বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো দুই শিশুর
Published: 20th, April 2025 GMT
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
তারা হলো- মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) এবং একই গ্রামের সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, দুপুরে বাড়ির উঠানে লুকোচুরি খেলছিল শিশু দুটি। খেলতে খেলতে তারা পাশের বাড়িতে যায়। ওই বাড়ির একটি ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত
এছাড়াও পড়ুন:
বন্দরে গর্ভবতী ছাগলকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ
বন্দরে ৮ বছরের শিশু কন্যাকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনার প্রতিবাদ করার জের ধরে ভিকটমের পরিবারের সদস্যদের না পেয়ে দুই মাসের গর্ভবতী ছাগলকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে হামলাকারি সন্ত্রাসী মামুনসহ তার স্বজনদের বিরুদ্ধে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ছাগল মালিক পারুল আক্তার বাদী হয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে হামলাকারি মামুন ও তার দুই বোন বন্যা ও আছিয়া নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এর আগে গত রোববার (৩০ নভেম্বর) বেলা ১২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগরস্থ বাদিনী বসত বাড়িতে এ ঘটনাটি ঘটে।
এজাহার সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর এলাকার আব্দুল রশিদ মিয়ার ছেলে ১নং বিবাদী মামুন বাকপ্রতিবন্ধী।
১নং বিবাদী দীর্ঘদিন যাবত অভিযোগের বাদিনী মেয়ে (৮)কে টাকা পয়সার লোভ দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এ বিষয়ে গত প্রায় ১মাস পূর্বে ১নং বিবাদীর পরিবারের সদস্যদের জানাইলেও তারা কোন পদক্ষেপ নেয় নাই।
এর জের ধরে গত রোববার (৩০ নভেম্বর) বেলা ১২.০০ ঘটিকার সময় বাদিনীর স্বামী অনুপস্থিতিতে একই এলাকার আব্দুল রশিদ মিয়ার বাকপ্রতিবন্ধী ছেলে ১নং বিবাদী মামুন ও তার দুই বোন বন্যা ও আছিয়া এবং তাদের মা ৪নং বিবাদীগন বেআইনি জনতাবদ্ধে দেশীয় ধারালো অস্ত্র, লোহার পাইপ, কাঠের ডাসা নিয়ে অভিযোগের বাদিনী বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে বাদিনীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
ওই সময় বাদিনী বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে ১নং বিবাদী ক্ষিপ্ত হয়ে বাদিনী পালিত দুই মাসের গর্ভবতী ছাগলকে ধারালো চাকু দিয়ে কোপিয়ে রক্তাক্ত কাটা জখম করে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে। ঐ সময় ২নং হইতে ৪নং বিবাদীরা মিলিত হয়ে বাদিনী চুলের মুঠি ধরে এলোপাথাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে রক্তজমাট নীলাফুলা জখম করে প্রাণ নাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।
একই তারিখ দুপুর ১.০০ ঘটিকার সময় বাদিনী তার জখমি ছাগল নিয়ে স্থানীয় পঞ্চায়েত কমিটির কাছে বিচার চাইতে যাওয়ার পথে বিবাদীদের বাড়ির সামনে লেডি সন্ত্রাসী বন্যা ও তার বোন আছিয়া এবং তাদের মা পুনরায় বাদিনীকে মাটিতে ফেলে জনসম্মুখে বেদমভাবে মারপিট করে গুরুতর আহত করে।
পরে জখমকৃত ছাগলটিকে বন্দর উপজেলা প্রানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা প্রদান করে।