গাজায় নজিরবিহীন নৃশংসতা চালিয়ে ৬১ হাজারের বেশি মানুষ হত্যা ও এক লাখের বেশি আহত করার পর সম্প্রতি যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তা সামনের দিকে এগোবে এমনটাই প্রত্যাশা পুরো বিশ্বের। প্রথম ধাপে তিন দফায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল তাদের কারাগারে থাকা হাজার হাজার ফিলিস্তিনি বন্দির মধ্য থেকে কয়েকশ জনকে মুক্তি দেয়।
দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, মঙ্গলবার পর্যন্ত ৫ লাখ ৪৫ হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় তাদের বাড়িঘরে ফিরে গেছেন। অধিকাংশ বাড়িঘরই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ অবস্থায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে এগোনোর আগে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর কোনো বিদেশি নেতার সঙ্গে এটিই ট্রাম্পের প্রথম বৈঠক। আলজাজিরা জানায়, বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজায় যুদ্ধবিরতি স্থগিত হবে– এমন নিশ্চয়তা তিনি দিতে পারছেন না।
এদিকে গাজা উপত্যকা থেকে আরও ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার জন্য জর্ডান ও মিসরকে যে আহ্বান জানিয়েছেন ট্রাম্প তার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে পাঁচ আরব দেশ। এ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র কাছে সোমবার এ চিঠি দেন। এতে সই করেন জর্ডান, মিসর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এক্সিয়স জানায়, ট্রাম্পের প্রস্তাবকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এ শীর্ষ কূটনীতিকরা সম্প্রতি কায়রোতে বৈঠক করে এ চিঠির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
গাজীপুরে বিএনপির মনোনয়ন দাবিতে হাজার হাজার নারীর শোভাযাত্রা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে গাজীপুর-১ আসনে মজিবুর রহমানকে দলীয় প্রার্থী করার দাবিতে ব্যতিক্রমী বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা করেন কালিয়াকৈর উপজেলা ও পৌর মহিলা দল।
গাজীপুর-১ আসনে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। মজিবুর রহমান এ আসনের দলের মনোনয়ন পেতে চাচ্ছেন।
আরো পড়ুন:
ফেনী বিএনপিতে অন্তঃকোন্দল: মিন্টুর গাড়িবহরে হামলা
পাবনায় জামায়াতের প্রার্থীর প্রচারে হামলা, গাড়ি ভাঙচুর
নারীদের ব্যতিক্রমী বিশাল শোভাযাত্রা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মজিবুর রহমান। শোভাযাত্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কয়েক হাজার নারী অংশ নেয়।
এ সময় মজিবুর রহমান বলেন, ‘‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার চালু করেন। দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য তিনি আপনাদের সামনে থেকে সংগ্রাম করেছেন। দেশনেত্রীসহ অনেক নারীদের গ্রেপ্তার করে জেলখানায় ভরে রেখেছিল। তারপরও আমাদের দেশনেত্রী অন্যায়ের সঙ্গে আপস করেননি।’’
তিনি আরো বলেন, ‘‘যখনই আমার দুঃসময় এসেছে, তখনই মা-বোনেরা আমার পাশে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনেও আমার মা-বোনেরা আমার পাশে থাকবে। আমি মনোনয়ন পেলে গাজীপুর-১ আসনে আমাকে বিজয়ী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দেবে।’’
ঢাকা/রেজাউল/বকুল