ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানাল যেসব দেশ
Published: 22nd, June 2025 GMT
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে লাতিন আমেরিকার কয়েকটি দেশ। তারা এই হামলার কঠোর সমালোচনা করেছে।
রবিবার (২২ জুন) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কিউবা: কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণকে “বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি” এবং জাতিসংঘের চার্টার লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “এটি মানবজাতিকে এমন এক সংকটে ফেলেছে যার অপরিবর্তনীয় প্রভাব পড়বে।”
আরো পড়ুন:
‘আমেরিকার জনগণ আর কোনো অন্তহীন যুদ্ধ চায় না’
যুক্তরাষ্ট্রকে ‘পরিণতি ভোগ করতে হবে’: হুথির হুঁশিয়ারি
চিলি: চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকও যুক্তরাষ্ট্রের এই হামলাকে অবৈধ বলে উল্লেখ করেছেন। তিনি এক্সে দেওয়া এক বার্তায় বলেন, “চিলি যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা জানায়। ক্ষমতা থাকা মানে এই নয় যে তা মানবজাতির নিজস্ব নিয়ম লঙ্ঘন করবেন, এমনকি আপনি যুক্তরাষ্ট্র হলেও।”
মেক্সিকো: মেক্সিকোর তরফ থেকে শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানানো হয়েছে।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স বার্তায় দেওয়া এক পোস্টে বলে, “আমাদের দেশের সংবিধান ও শান্তিপ্রিয় নীতির প্রতি সম্মান জানিয়ে আমরা এই অঞ্চলের উত্তেজনা কমানোর আহ্বান জানাই।”
ভেনেজুয়েলা: ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইয়ভান গিল টেলিগ্রামে বলেছেন, “যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে দৃঢ় ও স্পষ্টভাবে নিন্দা জানাই, যা ইসরায়েলের অনুরোধে পরিচালিত হয়েছে।”
তিনি অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানান।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র য ক তর ষ ট র র
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।