Prothomalo:
2025-08-14@04:36:13 GMT

ট্যালেন্ট দাবায়ে রাখা যায় না

Published: 24th, June 2025 GMT

প্রথম আলো :

কিসের শুটিং করছেন?

একটি সিনেমার। এখানে বেশির ভাগ কলাকুশলী বিদেশি। দারুণ একটি টিম। সিনেমাটি মূলত চলচ্চিত্র উৎসবকে টার্গেট করে নির্মাণ করা। চরিত্রটি আমার খুবই পছন্দ হয়েছে। সিনেমাটিতে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করছি। এর বেশি কিছু সিনেমা নিয়ে বলা বারণ।

প্রথম আলো :

মূলধারার বাণিজ্যিক সিনেমা আর উৎসবকেন্দ্রিক সিনেমার মধ্যে আপনি কোনটায় স্বচ্ছন্দ?

দুই জায়গাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার চাওয়া, চরিত্র পছন্দ হলেই হলো। দুই জায়গায় কাজটাই হয় ভিন্নভাবে। সব জায়গাতেই পেশাদারত্ব থাকে। বিশেষভাবে বলতে গেলে, উৎসবকে টার্গেট করা সিনেমাগুলো বেশি পরিকল্পিত, গোছানো হয়ে থাকে। এখানে বাইরের দক্ষ টিম রয়েছে। তারা ঠিক সময়ে কাজ শুরু করে। প্রতিটি দৃশ্যের জন্য আলাদা সময় নিয়ে কাজটি হয়। দিন–রাত এক করে শুটিং করলাম, বিষয়টা এমন থাকে না। এখানে শিল্পীদের স্বাচ্ছন্দ্য থাকে। এখানে চরিত্রগুলোতে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ বেশি। এখানেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।

সুনেরাহ বিনতে কামাল। ছবি: শিল্পীর সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ, আবেদন শেষ ৩০ আগস্ট

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি) ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক বর্জ্য মোকাবিলা’ শীর্ষক প্রকল্পে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ দেবে। ড্যানিডা ফেলোশিপ সেন্টার (ডিএফসি)-এর অর্থায়নে প্রকল্পটি ২০২৪ থেকে ২০২৯ সাল পর্যন্ত চলবে।

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান, পরিবেশ অর্থনীতি, পরিবেশ প্রকৌশল, পরিবেশ সমাজবিদ্যা, নগর ও অঞ্চল পরিকল্পনা, নৃবিজ্ঞান, অপারেশনস ম্যানেজমেন্ট, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু অর্থায়ন বা সংশ্লিষ্ট বিষয়ে অন্তত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে টেকসই উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা বা ইকোসিস্টেম ডেভেলপমেন্ট-সংক্রান্ত গবেষণায় অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গুণগত ও পরিমাণগত গবেষণা পদ্ধতি, তথ্য বিশ্লেষণ ও ভিজুয়ালাইজেশন সফটওয়্যার (যেমন NVivo, SPSS বা STATA) ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলায় চমৎকার যোগাযোগ দক্ষতা এবং ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

আবেদনের নিয়ম

প্রার্থীদের কাভার লেটার, লেখার নমুনা (যেমন প্রকাশনা বা ফিল্ড রিপোর্ট), হালনাগাদ জীবনবৃত্তান্ত (রেফারেন্সসহ) ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ই-মেইলে [email protected] ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইলের বিষয় লাইনে ‘Application for Senior Research Associate’ লিখতে হবে। শেষ তারিখ ৩০ আগস্ট ২০২৫।

এক নজরে

পদের নাম: সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট

প্রকল্পকাল: ২০২৪-২০২৯

প্রতিষ্ঠান: ব্র্যাক বিশ্ববিদ্যালয়, সিইডি

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর

অভিজ্ঞতা: অন্তত ৫ বছর

আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ