প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের একাংশ।

রোববার (২০ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ভবন থেকে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে এ মিছিল করা হয়েছে। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ উদ্যানে প্রদক্ষিণ করে পুনরায় সেখানে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় তারা ‘বৈষম্যের খুনিরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘তুমি কে, আমি কে, পারভেজ পারভেজ’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে সুমন সরদার বলেন, “আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্ট এর প্রমাণ রয়েছে। সেখানে থাকা চারজন বৈষম্যবিরোধীর ব্যানারে রাজনীতি করেন।”

তিনি বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। শাস্তি প্রদানের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে।”

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি যদি এর বিচার করতে না পারেন, আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা হাসিনাকে হটিয়েছি। আপনি পদক্ষেপ নিতে না পারলে আপনাকেও চেয়ার থেকে নেমে যেতে হবে।”

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল

এছাড়াও পড়ুন:

বাসে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, চালক আটক

বন্ধুর সঙ্গে বগুড়ায় বেড়াতে যাওয়ার সময় বাসে দশম শ্রেণির এক স্কুলছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাসচালক শাকিবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাসের হেলপার পলাতক।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয়। এর আগে, দুপুর ৩টার দিকে শহরতলীর বনানী এলাকার একটি মোটর গ্যারেজে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

১০ হাজার ইয়াবাসহ রেলওয়ে পুলিশ সদস্য গ্রেপ্তার

রাকসু নির্বাচন: ২ হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব মোতায়ন

আটক শাকিব বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বি-ব্লক এলাকার বাসিন্দা। রাত ৯টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে তাকে বগুড়া ডিবি পুলিশ আটক করে।

স্থানীয় সূত্র জানায়, শ্লীলতাহানির শিকার স্কুলছাত্রী সিরাজগঞ্জের বাসিন্দা। ঢাকার মিরপুরের এক স্কুলছাত্রের সঙ্গে তার মোবাইল ফোনে পরিচয় হয়। সোমবার সকালে ছেলেটি ঢাকা থেকে কিশোরীর সঙ্গে দেখা করতে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে যান। এরপর তারা সেখান থেকে বগুড়াগামী ‘আর কে ট্রাভেলস’এর একটি বাসে ওঠেন। যাত্রাপথে হেলপার বুঝতে পারেন তারা বন্ধু। 

দুপুর আড়াইটার দিকে বাসটি বগুড়ার বনানী মোড়ে পৌঁছানোর পর সব যাত্রী নেমে যান। কিশোরী ও তার বন্ধু বাস থেকে নামতে চাইলে তাদের বাধা দিয়ে বাসটি পর্যটন মোটেলের পাশে থাকা একটি মোটর গ্যারেজে নিয়ে যান চালক ও হেলপার। সেখানে হেলপার ওই ছাত্রীর বন্ধুকে ভয় দেখিয়ে সরিয়ে দেন। এরপর চালক শাকিব বাসের ভেতর কিশোরীর শ্লীলতাহানি করেন। বিকেল সাড়ে ৪টার দিকে তারা ঠনঠনিয়া বাস টার্মিনালে ফিরে আসেন। কিশোরীর কান্না দেখে কয়েকজন শ্রমিক ঘটনাটি জানতে পারেন। পরে তারা কিশোরী এবং তার বন্ধুকে ঢাকাগামী আরেকটি বাসে তুলে দেন।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “বিষয়টি জানার পরপরই আমরা ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাই। সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশের সহযোগিতায় রাত ৯টায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে শাকিবকে আমাদের ডিবি পুলিশ আটক করে।”

তিনি বলেন, “ভুক্তভোগী আমাদের হেফাজতে আছেন। তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে ভুক্তভোগী আমাদের জানিয়েছেন, বাসচালক তার শ্লীলতাহানি করেছে। আমরা মেয়েটির অভিভাবককে ডেকেছি। তারা আসছেন। তারা যেভাবে অভিযোগ দেবেন, আমরা সেভাবে ব্যবস্থা নেব।”

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ