জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কাদেরকে দ্রুত গ্রেপ্তা‌রের দা‌বি‌তে মানববন্ধন ক‌রে‌ছেন জাতীয় পা‌র্টির এক অং‌শের নেতাকর্মীরা।

রবিবার (২০ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে পার্টির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন ক‌রেন। এ সময় তা‌দের হা‌তে জিএম কা‌দে‌রের বিরু‌দ্ধে নানা শ্লোগান সম্বলিত ব‌্যানার ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে বক্তারা জিএম কা‌দের‌কে ‘সু‌বিধা‌ভোগী আওয়ামী ফ‌্যসিস্টের দোসর’ উল্লেখ ক‌রে ব‌লেন, “জিএম কা‌দের সরকা‌রি সু‌বিধা নি‌য়ে আওয়ামী লী‌গের কা‌ছে শুধু জাতীয় পা‌র্টি‌কে বি‌ক্রি ক‌রে‌নি, নেতাকর্মী‌দের ম‌নোনয়নও বি‌ক্রি ক‌রে কো‌টি কো‌টি টাকা কা‌মি‌য়ে‌ছেন। বিগত নির্বাচ‌নে তার প্রত‌্যক্ষ মদ‌দে আওয়ামী লীগ নির্বাচন করার বৈধতা পায়, আর এ কার‌ণে বি‌রোধীদ‌লের নেতা, উপ‌নেতাসহ সব ধর‌নের সরকা‌রি সু‌বিধা উপহার হি‌সে‌বে পে‌য়ে‌ছেন। আওয়ামী লী‌গের পত‌নের আগ মুহূর্ত পর্যন্ত তি‌নি সংসদ থে‌কে পদতাগ ক‌রেন‌নি বরং সংসদ বিলুপ্ত হওয়া পর্যন্ত বি‌রোধী‌নেতার সু‌বিধা  ভোগ ক‌রে ‌তি‌নি যে ফ‌্যসিস্টের দোসর ছি‌লেন তা প্রমাণ ক‌রে‌ছেন।”

আরো পড়ুন:

জিএম কাদেরকে গ্রেপ্তার দাবি রওশন গ্রুপের

আ.

লীগ নিষিদ্ধের প্রসঙ্গে যা বললেন জিএম কাদের

মানববন্ধনে জাপা নেতারা ব‌লেন, “জাতীয় পা‌র্টি হু‌সেইন মুহম্মদ এরশা‌দের হা‌তেগড়া সন্তান। যা সা‌বেক রাষ্ট্রপ‌তির অসুস্থতার সুযোগে চেয়ারম‌্যা‌নের পদ দখল ক‌রে ম‌নোনয়ন বা‌ণিজ‌্য, ফ‌্যা‌সিস্ট সরকা‌রের স‌ঙ্গে মি‌লে‌ দুর্নী‌তি ও নানা অপকর্ম ক‌রে জিএম কা‌দের নিজ হা‌তে এই সন্তান‌কে হত‌্যা ক‌রে‌ছেন। আমরা  পা‌র্টির নেতাকর্মীরা তার কবল থে‌কে জাতীয় পা‌র্টির মু‌ক্তি চাই। সততার আড়া‌লে ভণ্ড রাজনী‌তিক জিএম কা‌দেরের শা‌স্তি চাই।”

তারা ব‌লেন, “দুর্নী‌তিবাজ জিএম কা‌দের ও তার স্ত্রী শে‌রিফা কা‌দেরের বিরু‌দ্ধে দুর্নী‌তির অনুসন্ধান চল‌ছে। তাছাড়া জিএম কা‌দের ফ‌্যসি‌স্টের দোসর হি‌সে‌বে একা‌ধিক হত‌্যা মামলারও আসা‌মি। এসব মামলায় আসামিরা জে‌লে থাক‌লেও ঘু‌রে বেড়া‌চ্ছেন তি‌নি। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও দুদকের প্রতি অবিলম্বে জি এম কাদেরকে গ্রেপ্তা‌রের দা‌বি জানা‌চ্ছি।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম খুশু, তথ্য ও গবেষণা সম্পাদক ইদ্রিস আলীসহ ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতারা।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ এম ক দ র এম ক দ র ন ত কর ম জ এম ক আওয় ম

এছাড়াও পড়ুন:

মানবাধিকার প্রতিষ্ঠায় আইন ও সালিশ কেন্দ্রের ১৫ দফা দাবি

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জনগণের মানবাধিকার প্রতিষ্ঠায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) ১৫ দফা দাবি তুলে ধরেছে।

১০ ডিসেম্বর (আজ বুধবার) আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ উপলক্ষে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে মানবাধিকার সংগঠনটি। এ সময় জনগণের মানবাধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি ১৫ দফা দাবি তুলে ধরেছে।‎

‎কর্মসূচিতে অংশ নেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবার এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ‘স্পিক আপ’ প্রকল্পের তরুণেরা। এই ‎মানববন্ধন কর্মসূচিতে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে ১৯৪৮ সালের এ দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয়, মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রত্যেক মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করেন।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উপদেষ্টা মাবরুক মোহাম্মদ বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবসের বাইরে গিয়েও প্রতিদিনই মানবাধিকার বিষয়ে জাগ্রত ও সোচ্চার থাকতে চাই। আইন ও সালিশ কেন্দ্র কখনো মানবাধিকার বিষয়ে কারও কাছে মাথা নত করেনি, কারও সঙ্গে আপস করেনি। যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সেখানেই আইন ও সালিশ কেন্দ্র সব সময় সোচ্চারভাবে কাজ করার চেষ্টা করেছে।’

নারী অধিকারের বিষয়ে আইন ও সালিশ কেন্দ্র প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে উল্লেখ করে সংস্থার এই উপদেষ্টা মাবরুক মোহাম্মদ আরও বলেন, ‘আইনের ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে কিন্তু নারী ও শিশুর প্রত্যয়ী সহিংসতাগুলো বন্ধ হয়নি। এটি নিয়েও আমরা কাজ করে যাচ্ছি।’

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। আজ বুধবার, মানিক মিয়া অ্যাভিনিউয়ে

সম্পর্কিত নিবন্ধ

  • আওয়ামী লীগ আমলে গুমের শিকার তিন ছাত্রদল নেতার সন্ধান চেয়ে মানববন্ধন
  • জবিতে নিখোঁজ ৩ ছাত্রদল নেতার সন্ধানে মানববন্ধন
  • এক ডাক্তারের বদলি বাতিল, আরেকজনের অপসারণ চাইলেন চাটমোহরবাসী
  • বাস্তবের ‘জীবন নিয়ে খেলা’
  • মানবাধিকার প্রতিষ্ঠায় আইন ও সালিশ কেন্দ্রের ১৫ দফা দাবি
  • পঞ্চগড়ে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
  • ভাইকে তো পাব না, অন্তত বিচার যদি পাই: বিশ্বজিতের ভাই
  • সাগরে নিখোঁজ ছাত্র অরিত্রকে উদ্ধারে অভিযান শুরুর দাবি