শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অভিযান চালিয়ে ভারতীয় আটটি ব্র্যান্ডের ১৩৮৬ বোতল মদ জব্দ করেছে পুলিশ।
শনিবার (১০ মে) ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।। তবে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
আরো পড়ুন:
হবিগঞ্জে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২
ঝিনাইদহে ট্রলির ধাক্কায় শিশু নিহত, মা হাসপাতালে
ঢাকা/তারিকুল/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের সময় আটক ৩
রূপগঞ্জ উপজেলায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বরাবো কবরস্থান রোড এলাকায় রূপগঞ্জ থানা পুলিশের টহল টিম অবৈধ গ্যাস লাইন সংযোগ নিতে থাকা অবস্থায় তাদের আটক করে। পুলিশ ঘটনাস্থল থেকে অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করেছে।
পুলিশ জানায়, তিনজন গ্রেপ্তার হলেও ২–৩ জন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
পরে তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির সংশ্লিষ্ট জোনের ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা থানায় উপস্থিত হয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গ্যাস আইন ২০১০-এর ১২(১)/১৯ ধারায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, অবৈধ গ্যাস সংযোগ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।