শুরু হচ্ছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসর
Published: 24th, June 2025 GMT
বাংলাদেশের ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী–কলাকুশলীদের স্বীকৃতি দিতে চতুর্থবারের মতো দেওয়া হচ্ছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪। আজ ডেইলি স্টার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে ২৯টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
দ্য ডেইলি স্টার–এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির, ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু আলাদা বক্তব্যে জানান, চলচ্চিত্র, নাটক ও সিরিজ ক্যাটাগরিতে ৯ শাখায় এবার পুরস্কার দেওয়া হবে। সমালোচক পুরস্কারে থাকবে ১২টি ক্যাটাগরি। সংগীতের থাকবে ৪টি পুরস্কার, কনটেন্ট নির্মাতাদের ৩টি পুরস্কার দেওয়া হবে। আর দর্শক ভোটে সিরিজ বা নাটক থেকে একটি পিপলস চয়েস অ্যাওয়ার্ড দেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ আয়োজনে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করা অভিজ্ঞ ব্যক্তিদের যেমন স্বীকৃতি দেওয়া হবে, তেমনি নবাগতদের কাজকেও আলাদা করে মূল্যায়ন করা হবে।
দ্য ডেইলি স্টার-এর চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান মনে করেন, ওটিটি প্ল্যাটফর্মগুলো দেশের বিনোদনের ধরন পাল্টে দিচ্ছে। এ পরিবর্তনের পেছনে যাঁরা চালিকা শক্তি, যাঁদের সৃজনশীলতায় এই আমূল বদল, তাঁদের শ্রদ্ধা জানানো উচিত। ‘অভিজ্ঞ থেকে উদীয়মান সবাইকে সম্মান জানাতে এই আয়োজন’ উল্লেখ করে তিনি বলেন, ‘ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কনটেন্টকে নতুন উচ্চতায় নেওয়ার আন্দোলনে যারা সাহসী, মেধাবী ও বাধার দেয়াল ভেঙে দিচ্ছে, তাদের সম্মান জানাতেই এই আয়োজন।’
সাংস্কৃতিক বিকাশে সব সময়ই কাজ করে যেতে চায় মিডিয়াকম লিমিটেড, বললেন প্রতিষ্ঠানটির সিইও অজয় কুমার কুন্ডু। তিনি বলেন, ‘দেশের বৃহৎ একটা শ্রেণি এখন ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শক। এখানে কাজের পরিধি এখন বাড়ছে। বৈচিত্র্যপূর্ণ এই কাজগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সেই অর্থে স্বীকৃতি ছিল না। সৃজনশীল চেতনার পাশে থাকতেই চতুর্থবারের মতো আমাদের পথচলা শুরু।’
সংবাদ সম্মেলনে অতিথিরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ল য টফর ম প রস ক র কনট ন ট
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি