আট সদস্যের পরিবার। মা, বাবা, চার ছেলে আর দুই মেয়ে। ভাই-বোনদের মধ্যে একজন বাদে বাকি সবাই শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী। পাঁচ সন্তানের এমন অবস্থা নিয়ে আক্ষেপ আর দুশ্চিন্তার অন্ত নেই তাদের বাবা রামজনম গড়ের (৭০)। তাঁর স্ত্রী বাসন্তী গড় (৫৫) পক্ষাঘাতগ্রস্ত। রামজনম নিজেও বয়সের ভারে চা-বাগানে কাজে যেতে পারেন না। খুঁড়িয়ে খুঁড়িয়ে বিশাল সদস্যের সংসারটি চলে বড় ছেলে হীরা গড়ের (২২) সামান্য উপার্জনে।

সোমবার বিকেলের দিকে মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা-বাগানের ৮ নম্বর লাইনে মাটির দেয়ালঘেরা ঘরের উঠানে বসে কথা হচ্ছিল রামজনমের সঙ্গে। আট সদস্যের পরিবারটি ছোট এ ঘরে গাদাগাদি করে বসবাস করে।

ভ্যাপসা গরম উপেক্ষা করে হঠাৎ দীর্ঘশ্বাস ছেড়ে রামজনম বলে ওঠেন, ‘শরীরটাতে আগের মতো শক্তি পাই না, বাবু। কামকাজ করতে পারি না। সম্পদ বলতে দুইটা গরু আছে। এইগুলারে নিয়াই দিন চলি যায়, সকালে ঘাস খাওয়াইতে নিয়া যাই; আবার বিকেলে ঘরে নিয়া ফিরি। কাজ বলতে এইটুকুই করি।’

রামজনমের ছয় সন্তানের মধ্যে একমাত্র সুমিত্রা গড় সুস্থ। কয়েক বছর আগে পাশের কমলগঞ্জ উপজেলার ধলই চা-বাগানে তাঁকে বিয়ে দেন। বাকি পাঁচ সন্তানই জন্মের পর থেকে শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী। এই চার ছেলের মধ্যে হীরা গড় বড়। এরপর কানাইলাল গড় ও কৃষ্ণলাল গড় যমজ এবং সবার ছোট দীপক গড়। মেয়েদের মধ্যে লক্ষ্মী গড়েরও প্রতিবন্ধিতা আছে।

শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী পাঁচজনসহ ছয় সন্তানকে এই মাটির দেয়ালঘেরা ঘরে গাদাগাদি করে থাকেন রামজনম ও বাসন্তী গড় দম্পতি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জোরজবরদস্তি করে সরকার এসব চুক্তি করছে

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো একটু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর এগিয়ে নেওয়া। এ জন্য যে ধরনের সংস্কার দরকার, সেই সংস্কার নিশ্চিত করা। আর কয়েক মাস পর নির্বাচন। নির্বাচন ভালোমতো করার জন্য যা যা করা দরকার, সেটি করার জন্য এখন মনোযোগ দেওয়া দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। পাশাপাশি সর্বস্তরের মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনা। অথচ এসব দিকে সরকারের মনোযোগ বা সক্রিয়তা দেখা যাচ্ছে না।

নির্বাচনের এসব বিষয়ে মনোযোগ না দিয়ে যেটিতে তাদের এখতিয়ার নেই, সেই দীর্ঘমেয়াদি চুক্তিতেই সরকারের যত আগ্রহ। রীতিমতো জোরজবরদস্তি করে সরকার এসব চুক্তি করছে। দেশের মানুষ, বিশেষজ্ঞ—কারও কথা না শুনে, জাতীয় স্বার্থ বিবেচনা না করে ভয় দেখিয়ে একের পর এক চুক্তি করছে সরকার।

একটা দীর্ঘমেয়াদি চুক্তি করার কোনো এখতিয়ার এ রকম অস্থায়ী সরকারের থাকে না। এসবের জন্য নির্বাচিত সরকার দরকার হয়। শুধু নির্বাচিত সরকারও এভাবে করতে পারে না। নির্বাচিত সরকার এ ধরনের চুক্তি করলে সেগুলো সংসদে তুলতে হবে, সেখানে তর্ক-বিতর্ক হবে, দেশের মানুষ জানবে। আর কয় মাস পর নির্বাচন। এই সময় সরকারের এই ধরনের চুক্তিতে এত আগ্রহ কেন? বন্দর নিয়ে দীর্ঘমেয়াদি চুক্তি যদি দেশের উন্নয়নের জন্যই হয়, তাহলে এত গোপনীয়তা, অস্বচ্ছতা ও তাড়াহুড়া কেন?

চুক্তি নিয়ে এই সরকারের অতি আগ্রহ বড় সন্দেহের কারণ। মনে হচ্ছে বিদেশি কোম্পানির কিছু লবিস্ট এই সরকার চালাচ্ছে। তাদের কাজ হলো কোনো না কোনোভাবে বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষায় গোপনে অস্বচ্ছভাবে চুক্তি করে ফেলা। সেটা দীর্ঘমেয়াদি চুক্তি, যাতে পরবর্তী কোনো সরকার এসে কিছু করতে না পারে। কিন্তু এই চুক্তির বোঝা বাংলাদেশের মানুষকে ভোগ করতে হবে বহু বছর।

গণ–অভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, স্বচ্ছতা নিয়মনীতি মেনে কাজ হবে, তার প্রতি এটা বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়। একই সঙ্গে যেসব রাজনৈতিক দল সরকারের সঙ্গে বিভিন্ন সময় আলাপ-আলোচনা করছে, অথচ সরকারের জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা নিয়ে তারা যে নিশ্চুপ থাকল, সেটার দায়িত্বও তাদের নিতে হবে।

আমরা দেখেছি, এ রকম চুক্তির আগে সব সময় যুক্তি দেওয়া হয়, বিদেশি কোম্পানি বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানি। আবার মানুষের মধ্যে এই বোধ তৈরি করা হয় যে আমরা পারব না। আমাদের পক্ষে কিছুই সম্ভব নয়। বিদেশিরা এলে কাজ হবে। আবার আমরা থাকলে দুর্নীতি হবে। বিদেশিরা এলে দুর্নীতি হবে না। এই হীনম্মন্যতা তৈরি করে এবং তার ওপর ভর করে বিদেশি কোম্পানিকে সুবিধা দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরা হয়। বিদেশিদের পক্ষে বিজ্ঞাপনী প্রচার চালাতে থাকে তাদের সুবিধাভোগী দেশি লোকজন। কিন্তু বিদেশিরা এলে যে দুর্নীতি হবে না, সেটার নিশ্চয়তা কীভাবে দেওয়া হয়? আন্তর্জাতিকভাবে কি দুর্নীতি হয় না? চুক্তির আগে মাশুল যে বাড়ানো হলো, এটাও তো দুর্নীতির একটা ধরন।

বিদেশি কোম্পানি যে দক্ষ, আন্তর্জাতিক যে স্বীকৃতি, সেই কোম্পানিগুলো কিন্তু এমনিতেই গড়ে ওঠেনি। জাতীয় সক্ষমতার প্রক্রিয়ার মধ্যে গড়ে ওঠেছে এসব কোম্পানি। বাংলাদেশকেও জাতীয় সক্ষমতার ওপর দাঁড়াতে হবে। সে জন্য নিজেদের প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। একটা দেশ শক্তভাবে দাঁড়াতে পারে, যখন নিজের সক্ষমতা তৈরি হয়। এই সরকার দেশকে বিপন্ন করে তার উল্টো দিকে যাত্রা করছে।

লেখক পরিচয়: অর্থনীতিবিদ ও সম্পাদক, সর্বজনকথা

সম্পর্কিত নিবন্ধ