বাংলাদেশের ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী–কলাকুশলীদের স্বীকৃতি দিতে চতুর্থবারের মতো দেওয়া হচ্ছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪। আজ ডেইলি স্টার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে ২৯টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
দ্য ডেইলি স্টার–এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির, ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু আলাদা বক্তব্যে জানান, চলচ্চিত্র, নাটক ও সিরিজ ক্যাটাগরিতে ৯ শাখায় এবার পুরস্কার দেওয়া হবে। সমালোচক পুরস্কারে থাকবে ১২টি ক্যাটাগরি। সংগীতের থাকবে ৪টি পুরস্কার, কনটেন্ট নির্মাতাদের ৩টি পুরস্কার দেওয়া হবে। আর দর্শক ভোটে সিরিজ বা নাটক থেকে একটি পিপলস চয়েস অ্যাওয়ার্ড দেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ আয়োজনে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করা অভিজ্ঞ ব্যক্তিদের যেমন স্বীকৃতি দেওয়া হবে, তেমনি নবাগতদের কাজকেও আলাদা করে মূল্যায়ন করা হবে।

দ্য ডেইলি স্টার-এর চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান মনে করেন, ওটিটি প্ল্যাটফর্মগুলো দেশের বিনোদনের ধরন পাল্টে দিচ্ছে। এ পরিবর্তনের পেছনে যাঁরা চালিকা শক্তি, যাঁদের সৃজনশীলতায় এই আমূল বদল, তাঁদের শ্রদ্ধা জানানো উচিত। ‘অভিজ্ঞ থেকে উদীয়মান সবাইকে সম্মান জানাতে এই আয়োজন’ উল্লেখ করে তিনি বলেন, ‘ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কনটেন্টকে নতুন উচ্চতায় নেওয়ার আন্দোলনে যারা সাহসী, মেধাবী ও বাধার দেয়াল ভেঙে দিচ্ছে, তাদের সম্মান জানাতেই এই আয়োজন।’

সাংস্কৃতিক বিকাশে সব সময়ই কাজ করে যেতে চায় মিডিয়াকম লিমিটেড, বললেন প্রতিষ্ঠানটির সিইও অজয় কুমার কুন্ডু। তিনি বলেন, ‘দেশের বৃহৎ একটা শ্রেণি এখন ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শক। এখানে কাজের পরিধি এখন বাড়ছে। বৈচিত্র্যপূর্ণ এই কাজগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সেই অর্থে স্বীকৃতি ছিল না। সৃজনশীল চেতনার পাশে থাকতেই চতুর্থবারের মতো আমাদের পথচলা শুরু।’

সংবাদ সম্মেলনে অতিথিরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ল য টফর ম প রস ক র কনট ন ট

এছাড়াও পড়ুন:

মার্জিন ঋণ নিয়ে গুজব, পুঁজিবাজারে ধারাবাহিক পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ আগস্ট) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা ৪ কার্যদিবস পুঁজিবাজারে পতন ঘটেছে।

এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে মার্জিন ঋণ নিয়ে নতুন গুজব ছড়িয়ে পড়েছে। চার দিন পুঁজিবাজারে দর পতনে এই গুজবের বড় ভূমিকা রয়েছে।

আরো পড়ুন:

এসেনসিয়াল ড্রাগসকে আনতে সক্রিয় ডিএসই, মন্ত্রণালয়ে চিঠি

কারণ ছাড়াই বাড়ছে রহিমা ফুডের শেয়ারদর

বাজারে গুজব ছড়িয়ে দিয়েছে, মার্জিন ঋণের নতুন নীতিমালা হয়েছে। সেখানে একটি কোম্পানির শেয়ারপ্রতি মুনাফার (ইপিএস) পাশাপাশি শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) বিবেচনায় নিয়ে ঋণের হার নির্ধারণ করা হয়েছে।

মার্জিন ঋণ সংক্রান্ত গুজব বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাড়াচ্ছে উদ্বেগ। তাতে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে জানা গেছে, তারা মার্জিন ঋণের নতুন নীতিমালা তৈরি করেনি। আর ইপিএস ও এনএভির সঙ্গে সামঞ্জস্য রেখে মার্জিন ঋণের হার নির্ধারণ করার মতো কোনো সিদ্ধান্ত হয়নি।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৯.৫৭ পয়েন্ট কমে ১ হাজার ১৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫.৭২ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

‎ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৫টি কোম্পানির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত আছে ৬০টির।

এদিন ডিএসইতে মোট ৬৬৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫৩.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১৬৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৮৪.৯৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৪০ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.১৪ পয়েন্ট কমে ৯৪৩.৩৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬২.৮২ পয়েন্ট কমে ১৩ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে।

‎সিএসইতে মোট ২২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৮টি কোম্পানির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত আছে ২৮টির।

সিএসইতে ২২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/বকুল

সম্পর্কিত নিবন্ধ