রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

তারা হলো- মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) এবং একই গ্রামের সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, দুপুরে বাড়ির উঠানে লুকোচুরি খেলছিল শিশু দুটি। খেলতে খেলতে তারা পাশের বাড়িতে যায়। ওই বাড়ির একটি ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন হত

এছাড়াও পড়ুন:

বন্দরে জিআর মামলার পলাতক আসামি ভূট্টু গ্রেপ্তার  

বন্দরে পৃথক ৪টি জিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ও মাদক সম্রাট সালাউদ্দিন ওরফে ভূট্টু (৪৮)কে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ।

ধৃত সালাউদ্দিন ওরফে ভূট্টু বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতি এলাকার মৃত মানিক মিয়ার ছেলে।

ধৃতকে শুক্রবার (৫ ডিসেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে বন্দর থানার নয়ামাটি এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে  তাকে গ্রেপ্তার করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ