বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো দুই শিশুর
Published: 20th, April 2025 GMT
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
তারা হলো- মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) এবং একই গ্রামের সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, দুপুরে বাড়ির উঠানে লুকোচুরি খেলছিল শিশু দুটি। খেলতে খেলতে তারা পাশের বাড়িতে যায়। ওই বাড়ির একটি ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত
এছাড়াও পড়ুন:
টেকনাফে ব্রিজের নিচে মিলল সাবেক ইউপি সদস্যের মরদেহ
কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি ব্রিজের নিচ থেকে সাবরাং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ইউনুছের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী এইচকে আনোয়ার প্রজেক্ট এলাকার প্রধান সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার হয়। ইউনুছ সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
আরো পড়ুন:
বগুড়ায় অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার
মুন্সীগঞ্জে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তারা ব্রিজের নিচে ছড়ার পানিতে মরদেহটি পড়ে থাকতে দেখেন। মরদেহের পরনে ছিল প্যান্ট, তবে গা খালি ছিল।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, “পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।”
গত ৮ জুলাই কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় কামাল উদ্দিন দুর্জয় নামে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার হয়েছিল।
ঢাকা/তারেকুর/মাসুদ