কুমিল্লায় স্কুলছাত্র মোহাম্মদ হোসাইনকে বিষ খাইয়ে ও গোপনাঙ্গে এসিড ঢেলে হত্যার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে চান্দিনায় মামার বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করে বুড়িচং থানার পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মো. সোলাইমানের ছেলে মো.

আলাউদ্দিন ও মো. সাইমুন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, দুই মাস আগে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এতে গ্রেপ্তার সাইমুনের জড়িত থাকার অভিযোগ গ্রাম্য সালিশে প্রমাণিত হলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সালিশ করেন শিকারপুর গ্রামের হোসাইনের বাবা আবু তাহের। এতে আবু তাহেরের ওপর ক্ষুব্ধ হয়ে হোসাইনকে হত্যার পরিকল্পনা করে সাইমুন ও আলাউদ্দিন। গত ৩১ মে হোসাইনকে রাস্তা থেকে ধরে নিয়ে বিষপান করায় এবং গোপনাঙ্গে এসিড ঢেলে ঝলসে দেয় তারা। সংকটাপন্ন অবস্থায় তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গত বুধবার তার মৃত্যু হয়।

হোসাইন শিকারপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। আবু তাহের বলেন, ‘আমার ছেলের কী অপরাধ ছিল? তারা অনেক কষ্ট দিয়ে আমার ছেলেটাকে হত্যা করেছে। হাসপাতালের আইসিইউতে ছেলেকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখেছি।’ তিনি তাঁর ছেলে হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন। 

এদিকে হোসাইনের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে সাইমুনের পরিবার। স্থানীয় লোকজন এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, হোসাইন হত্যার ঘটনায় তার মা শাহিনা আক্তার বাদী হয়ে আলাউদ্দিন ও সাইমুনের নামে মামলা করেছেন। গত বুধবার রাতে চান্দিনা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এ হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত থাকলে তাকেও গ্রেপ্তার করা হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য গ র প ত র কর হ স ইন

এছাড়াও পড়ুন:

পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে নেমেছে ইংল্যান্ডের পুলিশ

পাকিস্তানের ব্যাটসম্যান হায়দার আলীর বিরুদ্ধে অপরাধমূলক কাজের তদন্তে নেমেছে ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে তাঁকে নিষিদ্ধ (সাসপেন্ড) করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হায়দারের বিরুদ্ধে ঠিক কী ধরনের অপরাধ জড়ানোর অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ক্রিকেট বিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জেনেছে, যুক্তরাজ্য পুলিশের হেফাজতে নেই হায়দার। তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।

আরও পড়ুন‘আমাকে খলনায়ক বানানো হয়েছে’—গম্ভীরের সঙ্গে ঝামেলা নিয়ে ওভালের কিউরেটর১২ ঘণ্টা আগে

পিসিবি বিবৃতিতে জানিয়েছে, গ্রেটার ম্যানচেস্টার পুলিশের তদন্তের বিষয়টি তারা ‘জানেন।’ গত সোমবার শেষ হওয়া পাকিস্তান শাহিনসের ইংল্যান্ড সফরে হায়দারের বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়ানোর অভিযোগ তোলা হয়েছে। ‘গোটা প্রক্রিয়ায় তার অধিকার সুরক্ষা’য় হায়দারকে আইনি সহযোগিতা করার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

বিপিএলে সিলেট স্ট্রাইকার্স ও চিটাগং কিংসের হয়ে খেলেছেন হায়দার

সম্পর্কিত নিবন্ধ