দেশে ফেরার পথে ভারতে গ্রেপ্তার ১৬ বাংলাদেশি
Published: 9th, May 2025 GMT
বাংলাদেশে ফেরার পথে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ১৬ বাংলাদেশি ও এক ভারতীয় মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধানতলা বিওপি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ভারতীয় বেশ কিছু মানব পাচারকারীর সহায়তায় বাংলাদেশিরা বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। এরপর কাজের খোঁজে দীর্ঘ কয়েক মাস তারা অবস্থান করে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে। সম্প্রতি ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি ও পাকিস্তানিদের ধরপাকড় শুরু হলে ভয়ে দেশে ফেরার চেষ্টা করছিল তারা। এজন্য দক্ষিণ ভারত থেকে ট্রেনে করা কলকাতা আসেন তারা। সেখান থেকে বাসে আসেন নদীয়া। এরপর সীমান্ত পার হওয়ার আগে অবস্থান নেন নদীয়া জেলার ধানতলা থানার দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের বারানবেরিয়া নিরালা পাড়া এলাকায়। পুলিশ বিষয়টি জানতে পরে অভিযান চালিয়ে বাংলাদেশি ও ভারতীয় মানব পাচারকারীকে গ্রেপ্তার করে।
এর আগে গত বুধবার একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ১২ জনকে। গত এপ্রিল মাসে একদিনে এই এলাকায় গ্রেপ্তার করা হয়েছিল প্রায় ৯০ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে। সবমিলিয়ে অবৈধ বাংলাদেশি ধরপাকড় অভিযান চলাকালে বিগত তিন মাসে নদীয়া জেলা থেকে গ্রেপ্তার করা হয় ২৭০ বাংলাদেশিকে।
শুক্রবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা করে পাঠানো হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। তাদের প্রত্যেককে ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতে পাঠানো হয়েছে
শাহেদ/সুচরিতা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
হালুয়াঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশাচালকের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। তবে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি।
পুলিশ, স্থানীয় বাসিন্দা কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েটি উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। সোমবার দুপুরে সে তার বন্ধুর সঙ্গে একটি পার্কে বেড়াতে যায়। বিকেলের দিকে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীকে একটি অটোরিকশায় তুলে দেয় বন্ধু। এ সময় অটোরিকশাচালক হালুয়াঘাট উপজেলা শহরে পূজামণ্ডপ দেখানোর কথা বলে মেয়েটিকে নিয়ে ঘুরতে থাকেন। একপর্যায়ে মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত ১১টার দিকে গামারীতলা এলাকায় মেয়েটিকে নামিয়ে দিয়ে অটোরিকশাচালক চলে যায়। এরপর মেয়েটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের (২৫) বাড়িতে যায়। তবে তাঁকে পাওয়া যায়নি। ওই সময় পুলিশ তাঁর অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় থানায় অভিযোগ দিতে যায় মেয়েটির পরিবার। এ বিষয়ে রাতে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, ‘নিজেদের কমিউনিটির লোকজনের সঙ্গে আলোচনা করে মেয়েটির মা বাদী হয়ে অভিযোগ দিচ্ছেন। অভিযোগ হাতে পেলেই আমরা রাতেই মামলা হিসেবে গ্রহণ করব। অভিযুক্তকেও আমরা ধরে ফেলব।’