রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

তারা হলো- মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) এবং একই গ্রামের সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, দুপুরে বাড়ির উঠানে লুকোচুরি খেলছিল শিশু দুটি। খেলতে খেলতে তারা পাশের বাড়িতে যায়। ওই বাড়ির একটি ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন হত

এছাড়াও পড়ুন:

৩০ কোটি রুপি প্রতারণা মামলা, পরিচালক গ্রেপ্তার

আইভিএফ–জালিয়াতি মামলায় বলিউড পরিচালক বিক্রম ভাটকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাজস্থান পুলিশ ও মুম্বাই পুলিশের যৌথ অভিযানে ভাটকে তাঁর শ্যালিকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। রাজস্থান পুলিশ এখন বান্দ্রা আদালত থেকে ট্রানজিট রিমান্ড চাইবে, যাতে তাঁকে উদয়পুরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যায়।

এর ঠিক সাত দিন আগে উদয়পুর পুলিশ বিক্রম ভাট, তাঁর স্ত্রী শ্বেতাম্বরি ও আরও ছয়জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে। অভিযোগ ছিল, তাঁরা ইন্দিরা গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা চিকিৎসক অজয় মুরদিয়ার সঙ্গে ৩০ কোটি রুপির প্রতারণা করেছেন। নোটিশের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের ৮ ডিসেম্বরের মধ্যে উদয়পুর পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছিল এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিক্রম ভাট। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ