খাদ্য

কত দিন ধরে তাকিয়ে আছি

সময় দেবে না সাক্ষ্য

যোগ্যতাহীন, রচিতে পারি না

ক্ষত লুকোবার বাক্য

হাত মনে করে যে হাত ধরেছি

চুল মনে করে চুল

ধরেছি আঙুল

তা হয়তো দীর্ঘশ্বাসের মতো ব্যাকুল

ভালোবাসা

সে কি অপচয়?

এই মনে হওয়া মেনে নিচ্ছি

নিষ্ঠুরতার যে শিকার

নিতান্ত তারই ভুল!

ভুল লুকানোর

জায়গা কোথায়

পালাবার নেই সুড়ঙ্গ

চোখ মনে করে

যে চোখ দেখেছি

অঙ্গ ভেবে অঙ্গ

কত নির্মম কর্কট-রাত

শোনাচ্ছে গান, নিদ্রার

অবজ্ঞাকে কীভাবে ঠেকাব

জানা নেই সেই বিদ্যা

কীভাবে রচিব নতমুখ আমি

নেই আর যথাসাধ্য

মানছি তো আজ আমার জন্যে

গৃহদাহ দেখা বাধ্য

কেননা এমন করেছি কেন যে

অভুক্ত আমি ভালোবাসাকেই

মনে করেছিলাম খাদ্য

টুডু সাঁওতাল

আমার দেহকে তুমি দেখেছ কখনো?

কালো মাটি, চোখ দুটো রক্তজবা, লাল

বাংলা কবিতা, মনোযোগ দিয়ে শোনো

আমার লুণ্ঠিত নাম—টুডু সাঁওতাল

মাটির দেয়ালে গড়া আমাদের ঘর

ঘরে যে আগুন দিল, তারা কারা তবে?

ঘরপোড়া মানুষের পায়ে চরাচর

লেগে যায়

আমাদের ভবিষ্যতের কী হবে?

আরও পড়ুনআয়নাঘরে রচিত কবিতা২৪ সেপ্টেম্বর ২০২৪মানুষের রক্তের স্যুপ

চুপ চুপ চুপ!

যিনি ছিলেন, চেয়ারে

যিনি এলেন, চেয়ারে

এবং এরও পরে যিনি এসে বসবেন, চেয়ারে—

তাদের পছন্দ খুব

মানুষের রক্তের স্যুপ

শীতরাতে ফুটপাতে ঘুমোচ্ছে উলঙ্গ পাগলি

মাননীয়দের গাড়িতে পতাকা—

পত পত করে উড়ছে

গানটান, দেশপ্রেম-মাখা

এভাবেই আমাদের বেঁচেটেচে থাকা

নদী মরে যাওয়া ভাবনার অতলে গভীর ডুব

দিতে দিতে দেখি—

রাজার পছন্দ খুব

আমাদের রক্তের স্যুপ.

..

এই যে আপা, এই যে ভাই

পোড়া কপাল—জন্মদাগ

জলে কুমির, ডাঙায় বাঘ

রক্ত দিয়ে স্বপ্ন কিনি

সেই স্বপ্ন চলছে ভাগ

কপাল পোড়া—জন্ম পাপ

খাটের নিচে ঘুমায় সাপ

মন্তাজের বাপ বলতে পারে—

মিলে যাচ্ছে খাপে খাপ

এ অবস্থায় কী করা যায়?

এই যে আপা, এই যে ভাই..

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র

এছাড়াও পড়ুন:

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ, আবেদন শেষ ৩০ আগস্ট

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি) ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক বর্জ্য মোকাবিলা’ শীর্ষক প্রকল্পে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ দেবে। ড্যানিডা ফেলোশিপ সেন্টার (ডিএফসি)-এর অর্থায়নে প্রকল্পটি ২০২৪ থেকে ২০২৯ সাল পর্যন্ত চলবে।

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান, পরিবেশ অর্থনীতি, পরিবেশ প্রকৌশল, পরিবেশ সমাজবিদ্যা, নগর ও অঞ্চল পরিকল্পনা, নৃবিজ্ঞান, অপারেশনস ম্যানেজমেন্ট, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু অর্থায়ন বা সংশ্লিষ্ট বিষয়ে অন্তত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে টেকসই উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা বা ইকোসিস্টেম ডেভেলপমেন্ট-সংক্রান্ত গবেষণায় অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গুণগত ও পরিমাণগত গবেষণা পদ্ধতি, তথ্য বিশ্লেষণ ও ভিজুয়ালাইজেশন সফটওয়্যার (যেমন NVivo, SPSS বা STATA) ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলায় চমৎকার যোগাযোগ দক্ষতা এবং ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

আবেদনের নিয়ম

প্রার্থীদের কাভার লেটার, লেখার নমুনা (যেমন প্রকাশনা বা ফিল্ড রিপোর্ট), হালনাগাদ জীবনবৃত্তান্ত (রেফারেন্সসহ) ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ই-মেইলে [email protected] ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইলের বিষয় লাইনে ‘Application for Senior Research Associate’ লিখতে হবে। শেষ তারিখ ৩০ আগস্ট ২০২৫।

এক নজরে

পদের নাম: সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট

প্রকল্পকাল: ২০২৪-২০২৯

প্রতিষ্ঠান: ব্র্যাক বিশ্ববিদ্যালয়, সিইডি

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর

অভিজ্ঞতা: অন্তত ৫ বছর

আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ