সেসময় আদনান জানান, পপি তাদের পারিবারিক বন্ধু। তার সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই আসে না। অবশেষে সেই গুঞ্জনই সত্য হল। সেই আদনান উদ্দিন কামালই নায়িকা পপির স্বামী।

জানা গেছে, প্রায় সাড়ে ৫ বছর আগেই জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেন পপি। তাদের সংসারে আয়াত নামে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন, যদিও তিনি মাঝে মাঝে ঢাকায়ও আসেন। রাজধানীর ধানমন্ডিতে তার একটি বাসাও রয়েছে।

মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্বামী-সন্তান নিয়ে পপির পরিবারের কিছু ছবি। একটিতে স্বামী ও ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায় পপিকে। এটি তাদের সন্তান আয়াতের জন্মদিনের ছবি।

এদিকে মঙ্গলবার পপিকে নিয়ে আসে নেতিবাচক একটি সংবাদ। জমি দখলের চেষ্টার অভিযোগে সোমবার (৩ জানুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জিডির বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, পপি পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চরমে উঠেছে। অভিযোগ রয়েছে, বাধা পেলে তিনি ভাই-বোনদের হুমকি দিচ্ছেন, এমনকি তাঁদের মেরে ফেলার ভয়ও দেখিয়েছেন। শুধু তাই নয়, পপির মা মরিয়ম বেগম মেরির দিকেও নানা হুমকি আসছে।

এসব বিষয়ে জানতে পপির সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ব্রাকসু নির্বাচন: শিবির সমর্থিত প্যানেলে ভিপি পদপ্রার্থী আলবীর, জিএস মেহেদী

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনকে সামনে রেখে ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’ নামে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিডিয়া চত্বরের সামনে বেরোবি শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা ও শাখা শিবিরের সভাপতি সুমন সরকার এ ঘোষণা দেন।

‎তিনি জানান, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ থেকে সহ-সভাপতি পদে জুলাই গণঅভ্যুত্থানে আহত অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমদুল হক আলবীর, সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, এজিএস পদে বায়োজিদ শিকদার, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে জাহিদ হাসান জয়; বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ইমরান খান, ক্যারিয়ার ও আন্তর্জাতিক সম্পাদক পদে উম্মে হানি তানিয়া, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে ফাতিহুল হক শোভন, পরিবহন সম্পাদক পদে শিবলী সাদিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল কাদেরকে মনোনীত করা হয়েছে। কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন আল হুমাইরা ঐশী, বায়েজিদ বোস্তামি এবং মরিয়ম জমিলা।

বিজয় ২৪ হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি পদে আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক পদে নেজাজ এবং ‎এজিএস পদে আব্দুল আহাদ প্রতিদ্বন্দ্বিতা করবেন এ প্যানেল থেকে।‎

শহীদ মুখতার এলাহী হলে ভিপি পদে শাকিব আল হাসান, জিএস পদে মুশফিকুর রহমান এবং এজিএস পদে কায়েম উদ্দিন লড়বেন।

মেয়েদের শহিদ ফেলানী হলে ভিপি পদে সানজিদা ইসলাম, সাধারণ সম্পাদক পদে সুমাইয়া তাহরীমা শিথিল এবং এজিএস পদে জেসমিন আক্তার প্রতিদ্বন্দ্বিতা করবেন।

‎সুমন সরকার বলেছেন, বেরোবি শিক্ষার্থী পরিষদ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। এ প্যানেলে ক্যাম্পাসে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া ছেলে ও নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আশা করছি, এ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে প্রত্যেক প্রার্থী জয়ী হবেন।

‎ঢাকা/‎সাজ্জাদ/রফিক

সম্পর্কিত নিবন্ধ