ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও তা নিশ্চিত করেছেন। আজ শনিবার কিছুক্ষণ আগে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

বিক্রম মিশ্রি বলেন, আজ বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশনসের মহাপরিচালক ভারতের তাঁর সমমর্যাদার কর্মকর্তাকে ফোন করেন। সেই আলোচনায় উভয় পক্ষ সম্মত হয় যে, আজ ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র—সব ক্ষেত্রেই সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে।
উভয় দেশেই এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনভারত–পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি: ট্রাম্প৩৪ মিনিট আগেআরও পড়ুনযুদ্ধবিরতির কথা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী১৬ মিনিট আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় ট্রেনে কাটা পড়ে তৌহিদ (২৮) নামে এক যুবক মারা গেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট-মানিকতলার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনার শিকার হন তিনি।

আরো পড়ুন:

অবশেষে সৎকার হলো হিমাগারে থাকা ভারতীয় নাগরিকের মরদেহ

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিকের ভাইয়ের মৃত্যু

তৌহিদ দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে। 

স্থানীয়রা জানান, তৌহিদ মাদকাসক্ত ছিলেন। তিনি মাদক বিক্রির রানার হিসেবে কাজ করতেন। আজ ভোর ৫টার দিকে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদাউস আলম খান বলেন, “ভোরে দুর্ঘটনাটি ঘটে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ