সিদ্ধিরগঞ্জ থানা ৮নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি রুবেল মাদবর এর মাতা জামিলা খাতুন (৬৬) গত শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ওয়ার্ডের তাতখানা নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

এবং   মহানগর যুবদলের সাবেক সমাজ কল্যান সম্পাদক নূরে আলম প্রধানের পিতা, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক উপদেষ্টা নুরুল ইসলাম প্রধান (৮০) একই দিন দুপুর ১টায় জালকুড়ি মাঝপাড়া নিজ  বাড়িতে  ইন্তেকাল করেছেন, ইন্নাইলাইহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন।  

তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। 

শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন বিএনপি নেতা রুবেল মাদবর এবং যুবদল নেতা নূরে আলম প্রধান উভয়ের স্বজনের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি, মরহুমদের রুহের মাগফেরাত কামনা করছি এবং তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের সাথে সহমর্মিতা জানাচ্ছি। মহান আল্লাহতায়ালা রুবেল মাতা এবং নূরে আলম প্রধানের পিতাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমীন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব এনপ

এছাড়াও পড়ুন:

নারীবিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ নিয়ে হাইকোর্টে রিট

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ নিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী রিটটি দায়ের করেছেন। এই আইনজীবী প্রথম আলোকে বলেন, আগামীকাল সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনে বলা হয়েছে, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনটি সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়েছে। প্রতিবেদনের বিভিন্ন সুপারিশ ইসলামি শরিয়তের বিধানের পরিপন্থী। দেশের জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী। বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই এই বিষয়ে রিট দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জাতীয়ভাবে স্পর্শকাতর।

রিটে সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। রিটে রুল জারির আরজি রয়েছে। কমিশনের প্রতিবেদনের ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ অধ্যায়ে অন্তর্ভুক্ত সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত ও আইনগত কার্যকারিতা–বহির্ভূত ঘোষণা করা হবে না—এই মর্মে রুল রুল চাওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ