ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদে ঘুষ লেনদেনসহ দালাল চক্রের দৌরাত্ম্য রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নারায়ণগঞ্জ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকালে দুদকের দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ’র সহকারী পরিচালক তুষার আহমেদের নেতৃত্বে  এই অভিযান পরিচালনা করা হয়। 

দুদক জানায়, বিআরটিএ, নারায়ণগঞ্জ অফিসে গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদান সংক্রান্ত নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের সময় দুদক টিম ছদ্মবেশে সেবা গ্রহীতাদের সাথে কথা বলার এক পর্যায়ে একজনকে দালাল সন্দেহে আটক করে বিআরটিএ, নারায়ণগঞ্জ’র অফিস প্রধানের কক্ষে নিয়ে যাওয়া হয়। এসময় তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাৎক্ষণিকভাবে তার নিকট কোন সন্দেহজনক কাগজপত্র না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে সতর্ক করা হয়। 

পরবর্তী সময়ে বিআরটিএ অফিসে বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়। এসময় সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানকে পরামর্শ প্রদান করে দুদক টিম। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ বিআরটিএ-এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান জানান, দুদকের একটি টিম এসে এ অফিসের অভিযান করে একটি ফাইল নিয়ে যায়। এসময় তিনি অফিসে ছিলেন না বলেও জানান।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ব আরট এ

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় স্টেডিয়ামের শোভাবর্ধণের স্বার্থে ট্রাকস্ট্যান্ড অন্যত্র নির্মাণের দাবি  

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়ায় ফতুল্লা আন্তজার্তিক স্টেডিয়ামের সামনে অভিশপ্ত ট্রাকস্ট্যান্ড নির্মাণ পরিকল্পনায় নাভিঃশ্বাস হয়ে উঠেছে এলাকাবাসী।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি এবং একের পর এক মানববন্ধন ও প্রতিবাদ জানিয়েও কোন প্রতিকার না হওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার করছে।

এতোকিছুর পরও ট্রাকস্ট্যান্ড নির্মাণ কাজ অব্যাহত থাকায় জনমনে নানা প্রশ্নের সঞ্চার করছে। মূলতঃ নারায়ণগঞ্জের তথাকথিত গডফাদার শামীম ওসমানের অন্যতম ক্যাডার শাহ নিজামের সহযোগী জনৈক সেলিম ও তার কতিপয় দালাল ওসমান পরিবারের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্য নিয়েই এহেন অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়,একনেকে ট্রাকস্ট্যান্ড নির্মাণের বিষয়ে লিংক রোডের চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত যে কোন সুবিধাজনক জায়গায় করার কথা বলা হয়েছে। লামপাড়া স্টেডিয়ামের সামনেই করতে হবে এমন কোন বাধ্য বাধকতা নেই।

ইচ্ছে করলে নওম পার্ক (নাসিম ওসমান পার্ক) জায়গাটিতেও করতে পারে ৫ আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর হতে ওই জায়গাটি সরকারের খাস জমি হিসেবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অথচ রহস্যজনক কারণে সেলিম গং নিজ স্বার্থ হাসিল করতে ফতুল্লা আন্তজার্তিক স্টেডিয়ামের ওই স্থানটিকেই বেছে নিয়েছে।

এলাকাবাসীর মতে, সেলিম গং স্ট্যান্ড নির্মাণের নামে আওয়ামী দোসর শামীম ওসমান ও শাহ নিজামের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছেন। তারা আরো জানান. এই অঞ্চলে আমাদের শত শত পরিবারের বসবাস। এখানে আমাদের রুটি রোজগারের সংস্থান রয়েছে।

তার উপরে এলাকায় একটি আন্তজার্তিক স্টেডিয়াম রয়েছে সব মিলিয়ে আমাদের এলাকাটিকে জ্যামের নগরী করার পরিকল্পনা করছে তারা। তাদের এই সিদ্ধান্ত থেকে ফিরে আসা উচিত। এই স্থানেই ট্রাকস্ট্যান্ড করতে হবে এমনতো কোন কথা নেই। সামনে প্রচুর সরকারি জায়গা রয়েছে।

নওম পাকর্ (নাসিম ওসমান পার্ক),জালকুড়ি ময়লার ভাগারসহ পরিকত্যক্ত অনেক জায়গা রয়েছে সেখানে না করে একরকম গোঁড়ামী করে সেলিম গং ট্রাকস্ট্যান্ডটি করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

তারা হয়তো বা বড় ধরণের কোন চুক্তি নিয়েই এই কাজটি করছি। এলাকাবাসীর জোরালো দাবি,সড়ক ও জনপথ বিভাগ জন সাধারণের জান মালের বিষয়টি বিবেচনা করে স্ট্যান্ডটি যেন অন্যত্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

অন্যথায় জীবন দেয়া হবে তবু লামাপাড়াবাসী তাদের স্টেডিয়ামের সৌন্দর্য বিনষ্ট হতে দিবে না। একই সাথে অত্র অঞ্চলের পরিবেশ সমুন্নত রাখতে তারা যে কোন পরিস্থিতি মোকাবেলায় দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে তাঁতীদল নেতা রুবেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতি চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ৫
  • ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য আইসিইউ ইউনিটের উদ্বোধন
  • সাংবাদিক মিলনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের শোক
  • ফতুল্লায় স্টেডিয়ামের শোভাবর্ধণের স্বার্থে ট্রাকস্ট্যান্ড অন্যত্র নির্মাণের দাবি  
  • আরও চার মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ
  • নরসিংদীর সাবেক কাউন্সিলরের লাশ উত্তোলন
  • বাজেট বৃদ্ধিসহ চার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ