পটুয়াখালী দুমকীতে জুলাই গণঅভ্যুত্থানে এক শহীদের মেয়েকে দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে বরিশাল এয়ারপোর্ট (বিমানবন্দর) থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ইমরান মুন্সি ধর্ষণ মামলার চার্জশিটভুক্ত আসামি এবং মেয়েটির কথিত প্রেমিক। তারা দু’জনই দুমকী সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পটুয়াখালীর দুমকী থানার ওসি মো.

জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের কলেজ পড়ুয়া ওই মেয়ে ১৮ মার্চ সন্ধ্যায় দলবদ্ধ ধর্ষণের শিকার হন। পটুয়াখালীর দুমকী উপজেলার নলদোয়ানী গ্রামে নিজ বাড়িতে বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি যাবার পথে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছিল। এ ঘটনার পর মেয়েটি বাদী হয়ে সাকিব মুন্সি ও রিফাত মুন্সিকে আসামি করে দুমকী থানায় মামলা  করেন। পরে ২৬ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ভাড়া বাসায় আত্মহত্যা করেন তিনি। পরের দিন ২৭ এপ্রিল রাতে দুমকী উপজেলার নলদোয়ানী গ্রামে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। 

এ ঘটনায় পুলিশ বুধবার আদালতে সাকিব মুন্সি, রিফাত মুন্সি ও ইমরান মুন্সিকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন মেয়েটির বাবা। ১১ দিন পর ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

দুমকী থানার ওসি মো. জাকির হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল এয়ারপোর্ট থানা এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। তিনি ধর্ষণ মামলার চার্জশিটভুক্ত আসামি। 
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ইমর ন

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনাকে লেখা হলো ‌‘প্রধানমন্ত্রী’, আ.লীগ নেতার পত্রিকা অফিসে

খুলনার আঞ্চলিক ‘দৈনিক দেশ সংযোগ’ পত্রিকার অফিসে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় ঘটনাটি ঘটে।

গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে অফিসটিতে হামলা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে । 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দৈনিক দেশ সংযোগ পত্রিকাটির ১২তম বর্ষের ৩৫তম সংখ্যার প্রথম পাতার ৭ ও ৮ নং কলামে ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ’লীগের শোক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়।

আরো পড়ুন:

ভারত-পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ হয়েছে: দার

ট্রাম্প চান, ভারত-পাকিস্তান থেমে যাক

দৈনিক দেশ সংযোগ পত্রিকাটির সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ। তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

খুলনা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “বিক্ষুব্ধ জনতা পত্রিকা অফিসের কিছু মালামাল বাইরে বের করে আগুন ধরিয়ে দেন।”  

স্থানীয়রা জানান, শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করে দৈনিক দেশ সংযোগ পত্রিকা। এতে ক্ষুদ্ধ হয়ে ওঠেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পত্রিকা অফিসটি ভাঙচুর করেন এবং বিভিন্ন ধরনের মালামালে আগুন ধরিয়ে দেন। এর আগেও জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে পত্রিকাটিতে একাধিক সংবাদ ও ছবি প্রকাশ করা হয়। যে কারণে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। 

দেশ সংযোগ পত্রিকার প্রিন্টার্স লাইনে দেখা যায়, পত্রিকাটির সম্পাদক হিসেবে খুলনা নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগের নাম রয়েছে। নির্বাহী সম্পাদক হিসেবে রয়েছেন আবু নুরাইন খন্দকার। পত্রিকায় প্রকাশকের কোনো নাম উল্লেখ নেই। নগরীর ৪০, সিমেট্রি রোডস্থ (বেনিবাবু রোড) জাহান মঞ্জিলের দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স নামে প্রেস থেকে পত্রিকাটি মুদ্রিত এবং নগরীর ১৬৩ নং পশ্চিম বানিয়াখামার মেইন রোডস্থ ‘দুর্জয়’ নামক ভবন থেকে প্রকাশিত।  

পুলিশ জানায়, পত্রিকাটির সম্পাদক মাহাবুব আলম সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে একটি মামলায় গ্রেপ্তার করে। পরবর্তীতে তিনি কারাগার থেকে জামিনে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন নগর ডিবির ইনচার্জ তৈমুর আলম। 

এদিকে, হামলার ঘটনার পর পত্রিকার সম্পাদক মাহাবুব আলম সোহাগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘প্রকাশিত সংবাদ প্রত্যাহার ও কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ’ শিরোনামে একটি পোস্ট দেন। 

পোস্টে বিষয়টি স্বীকার করে তিনি উল্লেখ করেন, “বৃহস্পতিবার দৈনিক দেশ সংযোগ পত্রিকায় প্রথম পৃষ্ঠায় ৭ ও ৮ এর কলামে ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ’লীগের শোক’ শিরোনামে প্রকাশিত সংবাদটি প্রত্যাহার করেছে সম্পাদকসহ পত্রিকা কর্তৃপক্ষ। আওয়ামী লীগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিটি ভুলক্রমে এডিট না করে হুবহু ছাপিয়ে দেওয়া হয়। যেখানে শেখ হাসিনার নামের সঙ্গে প্রধানমন্ত্রী এবং কয়েকজন নেতার নামের সঙ্গে এমপি লেখা রয়েছে। যা ছাপা অনুচিত এবং নিয়ম পরিপন্থি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও নির্বাহী সম্পাদক এবং পত্রিকার বার্তা বিভাগ অনুতপ্ত হয়ে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছে।”

সম্পর্কিত নিবন্ধ

  • রাষ্ট্র ক্ষমতায় যেতে বিএনপির কোনো শক্তির প্রয়োজন হবে না : মামুন মাহমুদ
  • পটুয়াখালীতে জুলাই শহীদের মেয়েকে দলবদ্ধ ধর্ষণের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার
  • কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি বাহাদুর গ্রেপ্তার
  • শেখ হাসিনাকে লেখা হলো ‌‘প্রধানমন্ত্রী’, আ.লীগ নেতার পত্রিকা অফিসে