প্রথম আলো :
কিসের শুটিং করছেন?
একটি সিনেমার। এখানে বেশির ভাগ কলাকুশলী বিদেশি। দারুণ একটি টিম। সিনেমাটি মূলত চলচ্চিত্র উৎসবকে টার্গেট করে নির্মাণ করা। চরিত্রটি আমার খুবই পছন্দ হয়েছে। সিনেমাটিতে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করছি। এর বেশি কিছু সিনেমা নিয়ে বলা বারণ।
প্রথম আলো :
মূলধারার বাণিজ্যিক সিনেমা আর উৎসবকেন্দ্রিক সিনেমার মধ্যে আপনি কোনটায় স্বচ্ছন্দ?
দুই জায়গাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার চাওয়া, চরিত্র পছন্দ হলেই হলো। দুই জায়গায় কাজটাই হয় ভিন্নভাবে। সব জায়গাতেই পেশাদারত্ব থাকে। বিশেষভাবে বলতে গেলে, উৎসবকে টার্গেট করা সিনেমাগুলো বেশি পরিকল্পিত, গোছানো হয়ে থাকে। এখানে বাইরের দক্ষ টিম রয়েছে। তারা ঠিক সময়ে কাজ শুরু করে। প্রতিটি দৃশ্যের জন্য আলাদা সময় নিয়ে কাজটি হয়। দিন–রাত এক করে শুটিং করলাম, বিষয়টা এমন থাকে না। এখানে শিল্পীদের স্বাচ্ছন্দ্য থাকে। এখানে চরিত্রগুলোতে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ বেশি। এখানেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।
সুনেরাহ বিনতে কামাল। ছবি: শিল্পীর সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা বাংলাদেশের
গাজার জনগণের জন্য ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই কাজ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ’। আটক সব মানবিক সহায়তাকর্মী ও অধিকারকর্মীদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ। তাঁদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।