ভারতের মুম্বাইয়ে নতুন ক্যাম্পাস চালুর পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে ক্যাম্পাস চালুর জন্য। বিশ্ববিদ্যালয়টি আশা করছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে মুম্বাই ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তি শুরু করা যাবে।

ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক চার্লি জেফারি এ উদ্যোগকে ‘অত্যন্ত রোমাঞ্চকর’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ভারতের ভবিষ্যৎ নেতা ও উদ্যোক্তাদের শিক্ষায় অবদান রাখার একটি অসাধারণ সুযোগ এটি।’

বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানান, তাঁদের পরবর্তী কাজ ভারতের ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (ইউজিসি) থেকে আনুষ্ঠানিক অনুমোদন নেওয়া। শুরুতে মুম্বাইয়ের কোনো বাণিজ্যিক এলাকার বিদ্যমান ভবনে শিক্ষাক্রম শুরুর পরে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ক্যাম্পাস তৈরি করবে বিশ্ববিদ্যালয়টি।

ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মুম্বাই ক্যাম্পাসে প্রথম পর্যায়ে কম্পিউটার সায়েন্স, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও সাইবার সিকিউরিটি, ব্যবসা, অর্থনীতি এবং সৃজনশীল শিল্পে (ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ) স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু হবে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সিমন্স ডিসটিংগুইশড স্কলার অ্যাওয়ার্ড, জিপিএ ৩.

৩ হলে আবেদন৪ ঘণ্টা আগে

অধ্যাপক জেফারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও এ পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন। তিনি বলেন, ‘ভারত বৈশ্বিক প্রভাব বিস্তারে, দক্ষতা উন্নয়নে ও অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। ইউনিভার্সিটি অব ইয়র্ক এ যাত্রায় অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেন, যে শিক্ষার্থীরা ভারতের ক্যাম্পাসে ইউনিভার্সিটি অব ইয়র্কের পাঠ্যক্রম অনুসরণ করে পড়াশোনা করবেন, তাঁরা যুক্তরাজ্যের মূল ক্যাম্পাসের ডিগ্রি অর্জন করতে পারবেন।

আরও পড়ুনজাপানের মেক্সট বৃত্তি, মাসে ১ লাখ ১৭ হাজার ইয়েন, একাদশ উত্তীর্ণ শিক্ষার্থীদেরও সুযোগ০৫ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউন ভ র স ট

এছাড়াও পড়ুন:

গাজার শিশুদেরকে পোপ ফ্রান্সিসের শেষ উপহার ‘পোপমোবাইল’ গাড়ি

যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জন্য এক ব্যতিক্রমী উপহার দিয়ে গেলেন পোপ ফ্রান্সিস। মৃত্যুর আগে তিনি তাঁর ব্যবহৃত একটি ‘পোপমোবাইল’ গাড়ি গাজার শিশুদের চিকিৎসার জন্য ভ্রাম্যমাণ হাসপাতালে রূপান্তর করতে দান করেন।

২০১৪ সালে বেথেলহেম সফরে তিনি এই গাড়িটি ব্যবহার করেছিলেন। পরে গাড়িটি তার সফরের স্মৃতি হিসেবে দীর্ঘদিন সংরক্ষিত ছিল। এখন সেটি মেরামত করে চিকিৎসা সরঞ্জামসহ প্রস্তুত করা হয়েছে। গাড়িটিতে ওষুধ রাখার ফ্রিজ ও চিকিৎসক দলের সঙ্গে থাকবেন একজন ড্রাইভার। ইসরায়েল মানবিক করিডোর খুলে দিলে মোবাইল ক্লিনিকটি গাজায় পৌঁছাবে।

মোবাইল ক্লিনিকটিকে পোপের ‘শেষ উপহার’ বলে শ্রদ্ধা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, ‘ফিলিস্তিন একজন বিশ্বস্ত বন্ধু ও মানবাধিকারের এক অনড় সমর্থককে হারিয়েছে। বিশ্ব যখন গাজার শিশুদের রক্ষা করতে ব্যর্থ, তখন পোপ ফ্রান্সিস এই উপহারের মাধ্যমে শান্তি ও মানবতার বার্তা দিয়ে গেছেন’।

সম্পর্কিত নিবন্ধ

  • ইয়েমেনের হুদাইদা বন্দরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, বহু হতাহত
  • সবাই রাজনীতি করে নাকি রাজনীতির শিকার?
  • তাঁর সঙ্গে যত স্মৃতি
  • সহজ রাস্তায় বেশি দিন চলতে পারি না: মৌটুসী বিশ্বাস
  • সহজ রাস্তায় বেশি দিন চলতে পারি না : মৌটুসী বিশ্বাস
  • সহজ রাস্তায় বেশি দিন চলতে পারি না
  • হিলি বাজারে উঠেছে সুস্বাদু হিমসাগর আম
  • গাজার শিশুদের পোপ ফ্রান্সিসের শেষ উপহার ‘পোপমোবাইল’ গাড়ি
  • গাজার শিশুদেরকে পোপ ফ্রান্সিসের শেষ উপহার ‘পোপমোবাইল’ গাড়ি