গাজায় নজিরবিহীন নৃশংসতা চালিয়ে ৬১ হাজারের বেশি মানুষ হত্যা ও এক লাখের বেশি আহত করার পর সম্প্রতি যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তা সামনের দিকে এগোবে এমনটাই প্রত্যাশা পুরো বিশ্বের। প্রথম ধাপে তিন দফায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল তাদের কারাগারে থাকা হাজার হাজার ফিলিস্তিনি বন্দির মধ্য থেকে কয়েকশ জনকে মুক্তি দেয়। 

দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, মঙ্গলবার পর্যন্ত ৫ লাখ ৪৫ হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় তাদের বাড়িঘরে ফিরে গেছেন। অধিকাংশ বাড়িঘরই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ অবস্থায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে এগোনোর আগে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে। 

গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর কোনো বিদেশি নেতার সঙ্গে এটিই ট্রাম্পের প্রথম বৈঠক। আলজাজিরা জানায়, বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজায় যুদ্ধবিরতি স্থগিত হবে– এমন নিশ্চয়তা তিনি দিতে পারছেন না।

এদিকে গাজা উপত্যকা থেকে আরও ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার জন্য জর্ডান ও মিসরকে যে আহ্বান জানিয়েছেন ট্রাম্প তার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে পাঁচ আরব দেশ। এ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র কাছে সোমবার এ চিঠি দেন। এতে সই করেন জর্ডান, মিসর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এক্সিয়স জানায়, ট্রাম্পের প্রস্তাবকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এ শীর্ষ কূটনীতিকরা সম্প্রতি কায়রোতে বৈঠক করে এ চিঠির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

হংকংয়ে আবাসিক ভবনে আগুনে মৃত্যু বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯ 

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় আবাসিক ভবনে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিবিসির লাইভ রিপোর্টে বলা হয়, আগুন ১৮ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে। ৮০০ জনেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। 

আরো পড়ুন:

কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার

করাইল বস্তিতে অগ্নিকাণ্ড: ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

বুধবার হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্টে আগুনের সূত্রপাত। এটি আটটি ব্লক নিয়ে গঠিত দুই হাজার ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স। স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল  বিভাগ। 

আগুন নেভাতে গিয়ে ৩৭ বছর বয়সী এক অগ্নিনির্বাপক কর্মী মারা গেছেন।  সরকার তাকে ‘নিষ্ঠাবান ও সাহসী’ হিসেবে বর্ণনা করেছে। 

বিল্ডিংগুলোর ভেতর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া আত্মীয়দের খোঁজে সহায়তা চেয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করছেন বাসিন্দারা। 

বিবিসিতে প্রকাশিত ছবিতে দেখা যায়, অগ্নিনির্বাপক কর্মীরা কালো হয়ে যাওয়া টাওয়ারগুলোতে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দমকল সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা ধরে আগুনের তীব্রতা কমাতে কাজ করে যাচ্ছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি স্কুল আজ ক্লাস স্থগিত করেছে। 

এদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ‘হত্যার’ অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন একটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক ও একজন প্রকৌশল পরামর্শক।

পুলিশের মুখপাত্র বলেন, “আমাদের বিশ্বাস, কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিরা গুরুতর অবহেলার পরিচয় দিয়েছেন। তাদের অবহেলাই এই দুর্ঘটনার কারণ এবং আগুন অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ে ব্যাপক প্রাণহানি ঘটেছে।”

ঢাকা/ইভা   

সম্পর্কিত নিবন্ধ