গাজায় নজিরবিহীন নৃশংসতা চালিয়ে ৬১ হাজারের বেশি মানুষ হত্যা ও এক লাখের বেশি আহত করার পর সম্প্রতি যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তা সামনের দিকে এগোবে এমনটাই প্রত্যাশা পুরো বিশ্বের। প্রথম ধাপে তিন দফায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল তাদের কারাগারে থাকা হাজার হাজার ফিলিস্তিনি বন্দির মধ্য থেকে কয়েকশ জনকে মুক্তি দেয়।
দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, মঙ্গলবার পর্যন্ত ৫ লাখ ৪৫ হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় তাদের বাড়িঘরে ফিরে গেছেন। অধিকাংশ বাড়িঘরই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ অবস্থায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে এগোনোর আগে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর কোনো বিদেশি নেতার সঙ্গে এটিই ট্রাম্পের প্রথম বৈঠক। আলজাজিরা জানায়, বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজায় যুদ্ধবিরতি স্থগিত হবে– এমন নিশ্চয়তা তিনি দিতে পারছেন না।
এদিকে গাজা উপত্যকা থেকে আরও ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার জন্য জর্ডান ও মিসরকে যে আহ্বান জানিয়েছেন ট্রাম্প তার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে পাঁচ আরব দেশ। এ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র কাছে সোমবার এ চিঠি দেন। এতে সই করেন জর্ডান, মিসর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এক্সিয়স জানায়, ট্রাম্পের প্রস্তাবকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এ শীর্ষ কূটনীতিকরা সম্প্রতি কায়রোতে বৈঠক করে এ চিঠির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আবারো বন্দুক হামলা, শিক্ষার্থী নিহত
যুক্তরাষ্ট্রের কেনটাকি স্টেট ইউনিভার্সিটির একটি আবাসিক হলে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে এক শিক্ষার্থী নিহত এবং আরো একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে এই হামলার ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
আরো পড়ুন:
ইউরোপীয় নেতাদের ‘দুর্বল’ বলে সমালোচনা করলেন ট্রাম্প
ওমরাহ পালন করতে সৌদিতে জায়েদ খান
প্রতিবেদনে বলা হয়, হামলার পরেই সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একই এলাকায় চার মাসের মধ্যে এটি দ্বিতীয় গুলিবর্ষণের ঘটনা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
ফ্রাঙ্কফোর্টের সহকারী পুলিশ প্রধান স্কট ট্রেসি এক সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবারের গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন কেনটাকি স্টেট ইউনিভার্সিটির ছাত্র নয়। ট্রেসি বলেন, পুলিশ দ্রুত গুলিবর্ষণের ঘটনায় সাড়া দিয়েছে।
তিনি বলেন, “ফ্রাঙ্কফোর্ট পুলিশ বিশ্বাস করে যে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এই মুহূর্তে ক্যাম্পাসে কোনো সক্রিয় নিরাপত্তা উদ্বেগ নেই।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসিক হলে গুলিবিদ্ধ এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হলেও তার অবস্থা স্থিতিশীল। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের নাম প্রকাশ করছে না।
কেনটাকি স্টেট ইউনিভার্সিটির এক বিবৃতিতে বলা হয়, “আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি এবং তাদের জন্য কাউন্সেলিংসহ সম্ভাব্য সব সহায়তা প্রদান করছি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ পোস্ট করা একটি ভিডিও বার্তায় কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, “গুলি চালানো একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে এবং কোনো চলমান হুমকি নেই।”
তিনি বলেন, “আমাদের কমনওয়েলথ বা দেশে সহিংসতার কোনো স্থান নেই। আসুন আমরা ক্ষতিগ্রস্ত পরিবার ও আমাদের কেএসইউ শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করি। আসুন এমন একটি পৃথিবীর জন্যও প্রার্থনা করি যেখানে এই ঘটনাগুলো না ঘটে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্যানুসারে, সপ্তাহের বাকি সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস, ফাইনাল পরীক্ষা ও ক্যাম্পাস কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে জানানো হয়, “শিক্ষার্থীরা যদি ইচ্ছা করে বাড়ি ফিরে যেতে পারে। অতিরিক্ত নির্দেশিকা যত তাড়াতাড়ি সম্ভব জানানো হবে।”
বিশ্ববিদ্যালয়ের সভাপতি কফি সি আকাকপো এটিকে ‘অর্থহীন ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিন বলেন, “আমরা আমাদের একজন ছাত্রের মৃত্যুতে শোকাহত। একজন অভিভাবক হিসেবে আমি কল্পনাও করতে পারি না যে, আজ আমি অভিভাবকদের কাছে যে ফোন করেছি তা পাব।”
এর আগে গত ১৭ আগস্ট, একই আবাসিক হলের কাছে কেউ একজন গাড়ি থেকে একাধিক গুলি চালিয়েছিল, যার ফলে দুজন আহত হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্যানুসারে, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না।
কেনটাকি স্টেট ইউনিভার্সিটি ক্যাপিটল ভবন থেকে প্রায় ২ মাইল (৩.২ কিমি) পূর্বে অবস্থিত।
ঢাকা/ফিরোজ