শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইজিবাইক চালকের
Published: 22nd, June 2025 GMT
মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রবি মাদবর (৪৫) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) ভোরে উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের মুজাফফরপুর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি।
শিবচর থানার ওসি মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রবি মাদবর একই গ্রামের শিকদারহাট এলাকার মো.
আরো পড়ুন:
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
শিবচরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
গ্রামবাসী জানান, আজ ভোরে নিজ বাড়িতে ইজিবাইকে চার্জ দিতে যান রবি মাদবর। বিদ্যুৎ সংযোগ লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে পড়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/বেলাল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ বচর ম দবর
এছাড়াও পড়ুন:
মুরগির ডাক শুনে ঘরের দরজা খুলতেই খুন হন জসীম
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে গভীর রাতে বাড়িতে ঢুকে জসীম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা মাতবর মুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসীম উদ্দিন ওই এলাকার নুর আহমেদের ছেলে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা মুরগির শব্দ নকল করে পরিবারের লোকজনকে দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলা মাত্র তারা ঘরে ঢুকে প্রথমে জসীম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন:
রাজশাহীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
যাচ্ছিলেন বিয়ের দিন ঠিক করতে, পথে ২ জনকে পিটিয়ে হত্যা
স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। তারা হলেন- সেগুনবাগিচা এলাকার মনছুর আলম, জহির আহমদ ও তার ছেলে আতিক।’’
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, ‘‘এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’’
ঢাকা/তারেকুর/রাজীব