নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে বলে মন্তব্য করেছেন আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ সংবিধান প্রণয়ন করে। সংবিধান পরিসর নতুন সংবিধান প্রণয়ন করে। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমনও ধারণা আছে ৮-৯ বছর লেগেছে। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন আমি ৭২-এর সংবিধান কনটিনিউ করব? নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে সে সংসদ সংবিধান পরিচালক হিসেবে কাজ করবে। ৭২-এর সংবিধানের প্রয়োজনে অ্যামেনমেন্ড করবে।’

রোববার রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘যে গণপরিষদ যখন কাজ করবে সে নতুন সংবিধানের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা ২-৩ বছর লাগতে পারে। এই ২-৩ বছর কি আমি ৭২-এর সংবিধান গ্রহণ করব? এই ২-৩ বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ সদস্য হিসেবে কাজ করবে থাকবে তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল যেমন-প্রধানমন্ত্রীর ক্ষমতা, আর্টিকেল ১৭, উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন, বিচার বিভাগের স্বাধীনতা। এই ফান্ডামেন্টাল জিনিসগুলো জাতীয় সংসদ পরিবর্তন করতেই থাকবে।’

জুলাই সনদ সংবিধানে যুক্ত করার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘জুলাই সনদের ওপর অনেক বেশি গুরত্ব দেওয়া হয়েছে। আমরা ধরেই নিয়েছি, সবাই জুলাই সনদের ওপর অনেক কিছুতে একমত হবেন। হয়তো এমনও হতে পারে জুলাই সনদের ফান্ডামেন্টাল কিছু জিনিস রাখা যেতে পারে।’

প্রধানমন্ত্রীর মেয়াদ দুই বছর নিয়ে আফিস নজরুল বলেন, ‘এটা জনপ্রিয় দাবি। আমারও দাবি। প্রধানমন্ত্রী দুই বছর বললে তো হবে না, আপনাকে কনভেন্সিং তর্ক করতে হবে। পৃথিবীর আর কোন কোন দেশে এটা আছে বের করেন। প্রধানমন্ত্রীর দুই বছরের মেয়াদ কোথাও নাই আসলে। ভারত বলেন, যুক্তরাজ্য বলেন, কোথাও নাই। দুই মেয়াদ সমাধান না। সবচেয়ে গুরত্বপূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা কমিয়ে নেওয়া।’

উচ্চ কক্ষের ক্ষমতা নিয়ে তিনি বলেন, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে। বাংলাদেশের সংবিধানে প্রধান বিচারপতি অসীম ক্ষমতা, তিনি দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নত ন স ব ধ ন আইন উপদ ষ ট জ ল ই সনদ ক ষমত

এছাড়াও পড়ুন:

সাংবাদিক তুহিন হত্যা: অপরাধীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিক্ষোভ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে শনিবার (৯ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে মিছিল ও মানবন্ধন করেছেন সাংবাদিকরা। তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা সংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ আইন প্রণয়নের কথা বলেন।

নারায়ণগঞ্জ:
সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জেরা সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

এসময় বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

আরো পড়ুন:

চটের বিছানা নিয়ে বাগবিতণ্ডা, যুবককে হত্যা

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

নেত্রকোণা:
নেত্রকোণার বারহাট্টা প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন সাংবাদিকরা। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, তুহিন হত্যার বিচার যেন সাগর-রুনির হত্যার বিচারের মতো প্রহসনে পরিণত না হয়। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তায় বিশেষ আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধনে বারহাট্টা প্রেস ক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বারহাট্টা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনিছুল আলম তালুকদার শামীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, নারী প্রগতি সংঘের কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু ও বারহাট্টা প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফরিদপুর:
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের সড়কে তারা এই কর্মসূচি পালন করেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তুহিন হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। পাশাপাশি অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

ঢাকা/অনিক, ইবাদ, তামিম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করে গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ৬০ ছাত্রনেতার বিবৃতি
  • ব্যাংকের বেনামী ঋণ বন্ধ হয়েছে, আমানতকারীদের আস্থা ফিরছে
  • সাংবাদিক তুহিন হত্যা: অপরাধীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিক্ষোভ