হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক সত্তা হিসেবে বিবেচনা করে তার ওপর কর আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়টির জন্য ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করার পর মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে এ হুমকি দিয়েছেন। 

ট্রাম্প বলেছেন, “হার্ভার্ড যদি রাজনৈতিক, আদর্শিক ও সন্ত্রাসবাদী অনুপ্রেরণা/সমর্থনমূলক ‘অসুস্থতা?’ প্রচার করতে থাকে, তাহলে তার করমুক্তির মর্যাদা হারানো উচিত এবং রাজনৈতিক সত্তা হিসেবে কর আরোপের আওতায় আনা উচিত। মনে রাখবেন, করমুক্তির মর্যাদা সম্পূর্ণরূপে জনস্বার্থে কাজ করার উপর নির্ভরশীল!” 

ক্যাম্পাসগুলোতে ইহুদি বিদ্বেষ মোকাবেলা করতে গত সপ্তাহে হার্ভার্ডকে এক গুচ্ছ দাবির একটি তালিকা পাঠানোর কথা জানিয়েছিল হোয়াইট হাউজ। এর মধ্যে হার্ভার্ডের বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি কর্মসূচি বাতিল করা, ক্যাম্পাসে বিক্ষোভে মুখোশ নিষিদ্ধ করা, যোগ্যতা-ভিত্তিক নিয়োগ ও ভর্তি সংস্কার এবং অনুষদ ও প্রশাসকদের বৃত্তির চেয়ে সক্রিয়তার প্রতি বেশি প্রতিশ্রুতিবদ্ধ থাকার ক্ষমতা হ্রাস করার মতো বিষয়গুলো ছিল।

তবে সোমবার প্রশাসনের এসব দাবি প্রত্যাখ্যান করে হার্ভার্ড বলেছে, হোয়াইট হাউজ তাদের ‘নিয়ন্ত্রণ’ করার চেষ্টা করেছে। এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো বড় বিশ্ববিদ্যালয় তাদের নীতি পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনের চাপকে প্রত্যাখ্যান করলো।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

হা‌দির ঘটনায় বগুড়ায় গণঅ‌ধিকার প‌রি‌ষ‌দের মশাল মি‌ছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দুর্বৃ‌ত্তের গু‌লির প্রতিবা‌দে বগুড়ায় মশাল মি‌ছিল ক‌রে‌ছে গণঅ‌ধিকার প‌রিষদ বগুড়া জেলা শাখা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় তারা মশাল নি‌য়ে শহ‌রের সাতমাথায় মশাল মি‌ছিল ক‌রে। প‌রে সাতমাথার বীর‌শ্রেষ্ঠ স্কয়া‌রের সাম‌নে দা‌ড়ি‌য়ে বি‌ক্ষোভ ক‌রে। এ সময় সংগঠন‌টির নেতাকর্মীরা ‘হা‌দির ওপর হামলা সইবে না রে বাংলা’, ‘হা‌দির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’সহ বি‌ভিন্ন স্লোগান দেন।

আরো পড়ুন:

‘হাদির ওপর হামলাকারীরা যেখানেই থাকুক খুঁজে বের করা হবে’

হাদির ঘটনায় জিএম কাদে‌রের গভীর উদ্বেগ

গণঅ‌ধিকার প‌রি‌ষ‌দ বগুড়া জেলা শাখার সি‌নিয়র সহ-সভাপ‌তি শ‌হিদুল ইসলাম সেতু ব‌লেন, “ওসমান হা‌দি তার সংসদীয় আস‌নে নির্বাচনি প্রচার কর‌তে গি‌য়ে গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন, এটা ছি‌লে ফ‌্যা‌সিবাদী শাস‌নাম‌লের আচরণ।”

“আমরা চব্বিশের স্বাধীনতা-পরবর্তী য‌দি মতপ্রকা‌শের স্বাধীনতা না থা‌কে, কথা বল‌তে গি‌য়ে য‌দি ফ‌্যা‌সি‌স্টের সম‌য়ের ম‌তো আবারো আক্রম‌ণে‌র শিকার হই; তাহ‌লে আপনার-আমার নিরাপত্তা কোথায়? আমরা এই ন‌্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানা‌চ্ছি। আমরা গণঅ‌ধিকার প‌রিষদ এরকম ঘটনার বিরু‌দ্ধে সসময় সোচ্চার,” বলেন সেতু।

ঢাকা/এনাম/রাসেল

সম্পর্কিত নিবন্ধ