ঘোড়াঘাটে মাজারে ভাঙচুর-আগুন তৌহিদি জনতার
Published: 28th, February 2025 GMT
দিনাজপুরের ঘোড়াঘাটে বিরাহিমপুর গুচ্ছগ্রামে অবস্থিত রহিম ভান্ডারী বাবার মাজারে ভাঙচুরের পর পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ তৌহিদি জনতা। এসময় মাজারের খাদেম এবং বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা মাজার থেকে পালিয়ে যায়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় তৌহিদি জনতা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে মাজারে প্রবেশ করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
এসময় আগত অতিথিদের বিশ্রামাগার, হালকায়ে জিকির মঞ্চ, প্যান্ডেল, বিভিন্ন স্থাপনা ও ধর্মের নামে গান বাজনা ও খাবার আয়োজনের বিভিন্ন সামগ্রী ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় তৌহিদি জনতা।
স্থানীয় জনতা অভিযোগ করে বলেন, “কথিত পীরের এই মাজারে অসামাজিক কার্যকলাপ, জিকিরের নামে নারী-পুরুষ একত্র হয়ে গান-বাজনা ও ভণ্ডামি করে থাকে। এগুলিকে কোনভাবেই ইসলাম পছন্দ সমর্থন করে না।”
তারা আরও বলেন, “এই অনৈতিক কাজ বন্ধের দাবিতে আমরা এর আগে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ করেছি। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর স্মারকলিপিও দিয়েছি। কিন্তু কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় আমরা এ ব্যবস্থা গ্রহণ করেছি। ইসলাম ও ধর্মের নামে কোনো ধরনের নোংরামি আমরা ধর্মপ্রাণ মুসল্লিরা কোনভাবেই বরদাস্ত করব না।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.
তিনি বলেন, “ঘটনাস্থল এখনও উত্তেজিত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।”
ঢাকা/মোসলেম/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইস্যূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার
আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর - মুহাম্মদ আবদুল জব্বার
কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি গণসংযোগ করেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ৩০ এপ্রিল মঙলবার বাদ মাগরিব আদমজী সোনামিয়া মার্কেট সংলগ্ন বড় মসজিদ এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগে প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার বলেন চব্বিশের আন্দোলনে স্বৈরাচারী ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের দোসররা কিন্তু এখনো বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছেন। তারা বিভিন্ন ইসূতে পানি ঘোলা করতে চায়।
তাদেরকে হুশিয়ার করে বলেন বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোন ফ্যাসিস্টদের দেখতে চায়না, যারা আজকে দখলদারিত্ব ও চাঁদাবাজিতে লিপ্ত আছেন তাদেরকে ধরে পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করবেন।
এসময় তিনি আরো বলেন আল্লাহর আইন কুরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা হলে দেশে আর কোন সন্ত্রাস চাঁদাবাজ থাকবেনা। আর আল্লাহর আইন ও সৎ লোকের সাশন প্রতিষ্ঠা করতেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৬ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পূর্ব থানা আমীর আলী আক্কাস রোমনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন , দক্ষিন থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, নায়েবে আমীর আবদুল গফুর, পূর্ব থানা সেক্রেটারি শহিদুজ্জামান শহিদ সহ আরো অনেকে।