সুইডেনের মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, গুলির ঘটনার পর ‘বিপদ এখনো শেষ হয়নি।’ লোকজনকে ওই এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্কও করেছে তারা। খবর বিবিসির 

হামলার শিকার স্কুলটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। যারা সময় মতো প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি, এমন বয়স্ক লোকজনই মূলত এই স্কুলে পড়াশোনা করেন।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই ঘটনাকে আপাতত হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্র–সংক্রান্ত গুরুতর অপরাধ বলে মনে করা হচ্ছে। নিরাপত্তার খাতিরে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাতাসে মায়ের হাহাকার, ‘গর্তে পড়ে ছেলেটা মা, মা বলে ডাকছিল’

তিন-চার কাঠা জমির এক পাশে ছোট্ট বাড়িটি ঘিরে এখন শুধুই হাহাকার। বাড়ির চারপাশে কৃষিজমি। বাড়ি–লাগোয়া দুটি পুকুরও আছে। গত দুই দিনে সেই জমিতে হাজারো মানুষের পায়ের ছাপে তৈরি হয়েছে ধুলার আস্তরণ। মাটির এই নীরব জবাব যেন সাক্ষী দিচ্ছে মর্মান্তিক এক ঘটনার। রাজশাহীর তানোরের নিভৃত গ্রামে অবহেলায় প্রাণ গেল দুই বছরের শিশু সাজিদের।

শুক্রবার বাড়ির আঙিনায় খাটিয়ায় শুইয়ে রাখা ছিল সাজিদের নিথর দেহ। ছোট্ট শিশুটিকে শেষবার দেখতে ভিড় করেন হাজারো মানুষ। ভিড়ের মধ্যে আলাদা করে চেনা যাচ্ছিল সাজিদের মা রুনা খাতুনকে।

শিশু সাজিদ

সম্পর্কিত নিবন্ধ