পুরোনো দিনের গানের সুর জানা থাকলেও সেই গানের কথা বা শিল্পীর নাম অনেকেই ভুলে যান। এর ফলে অনলাইনে গানটি খুঁজে পেতে বেশ সমস্যা হয়। এ সমস্যা সমাধানে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন ভয়েস–সুবিধা চালু করেছে গুগল। ভয়েস–সুবিধা চালু করে গুনগুন করে গান গাইলে সেই গানের নাম বলে দেবে জেমিনি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ এক প্রতিবেদনে জানিয়েছে, গুনগুন করে গান গেয়ে গানের নাম জানার জন্য জেমিনির অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন ভয়েস–সুবিধা চালু করা হয়েছে। ব্যবহারকারীরা এখন কেবল ‘হোয়াট সং ইজ দিস?’ প্রশ্ন করলেই জেমিনি একটি নতুন ইন্টারফেস দেখাবে। এরপর পছন্দের গানের সুর গুনগুন করে গাইলে বা গানের সুর শোনালে জেমিনি অনলাইন থেকে গানের নাম শনাক্ত করে জানাবে।

আরও পড়ুনজিমেইলে জেমিনি চ্যাটবটের কার্যক্রম বন্ধ করবেন যেভাবে০৬ ফেব্রুয়ারি ২০২৫

গানের সুর শুনে গান শনাক্ত করার প্রযুক্তি নতুন নয়। ২০২০ সালের অক্টোবরে গুগল চালু করেছে ‘হাম টু সার্চ’ নামের একটি সুবিধা। নতুন করে জেমিনিতে এই প্রযুক্তি যুক্ত হওয়ায় আগের সেই ব্যবস্থাকে আরও নিখুঁত ও ব্যবহারবান্ধব করে তোলা হয়েছে।

গানের নাম খোঁজার জন্য দীর্ঘদিন ধরেই আইফোন ব্যবহারকারীদের কাছে নির্ভরযোগ্য একটি মাধ্যম হচ্ছে শাজাম অ্যাপ। অ্যাপটি চালু করে নতুন বা পরিচিত কোনো সুর শোনালেই দ্রুত গানের নাম জানা যায়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পছন্দের গানের নাম জানতে পারেন। এবার সেই প্রযুক্তিকে আরও সহজ করল জেমিনি।

সূত্র: বিজিআর ডটকম

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ যবহ র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ

সম্পর্কিত নিবন্ধ