পটুয়াখালীতে শহীদকন্যাকে দলবদ্ধ ধর্ষণের মামলায় পলাতক আসামি গ্রেপ্তার
Published: 12th, May 2025 GMT
পটুয়াখালী দুমকীতে জুলাই গণঅভ্যুত্থানে এক শহীদের মেয়েকে দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে বরিশাল এয়ারপোর্ট (বিমানবন্দর) থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমরান মুন্সি ধর্ষণ মামলার চার্জশিটভুক্ত আসামি এবং মেয়েটির কথিত প্রেমিক। তারা দু’জনই দুমকী সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পটুয়াখালীর দুমকী থানার ওসি মো.
জুলাই গণঅভ্যুত্থানে শহীদের কলেজ পড়ুয়া ওই মেয়ে ১৮ মার্চ সন্ধ্যায় দলবদ্ধ ধর্ষণের শিকার হন। পটুয়াখালীর দুমকী উপজেলার নলদোয়ানী গ্রামে নিজ বাড়িতে বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি যাবার পথে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছিল। এ ঘটনার পর মেয়েটি বাদী হয়ে সাকিব মুন্সি ও রিফাত মুন্সিকে আসামি করে দুমকী থানায় মামলা করেন। পরে ২৬ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ভাড়া বাসায় আত্মহত্যা করেন তিনি। পরের দিন ২৭ এপ্রিল রাতে দুমকী উপজেলার নলদোয়ানী গ্রামে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় পুলিশ বুধবার আদালতে সাকিব মুন্সি, রিফাত মুন্সি ও ইমরান মুন্সিকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন মেয়েটির বাবা। ১১ দিন পর ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দুমকী থানার ওসি মো. জাকির হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল এয়ারপোর্ট থানা এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। তিনি ধর্ষণ মামলার চার্জশিটভুক্ত আসামি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইমর ন
এছাড়াও পড়ুন:
গণঅভ্যুত্থানে শহীদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া
সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে যে সকল বীর ছাত্র জনতা শহীদ হয়েছে তাঁদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে ঢালী ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (৯ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী মুল্লুক চান মাদ্রাসা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালীর সভাপতিত্বে এবং সাইফুল আলম সুমন ও আল ইসলাম এর যৌথ সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আদমজী হাই স্কুল ও কদমতলী বাইতুল ফালাহ জামে মসজিদের সভাপতি প্রাক্তন সিনিয়র শিক্ষক ডা. আইয়ূব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা, ৭নং ওয়ার্ড, বিএনপির সহ-সভাপতি শাহ আলম পাটোয়ারী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন সাকু, ৭নং ওয়ার্ড জাসাসের সভাপতি মো. সোলাইমান ভূঁইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবু নাসের, মোবারক হোসেন, জুয়েল স্যার, মোজ্জামেল হক সিপুসহ অসংখ্য মাদ্রাসার ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।