বিষ খাইয়ে এসিড ঢেলে স্কুলছাত্র হত্যায় দুই আসামি গ্রেপ্তার
Published: 19th, June 2025 GMT
কুমিল্লায় স্কুলছাত্র মোহাম্মদ হোসাইনকে বিষ খাইয়ে ও গোপনাঙ্গে এসিড ঢেলে হত্যার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে চান্দিনায় মামার বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করে বুড়িচং থানার পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মো. সোলাইমানের ছেলে মো.
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, দুই মাস আগে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এতে গ্রেপ্তার সাইমুনের জড়িত থাকার অভিযোগ গ্রাম্য সালিশে প্রমাণিত হলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সালিশ করেন শিকারপুর গ্রামের হোসাইনের বাবা আবু তাহের। এতে আবু তাহেরের ওপর ক্ষুব্ধ হয়ে হোসাইনকে হত্যার পরিকল্পনা করে সাইমুন ও আলাউদ্দিন। গত ৩১ মে হোসাইনকে রাস্তা থেকে ধরে নিয়ে বিষপান করায় এবং গোপনাঙ্গে এসিড ঢেলে ঝলসে দেয় তারা। সংকটাপন্ন অবস্থায় তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গত বুধবার তার মৃত্যু হয়।
হোসাইন শিকারপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। আবু তাহের বলেন, ‘আমার ছেলের কী অপরাধ ছিল? তারা অনেক কষ্ট দিয়ে আমার ছেলেটাকে হত্যা করেছে। হাসপাতালের আইসিইউতে ছেলেকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখেছি।’ তিনি তাঁর ছেলে হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন।
এদিকে হোসাইনের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে সাইমুনের পরিবার। স্থানীয় লোকজন এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, হোসাইন হত্যার ঘটনায় তার মা শাহিনা আক্তার বাদী হয়ে আলাউদ্দিন ও সাইমুনের নামে মামলা করেছেন। গত বুধবার রাতে চান্দিনা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এ হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত থাকলে তাকেও গ্রেপ্তার করা হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: হত য গ র প ত র কর হ স ইন
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ