সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গুচ্ছভর্তি কমিটির আহ্বায়ক এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এ বছর গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষ জানায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনও গুচ্ছ পরীক্ষায় থাকা বা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।

এর আগে, মঙ্গলবার সাতটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর গুচ্ছ পদ্ধতি অব্যাহত রাখার দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিন দুপুরে ইউজিসি কার্যালয়ে জড়ো হয়ে দুটি গেট অবরোধ করেন এবং গুচ্ছপদ্ধতি অব্যাহত রাখার পক্ষে তারা স্লোগান দেন। তবে বৈঠকের পর সিদ্ধান্ত জেনে তারা গেট খুলে দিয়েছেন।

শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, আপাতত আমরা বিক্ষোভ স্থগিত করছি। তবে আমরা নিশ্চিত হতে চাই যে এই ২০ বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত থাকবে।

এম জি

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

যে সুপারস্টারকে চুমু খেতে অস্বীকৃতি জানান জুহি

নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী জুহি চাওলা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বলিউডের প্রথম সারির তারকা অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অঢেল সম্পদেরও মালিক হয়েছেন। 

জুহির নায়কদের মধ্যে অন্যতম বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তার সঙ্গে ‘ইশ্‌ক’, ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছাড়াও ‘দৌলত কি জং’, ‘তুম মেরে হো’, ‘হাম হ্যায় রাহি প্যার কে’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হন। প্রতিটি সিনেমায় তাদের রসায়ন, হাস্যরস ও ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। 

পর্দার বাইরে ব্যক্তিগত জীবনে ভালো বন্ধু আমির খান জুহি চাওলা। কিন্তু জানেন কী এই আমির খানকে চুমু খেতে অস্বীকৃতি জানিয়েছিলেন জুহি চাওলা? কেন এমনটা করেছিলেন জুহি, তা নিয়েই এই প্রতিবেদন—

যে কারণে চুমু খেতে অস্বীকৃতি জানান জুহি
সবকিছুর শুরু একটি চুম্বন দৃশ্য নিয়ে। ‘ইশক’ সিনেমার চিত্রনাট্যে জুহি-আমিরের একটি রোমান্টিক মুহূর্ত ছিল। প্রথমে জুহি রাজি থাকলেও, পরে আমির দৃশ্যটিকে আরো ‘স্বাভাবিক’ করে তুলতে কিছু পরিবর্তন আনার প্রস্তাব দেন। কিন্তু আমির খানের প্রস্তাবে অস্বস্তি বোধ করেন জুহি চাওলা। শুধু তাই নয়, চুম্বন দৃশ্যটি করতে অপারগতা প্রকাশ করেন। মূলত, তারপর শুরু হয় সৃজনশীল মতপার্থক্য, যা দ্রুতই তীব্র তর্কে পরিণত হয়। শেষ পর্যন্ত জুহি সেট ছেড়ে চলে যান এবং দৃশ্যটি করতে সম্পূর্ণ অস্বীকৃতি জানান।

পরবর্তীতে এক সাক্ষাৎকারে আমির খান এ ঘটনার কথা স্বীকার করেন। এ নিয়ে তাদের মধ্যে টানাপড়েন তৈরি হয়, যা অনেকটা সময় ধরে চলেছিল। এ বিষয়ে আমির খান বলেছিলেন, “ইশক’ সিনেমার শুটিংয়ের সময়ে জুহি আর আমি ৫-৬ বার ঝগড়া করেছিলাম। এটা বেশ কিছুদিন ধরে চলেছিল।” এ ঘটনার পর দু’জনই দীর্ঘ সময় একে অপরের সঙ্গে কথা বলেননি। আশি-নব্বই দশকের শেষ দিকে একাধিক হিট সিনেমায় একসঙ্গে কাজ করার পরও তাদের বন্ধুত্বে দূরত্ব তৈরি হয়েছিল। 

আমির খান-জুহি চাওলা একসময় পর্দায় হিট জুটি থাকার পরও বছরের পর বছর দুজনে দূরত্ব বজায় রেখেছিলেন। অথচ তারা অনেক রোমান্টিক মুহূর্ত দর্শকদের উপহার দিয়েছেন। দীর্ঘদিন কথা বন্ধ রাখার পর আশির দশকের শেষের দিকে অর্থাৎ নব্বই দশকের গোড়ার দিকে তারা একসঙ্গে কাজ করেছেন।

কীভাবে দ্বন্দ্ব ভুলে এক হন জুহি-আমির?
সময় মানুষের সব ক্ষত সারিয়ে তোলে। বহু বছর পর একটি অনুষ্ঠানে জুহি চাওলা ও আমির খানের দেখা হয়। সেখানে তারা পুরোনো মনোমালিন্য ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারপর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ফিরে আসে। এখনো তারা একে অপরকে শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন। জুহি চাওলাকে এখন মাঝে মাঝে পর্দায় দেখা যায়; তার সৌন্দর্য এখনো অমলিন। অন্যদিকে, আমির খান বলিউডের অন্যতম নিখুঁত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে কর্মযজ্ঞ পরিচালনা করছেন।

তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ