ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে: আইন উপদেষ্টা
Published: 10th, May 2025 GMT
ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমরা সবকিছুই খুব প্রফেশনালভাবে নিষ্পত্তি করতে চাই।
আজ শনিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ (দ্বিতীয় খসড়া) এর ওপর একটি মতবিনিময় সভায় আসিফ নজরুল এসব কথা বলেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে। ‘ফরহাদ (ফরহাদ মজহার) ভাই, বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন। ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশনের খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে ১৯৭২ সাল থেকে থাকলেই ভালো হতো। আমরা সবকিছুই খুব প্রফেশনালভাবে নিষ্পত্তি করতে চাই। .
উৎস: Samakal
কীওয়ার্ড: আইন উপদ ষ ট উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
১৭১ রানের ইনিংসে এশিয়া কাপে সুর্যবংশীর রেকর্ডের ঝড়
আরেকদিন, আরেক রেকর্ড; ভৈভব সুর্যবংশীর ব্যাটে যেন রোজই নতুন ইতিহাস লেখা হচ্ছে। মাত্র ১৪ বছরের এই প্রতিভাবান ওপেনার শুক্রবার (১২ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেললেন এক ঝড়ো ইনিংস। ৯৫ বলে ১৭১! তাও আবার চারদিক উড়িয়ে ১৪ ছক্কায় রাঙানো এক মহাকাব্যিক প্রদর্শনী।
৩০ বলে হাফ-সেঞ্চুরি, ৫৬ বলে সেঞ্চুরি; একবার লয় পেলে যেন থামার ক্ষমতাই হারিয়ে ফেলেন ভৈভব। ৮৪ বলে পৌঁছে যান ১৫০-এ। আর শেষ পর্যন্ত ১৭১ রানের সেই ইনিংসেই ভেঙে ফেলেন দু’টি এশিয়া কাপ রেকর্ড। যা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড।
আরো পড়ুন:
১২ বছরে ৩০ প্রচেষ্টার পর অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পেলেন রুট
ওয়াসিম আকরামের রেকর্ড ভেঙে শীর্ষে স্টার্ক
এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল আফগানিস্তানের দারবিশ রাসুলির (২০১৭ সালে ১০টি)। ভৈভব সেটিকে ছাড়িয়ে এখন এক ইনিংসে সর্বোচ্চ ১৪ ছক্কায় নতুন মালিক। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্ট মিলিয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। রাসুলির আগের ২২ ছক্কাকে টপকে ভৈভবের সংখ্যা এখন ২৬।
এই ১৭১ রান অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। তালিকার এক নম্বরে আছেন আম্বাতি রাইডু। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার অপরাজিত ১৭৭ রানের ইনিংস এখনো শীর্ষে।
দলে আছেন মুম্বাই ও সিএসকে ওপেনার মাটরের মতো উদ্যমী নেতা। তার নেতৃত্বে ভারত অনূর্ধ্ব–১৯ দল শুক্রবার ইউএই’কে হারিয়ে অভিযান শুরু করার রসদ পেয়ে গেছে। তবে পুরো এশিয়া কাপের সবচেয়ে আলোচিত ম্যাচটি হবে রোববারের ভারত-পাকিস্তান লড়াই। আগামী বছরের বিশ্বকাপ প্রস্তুতির আগাম পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে এটিকে।
এদিকে সাম্প্রতিক পুরুষ এশিয়া কাপ, নারী ওয়ানডে বিশ্বকাপ ও রাইজিং স্টারস টি–টোয়েন্টি এশিয়া কাপে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন এড়িয়ে গিয়েছেন। পাহালগাম সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভারতীয় সেনা ও নিহতদের প্রতি সংহতির বার্তা হিসেবেই এমন সিদ্ধান্ত।
তবে জুনিয়র স্তরে চিত্রটা ভিন্ন। আইসিসি চায় রাজনীতি থেকে দূরে থাকুক অনূর্ধ্ব-১৯ ক্রিকেট, এবং বজায় থাকুক স্বাভাবিক খেলোয়াড়সুলভ সৌজন্য আচরণ।
এক বিসিসিআই কর্মকর্তা পিটিআইকে জানান, “ছেলেদের আলাদা করে কিছু বলা হয়নি। তবে ম্যানেজার আনন্দ দাতারকে বিসিসিআই নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। ভারতের ছেলেরা যদি পাকিস্তান দলের সঙ্গে করমর্দন না করে, তাহলে আগে থেকেই ম্যাচ রেফারিকে জানাতে হবে।
ঢাকা/আমিনুল