গাজায় নজিরবিহীন নৃশংসতা চালিয়ে ৬১ হাজারের বেশি মানুষ হত্যা ও এক লাখের বেশি আহত করার পর সম্প্রতি যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তা সামনের দিকে এগোবে এমনটাই প্রত্যাশা পুরো বিশ্বের। প্রথম ধাপে তিন দফায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল তাদের কারাগারে থাকা হাজার হাজার ফিলিস্তিনি বন্দির মধ্য থেকে কয়েকশ জনকে মুক্তি দেয়।
দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, মঙ্গলবার পর্যন্ত ৫ লাখ ৪৫ হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় তাদের বাড়িঘরে ফিরে গেছেন। অধিকাংশ বাড়িঘরই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ অবস্থায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে এগোনোর আগে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর কোনো বিদেশি নেতার সঙ্গে এটিই ট্রাম্পের প্রথম বৈঠক। আলজাজিরা জানায়, বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজায় যুদ্ধবিরতি স্থগিত হবে– এমন নিশ্চয়তা তিনি দিতে পারছেন না।
এদিকে গাজা উপত্যকা থেকে আরও ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার জন্য জর্ডান ও মিসরকে যে আহ্বান জানিয়েছেন ট্রাম্প তার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে পাঁচ আরব দেশ। এ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র কাছে সোমবার এ চিঠি দেন। এতে সই করেন জর্ডান, মিসর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এক্সিয়স জানায়, ট্রাম্পের প্রস্তাবকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এ শীর্ষ কূটনীতিকরা সম্প্রতি কায়রোতে বৈঠক করে এ চিঠির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় ৩ গণমাধ্যমকর্মীর উপর হামলা মামলায় শহিদ গ্রেপ্তার
জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিসহ তিন গণমাধ্যমকর্মীর উপর অতর্কিত হামলা মামলার দ্বিতীয় আসামি সায়েদাবাদী শহিদ (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) ভোর ৫ টায় আসামির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রায়হান। তিনি বলেন, আমরা আজ ভোরে সাংবাদিক হামলা মামলার দ্বিতীয় আসামি শহিদকে গ্রেপ্তার করেছি। তাকে দুপুরে আদালতে পাঠানো হবে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার জানান, হামলায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে চলতি বছরের ৫ নভেম্বর বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় একটি অসহায় পরিবারের জমি দখল রাখার অভিযোগের খবরে অনুসন্ধানের লক্ষ্যে জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো.আকাশ, অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জের ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও আরজু ঘটনাস্থলে যান।
সংবাদ কর্মীরা সেখানে যাবার খবরে মুহুর্তেই ঘটনাস্থলে উপস্থিত হন বিতর্কিত কৃষকাল নেতা শাহাদাতসহ আার সহযোগীরা। এসময় সংবাদ কর্মীদের উপর অতর্কিত হামলা করে তাদের গুরুতর আহত করা হয় এবং প্রায় আড়াই ঘন্টা একটি কারখানায় আটকে রেখে দফায় দফায় নির্যাচন চালানো হয়।
পরবর্তীতে আহত সংবাদ কর্মীদের সহযোগী সংবাদ কর্মীদের সহয়তায় তারা মুক্ত হন। এ ঘটনায় ভুক্তভোগী আকাশ বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আসামি শাহাদাতকে আদালতে সোপর্দ করে।