চ্যাম্পিয়নস লিগ না জিতে থামব না: বিদায়ের পর ইয়ামাল–লেভা–রাফিনিয়াদের খোলাচিঠি
Published: 7th, May 2025 GMT
স্বপ্নটা ছিল ট্রেবল জয়ের। স্বপ্নটা ছিল ১০ বছর পর চ্যাম্পিয়নস লিগ ট্রফি পুনরুদ্ধারের। কোনোটাই হলো না। গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ ইন্টার মিলানের কাছে ৪-৩ গোলে (দুই লেগ মিলিয়ে ৭-৬) হেরে স্বপ্ন ভেঙেছে বার্সার। স্বপ্নভঙ্গের যন্ত্রণায় মুষড়ে পড়েছেন দলের তিন তারকা লামিনে ইয়ামাল, রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়াও।
ব্যালন ডি’অর জয়ের সম্ভাব্য তালিকা থাকায় এই তিন ফুটবলারের জন্য এই হার বড় ধরনের ধাক্কা হয়েছে এসেছে। ম্যাচ শেষ হওয়ার পর মাঠেই ভেঙে পড়তে দেখা গেছে তাঁদের। চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলাচিঠিও লিখেছেন এই তিনজন।
বলেছেন, ঘুরে দাঁড়িয়ে আবার ফিরে আসবেন তাঁরা, থামবেন না চ্যাম্পিয়নস লিগ না জিতে। পাশাপাশি এখনো যে লা লিগা শিরোপা জয়ের স্বপ্ন বেঁচে আছে, সেটাও জানাতে ভোলেননি।
আরও পড়ুনইয়ামালের একের পর এক শট ঠেকিয়ে মহানাটকের নায়ক সমার৪ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের মুষড়ে পড়ার ছবি দিয়ে ইয়ামাল লিখেছেন, ‘আমরা নিজেদের সবকিছু দিয়েছি। এই বছর সম্ভব হয়নি। কিন্তু আমরা ফিরে আসব, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা এই ক্লাবকে তার যোগ্য জায়গা শীর্ষে পৌঁছে না দিয়ে থামব না। আমি আমার প্রতিজ্ঞা রাখব এবং এটা (চ্যাম্পিয়নস লিগ ট্রফি) বার্সেলোনায় ফিরিয়ে আনব। এটা অর্জনের আগপর্যন্ত থামব না। তবে রোববার আমাদের আরেকটি ফাইনাল (লা লিগায় রিয়াল মাদ্রিদে বিপক্ষে এল ক্লাসিকো) আছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বার্সা দীর্ঘজীবী হোক।’
ম্যাচের একাধিক মুহূর্তের ছবি দেওয়ার পাশাপাশি দর্শকদের ছবিও পোস্ট করেছেন লেভানডফস্কি। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমরা নিজেদের সবটা দিয়েছি এবং কাছাকাছি গিয়েছি। এই যাত্রা নিয়ে আমি গর্বিত। সমর্থকদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা। আরও অনেক কিছু আসবে। আমরা একসঙ্গে চেষ্টা করে যাব।’
ইয়ামালের মতোই ভেঙে পড়ার ছবির পাশাপাশি কান্নার ছবিও পোস্ট করেছেন রাফিনিয়া। সঙ্গে লিখেছেন, ‘আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। ধন্যবাদ বার্সার সব সমর্থককে। আমরা এখনো ঐক্যবদ্ধ আছি। এই মৌসুম এখনো শেষ হয়নি। যতই দিন যাচ্ছে, এই জার্সি নিয়ে আমি আরও বেশি গর্বিত হচ্ছি। এই দল নিয়ে গর্বিত হচ্ছি। বার্সা দীর্ঘজীবী হোক।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ থ মব ন
এছাড়াও পড়ুন:
ডুবে যাওয়া ট্রলারের সঙ্গে কুয়াকাটায় ভেসে এল জেলের মরদেহ
ডুবে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার। এতে মিলেছে এক নিখোঁজ জেলের মরদেহ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সৈকতের পূর্ব দিকে কুয়াকাটা ট্যুরিজম পার্কসংলগ্ন এলাকায় ট্রলারটি খুঁজে পাওয়া যায়।
মৃত ওই জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তিনি মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের বাসিন্দা। এক ব্যক্তি নিজেকে ইদ্রিসের স্বজন দাবি করে লাশটিকে শনাক্ত করেছেন। ওই ট্রলারের থাকা আরও তিন জেলে এখনো নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের মাছধরার ট্রলারটি ডুবে যায়। সেখানে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে আরেকটি ট্রলারের সাহায্যে উদ্ধার করা হয়। পরে ১ আগস্ট নজরুল ইসলাম নামের ওই ট্রলারে থাকা এক জেলের মরদেহ ভেসে আসে কুয়াকাটা সৈকতের মীরা বাড়ি পয়েন্ট এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, ইদ্রিস হাওলাদারের মরদেহসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।