ভারতও নিশ্চিত করল, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত
Published: 10th, May 2025 GMT
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও তা নিশ্চিত করেছেন। আজ শনিবার কিছুক্ষণ আগে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
বিক্রম মিশ্রি বলেন, আজ বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশনসের মহাপরিচালক ভারতের তাঁর সমমর্যাদার কর্মকর্তাকে ফোন করেন। সেই আলোচনায় উভয় পক্ষ সম্মত হয় যে, আজ ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র—সব ক্ষেত্রেই সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে।
উভয় দেশেই এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় আমীর হামজার নির্বাচনী গণ-মিছিল ও সমাবেশ
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মুফতি আমীর হামজার নির্বাচনী গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর ) বিকালে কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতৈল কবুরহাট বাজারে সমবেত হয়।
মিছিলে কয়েক হাজার নেতাকর্মীরা ও সমর্থক অংশ নেয়। মিছিলের সামনে দলীয় পতাকা হাতে নিয়ে নেতৃত্ব দেন মুফতি আমীর হামজা।
আরো পড়ুন:
১৮ দলের সমন্বয়ে নতুন জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’
তফসিল ঘোষণা হতে পারে বুধবার, বিটিভি ও বেতারকে ইসির চিঠি
মিছিলে জামায়াতের নেতাকর্মী ছাড়াও উলামা বিভাগের, শ্রমিককল্যাণ ফেডারেশনের, পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, শূরা সদস্য হামিদুল ইসলাম, উলামা বিভাগের জেলা সেক্রেটারি ইয়াসির আরাফাত, কুষ্টিয়া সদর থানা আমীর মাওলানা শরীফুল ইসলাম, সেক্রেটারি ডা. রায়হান আলী, অধ্যাপক নুরুল আমিন জসীম, আজমল হোসেন প্রমুখ।
ঢাকা/কাঞ্চন/বকুল