সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গুচ্ছভর্তি কমিটির আহ্বায়ক এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এ বছর গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষ জানায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনও গুচ্ছ পরীক্ষায় থাকা বা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।

এর আগে, মঙ্গলবার সাতটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর গুচ্ছ পদ্ধতি অব্যাহত রাখার দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিন দুপুরে ইউজিসি কার্যালয়ে জড়ো হয়ে দুটি গেট অবরোধ করেন এবং গুচ্ছপদ্ধতি অব্যাহত রাখার পক্ষে তারা স্লোগান দেন। তবে বৈঠকের পর সিদ্ধান্ত জেনে তারা গেট খুলে দিয়েছেন।

শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, আপাতত আমরা বিক্ষোভ স্থগিত করছি। তবে আমরা নিশ্চিত হতে চাই যে এই ২০ বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত থাকবে।

এম জি

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

‘ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতা থেকে সরে যেতে পারেন ট্রাম্প’

ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় যুদ্ধ বন্ধের মধ্যস্থতা থেকে সরে যেতে পারেন। মার্কিন প্রেসিডেন্টের জ্যেষ্ঠ পুত্র ট্রাম্প জুনিয়র রবিবার মধ্যপ্রাচ্যের এক সম্মেলনে এ কথা বলেছেন।

ইউক্রেনে অব্যাহত যুদ্ধের উদ্দেশ্যের সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন, ইউক্রেনের ‘দুর্নীতিগ্রস্ত’ ধনীরা যাদেরকে কৃষক শ্রেণি বলে মনে করত’ তাদেরকে যুদ্ধের মধ্যে ফেলে দেশ ছেড়ে পালিয়ে গেছে।

ট্রাম্প জুনিয়রের তার বাবার প্রশাসনে কোনো আনুষ্ঠানিক ভূমিকা নেই। তবে তিনি ম্যাগা (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার হস্তক্ষেপ ট্রাম্প দলের ভেতরের কিছু লোকের মধ্যে ইউক্রেনীয় সরকারের প্রতি বিদ্বেষের প্রতিফলন ঘটায় এবং ট্রাম্পের আলোচনাকারী দল কিয়েভকে রুশ দখলকৃত অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে যাচ্ছে।

ট্রাম্প জুনিয়র জানিয়েছেন,  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ দীর্ঘায়িত করছেন, কারণ তিনি জানতেন যে এটি শেষ হলে তিনি কখনও নির্বাচনে জিততে পারবেন না। জেলেনস্কি বামপন্থীদের সীমান্তবর্তী দেবতা। এরপরেও ইউক্রেন রাশিয়ার চেয়ে অনেক বেশি দুর্নীতিগ্রস্ত।

মার্কিন প্রেসিডেন্টের পুত্র ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা ক্যালাসের সমালোচনা করে বলেছেন, ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলো কাজ করছে না। কারণ তারা কেবল তেলের দাম বাড়িয়েছে, যা থেকে রাশিয়া তার যুদ্ধের খরচ বহন করতে পারে। তিনি ইউরোপীয় পরিকল্পনাটিকে বলেছেন-‘আমরা রাশিয়ার দেউলিয়া হওয়ার জন্য অপেক্ষা করব। তবে এটি কোনো পরিকল্পনা নয়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ