আট সদস্যের পরিবার। মা, বাবা, চার ছেলে আর দুই মেয়ে। ভাই-বোনদের মধ্যে একজন বাদে বাকি সবাই শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী। পাঁচ সন্তানের এমন অবস্থা নিয়ে আক্ষেপ আর দুশ্চিন্তার অন্ত নেই তাদের বাবা রামজনম গড়ের (৭০)। তাঁর স্ত্রী বাসন্তী গড় (৫৫) পক্ষাঘাতগ্রস্ত। রামজনম নিজেও বয়সের ভারে চা-বাগানে কাজে যেতে পারেন না। খুঁড়িয়ে খুঁড়িয়ে বিশাল সদস্যের সংসারটি চলে বড় ছেলে হীরা গড়ের (২২) সামান্য উপার্জনে।

সোমবার বিকেলের দিকে মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা-বাগানের ৮ নম্বর লাইনে মাটির দেয়ালঘেরা ঘরের উঠানে বসে কথা হচ্ছিল রামজনমের সঙ্গে। আট সদস্যের পরিবারটি ছোট এ ঘরে গাদাগাদি করে বসবাস করে।

ভ্যাপসা গরম উপেক্ষা করে হঠাৎ দীর্ঘশ্বাস ছেড়ে রামজনম বলে ওঠেন, ‘শরীরটাতে আগের মতো শক্তি পাই না, বাবু। কামকাজ করতে পারি না। সম্পদ বলতে দুইটা গরু আছে। এইগুলারে নিয়াই দিন চলি যায়, সকালে ঘাস খাওয়াইতে নিয়া যাই; আবার বিকেলে ঘরে নিয়া ফিরি। কাজ বলতে এইটুকুই করি।’

রামজনমের ছয় সন্তানের মধ্যে একমাত্র সুমিত্রা গড় সুস্থ। কয়েক বছর আগে পাশের কমলগঞ্জ উপজেলার ধলই চা-বাগানে তাঁকে বিয়ে দেন। বাকি পাঁচ সন্তানই জন্মের পর থেকে শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী। এই চার ছেলের মধ্যে হীরা গড় বড়। এরপর কানাইলাল গড় ও কৃষ্ণলাল গড় যমজ এবং সবার ছোট দীপক গড়। মেয়েদের মধ্যে লক্ষ্মী গড়েরও প্রতিবন্ধিতা আছে।

শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী পাঁচজনসহ ছয় সন্তানকে এই মাটির দেয়ালঘেরা ঘরে গাদাগাদি করে থাকেন রামজনম ও বাসন্তী গড় দম্পতি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।

পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব  প্রায় ১০০ কিলোমিটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি  এখন সারানো  হয়েছে।

ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।  

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।

ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে।  পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’

ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ