বিশ্ব মোটরসাইকেল দিবস ২০২৫-এ দেশজুড়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি) বাংলাদেশ। শুধু আনন্দ উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ না থেকে, ওয়াইআরসির সদস্যরা এবার রাস্তায় নেমে সমাজের প্রতি তাঁদের দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন।

ঢাকায় ওয়াইআরসির সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে বাইকারদের মধ্যে হেলমেটের প্রয়োজনীয়তা, শিশু পিলিয়ন আরোহীদের নিরাপত্তা এবং সচেতন রাইডিং-সম্পর্কিত নানা তথ্যসংবলিত লিফলেট বিতরণ করেন। যেসব রাইডার শিশু পিলিয়ন নিয়ে হেলমেট ছাড়াই চলাচল করছিলেন, তাঁদের মধ্যে ওয়াইআরসির সদস্যরা হেলমেট বিতরণ করেন।

শুধু লিফলেট ও হেলমেট দেওয়াই নয়, তাঁরা প্রত্যেক বাইকারের সঙ্গে সময় নিয়ে কথা বলেন, নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং নিরাপদ রাইডিংয়ের গুরুত্ব তুলে ধরেন।

কার্যক্রমটি ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর, সিলেটসহ দেশের নানা অঞ্চলে পরিচালিত হয়। এই উদ্যোগের মাধ্যমে ওয়াইআরসি আবারও প্রমাণ করেছে যে তারা শুধু একটি মোটরসাইকেল ক্লাব নয়—একটি সচেতন, দায়িত্ববান এবং একতাবদ্ধ বাইকার কমিউনিটি, যারা কানেকশন, প্যাশন ও গর্বকে পথচলার প্রেরণা হিসেবে বেছে নিয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ