এইচএসসি পরীক্ষার সময় বাংলা প্রথম পত্রের ১০০ নম্বরের পরীক্ষা হবে। প্রথমে বহুনির্বাচনি অংশের ৩০ নম্বরের পরীক্ষা হবে। পরে পরীক্ষা হবে সৃজনশীল বা রচনামূলক অংশের।

সেই সৃজনশীল অংশে সাতটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নে ১০ করে ৭০ নম্বর। সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট অর্থাৎ ১৫০ মিনিট। এই সময়ের মধ্যে সাতটি প্রশ্নের উত্তর লেখা শেষ করা বেশ কঠিন। একমাত্র ‘সুনির্দিষ্ট ও পরিমিত’ উত্তর লেখালেই ‘সম্পূর্ণ উত্তর লেখা’ শেষ করা সম্ভব। বাংলায় এ‍ প্লাস পাওয়ার ওপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনেকাংশে নির্ভর করে থাকে। তাই তোমাকে এইচএসসি পরীক্ষার্থী হিসেবে বাংলায় এ‍ প্লাস পাওয়ার এই কঠিন কাজটিই সমাধান করতে হবে সহজভাবে। আর তা করতে তোমার প্রয়োজন বাংলা প্রথম পত্র পরীক্ষায় সঠিক ‘সময় পরিকল্পনা’ করা। তাহলে তুমি সহজেই ২ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে সৃজনশীল অংশের সাতটি প্রশ্নের উত্তর লিখে শেষ করতে পারবে।

প্রশ্ন নির্বাচন জরুরি

বাংলা প্রথম পত্রে সবচেয়ে জরুরি ‘সঠিক প্রশ্ন নির্বাচন’ করা। সৃজনশীলে প্রশ্ন থাকবে ১১টি, উত্তর লিখতে হবে ৭টি প্রশ্নের। সময় হাতে পাবে ২ ঘণ্টা ৩০ মিনিট মানে ১৫০ মিনিট। সৃজনশীল বা রচনামূলক অংশে ১১টি প্রশ্নই তোমাকে পড়তে হবে। যে প্রশ্নের উত্তর ভালো পারো, সেগুলোর তুমি উত্তর করবে। যেগুলো উত্তর করবে, সে প্রশ্নগুলো টিকচিহ্ন দিয়ে রেখো। তাতে লেখার সময় সহজেই তোমার চোখে পড়বে। প্রশ্ন নির্বাচন করতে তুমি সময় পাবে মাত্র—পাঁচ মিনিট।

উদ্দীপক পড়া ও বোঝা

বাংলা প্রথম পত্রের প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই তোমাকে উদ্দীপক পড়তে হবে, ভাবতে হবে, কল্পনা করতে হবে শেষে পাঠ্যবইয়ের সঙ্গে মেলাতে হবে। তারপর তুমি উত্তর লেখা শুরু করতে পারবে। মনে রেখো, প্রতিটি উদ্দীপক পড়ে–বুঝে লেখার চিন্তা করতে সময় পাবে মাত্র এক মিনিট করে মোট সাত মিনিট।

সৃজনশীল প্রশ্ন লেখার সময়

১.

প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক ও যথাযথভাবে লিখতে মোট চারটি অংশ লিখতে হবে। প্রথম ধাপটি হলো ক. জ্ঞানমূলক প্রশ্ন। নম্বর থাকবে এক। তুমি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এক প্যারায় লিখবে। হতে পারে সর্বোচ্চ এক বা দুই লাইন। ক. অংশের জ্ঞানমূলক লেখার জন্য সময় ভাগ করে পাবে এক মিনিট।

২. প্রশ্নের ২য় অংশ হলো খ. অনুধাবনমূলক প্রশ্ন। নম্বর থাকবে দুই। তুমি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখবে দ্বিতীয় প্যারায়। এর উত্তর হতে পারে অর্ধেক পৃষ্ঠা বা পুরো এক পৃষ্ঠা। খ. অনুধাবনমূলক অংশ লেখার জন্য সময় ভাগ করে পাবে চার মিনিট।

৩. প্রশ্নের তৃতীয় অংশ হলো গ. প্রয়োগমূলক প্রশ্ন। নম্বর থাকবে তিন। তুমি প্রয়োগমূলক অংশের উত্তর তিন প্যারায় লিখবে। এর উত্তর হতে পারে দেড় পৃষ্ঠা থেকে দুই পৃষ্ঠার মধ্যে। গ. প্রয়োগমূলক অংশ লেখার জন্য সময় ভাগ করে নেবে। সময় পাবে ছয় মিনিট।

৪. প্রশ্নের চতুর্থ অংশ হলো ঘ. উচ্চতর দক্ষতাবিষয়ক প্রশ্ন। এতে নম্বর থাকবে চার। তুমি উচ্চতর দক্ষতা প্রশ্নের উত্তর লিখবে চার প্যারায়। এর উত্তর হবে দুই পৃষ্ঠা থেকে তিন পৃষ্ঠার মধ্যে। এর মধ্যে প্রশ্নের উচ্চতর দক্ষতা, বিশ্লেষণ, উপসংহার ও তোমার মতামত সবই লিখতে হবে। উচ্চতর দক্ষতা উত্তর লিখতে সময় পাবে আট মিনিট।

মানে, একটি সৃজনশীল প্রশ্নের চারটি অংশ লিখতে সময় পাবে— (এক মিনিট+চার মিনিট+ছয় মিনিট+আট মিনিট)। মোট—১৯ মিনিট।

লেখা শেষে রিভিশন

পরীক্ষা শেষ তোমার খাতাটি অবশ্যই রিভিশন দিতে হবে। রিভিশন দিলে পরীক্ষার লিখিত খাতার ছোট-বড় অনেক লেখার ভুল পেতে পারো, যা শুধরে নিতে সহায়তা করবে। তাই তোমাকে অবশ্যই খাতা রিভিশন দেওয়ার জন্য সময় পাবে পাঁচ মিনিট।

একনজরে সময় পরিকল্পনা দেখে নাও

১. সৃজনশীল অংশের প্রশ্ন নির্বাচন করতে সময় রাখবে ৫ মিনিট।

২. সাতটি সৃজনশীল প্রশ্নের উদ্দীপক পড়ার জন্য সময় রাখবে ৭ মিনিট।

২. সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে সময় পাবে ৭ গুণ ১৯ মিনিট। মোট সময় ১৩৩ মিনিট।

৪. পুরো খাতা রিভিশন দেওয়ার জন্য সময় রাখবে ৫ মিনিট।

* লেখক: মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স জনশ ল অ শ র জন য সময় ম লক অ শ সময় প ব পর ক ষ সময় র র সময়

এছাড়াও পড়ুন:

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, এইচএসসি থেকে স্নাতকোত্তরে আবেদন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে ৩ পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের জন্য গত ২৮ জুলাই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদে আবেদন ৪ আগস্ট সকাল ১০টায় শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পদের নাম ও বিববরণ

১. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১০ম

বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আর একটি নিয়োগ, ৫ পদে নেবে ১৫৪ জন৫ ঘণ্টা আগে

২. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১১তম

বেতনস্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২টি

গ্রেড: ১৬তম

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ন্যূনতম ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে।

প্রার্থীর বয়স: ১ জুলাই ২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে

আরও পড়ুনদুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, নতুন নেবে ১০১ পদে০৭ আগস্ট ২০২৫আবেদন ফি

টেলিটক প্রি–পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা। সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা। আবেদন ফি অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত তথ্য ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুনবেসরকারি ব্যাংকে চাকরি, বেতন শুরু ৩৬ হাজার, ৬ মাস পর ৪৫ হাজার টাকা৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, এইচএসসি থেকে স্নাতকোত্তরে আবেদন