Samakal:
2025-10-03@09:47:36 GMT

সড়কের পাশে তরুণের লাশ

Published: 26th, February 2025 GMT

সড়কের পাশে তরুণের লাশ

ফেনীর ছাগলনাইয়ায় বেলাল হোসেন মোছাদ্দির (২১) নামের এক তরুণের লাশ পাওয়া গেছে সড়কের পাশে। বুধবার সকালে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের কাছে পাওয়া যায় তাঁর লাশ। 

বেলাল হোসেন স্থানীয় মিন্টু মোছাদ্দিরের ছেলে। তিনি ছাগলনাইয়া বাজারের একটি মুদি দোকানে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়িতে আসেন। ঘণ্টাখানেক পর বাড়ির পাশের দোকানে যাওয়ার পর ফেরেননি। বুধবার ফজরের নামাজের পর রাস্তার পাশে তাঁর লাশ দেখতে পান এলাকাবাসী।

মিন্টু মোছাদ্দিরের ভাষ্য, তাঁর স্ত্রী অনেক আগেই মারা গেছেন। তাদের পারিবারিক কোনো শত্রু নেই। ছেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও এতে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

নজরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ওই তরুণের মরদেহ থানায় নিয়ে আসে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তেই তাঁর মৃত্যুর কারণ বেরিয়ে আসবে।


 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

টানা চার দিন দরপতনের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ১ শতাংশ

টানা চার দিন দরপতনের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ১ শতাংশ। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অন্যতম বৃহত্তম তেল পরিশোধনাগারে অগ্নিকাণ্ডের পর এ মূল্যবৃদ্ধির ঘটনা ঘটে। যদিও তা এখন পর্যন্ত গত জুনের শেষ দিকের পর থেকে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে আছে।

আজ শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড ৬১ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৪ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ৬২ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬১ দশমিক ১০ ডলারে উঠেছে।

যদিও সাপ্তাহিক হিসাবে ব্রেন্ট ক্রুড ৭ দশমিক ৬ শতাংশ ও ডব্লিউটিআই ৭ শতাংশ কমেছে। কারণ, সরবরাহ অতিরিক্ত থাকার পরও ওপেক ও সহযোগী দেশগুলো তেল উৎপাদন আরও বাড়াতে পারে।

সূত্র জানায়, ওপেক ও সহযোগী দেশগুলো নভেম্বরে তেল উৎপাদন প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল পর্যন্ত বৃদ্ধি করতে পারে, যা অক্টোবরের বৃদ্ধির তিন গুণ। সৌদি আরব বাজারে তাদের শেয়ার পুনরুদ্ধার করতে চাইছে। এটি সৌদি আরবের বাজারে তাদের শেয়ার পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ।

বিশ্লেষক টনি সিকামোর বলেন, যদি ওপেক ও সহযোগী দেশগুলো দৈনিক পাঁচ লাখ ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা দেয়, তাহলে সেটি আবার তেলের দাম কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রাথমিকভাবে তেলের দাম ব্যারেলপ্রতি ৫৮ ডলার পর্যন্ত নেমে যেতে পারে। এমনকি বছরের সর্বনিম্ন দাম প্রায় ৫৫ ডলারও হতে পারে।

এদিকে ওপেক ও সহযোগী দেশগুলো জ্বালানি তেলের উৎপাদনের সম্ভাব্য বৃদ্ধি, রক্ষণাবেক্ষণের কারণে বৈশ্বিক পরিশোধনাগারের কার্যক্রম ধীরগতি ও মৌসুমি কারণে আগামী মাসগুলোয় চাহিদা হ্রাস পেলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তেলের মজুত দ্রুত বাড়তে পারে, এমনটাই বলছেন বিশ্লেষকেরা।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন গত বুধবার জানায়, পরিশোধনাগারের কার্যক্রমের ধীরগতি ও চাহিদা কমায় যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অপরিশোধিত তেল, গ্যাসোলিন ও ডিস্টিলেট মজুত বেড়েছ

সম্পর্কিত নিবন্ধ