প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন সদস্যের প্রতিনিধি দল।
আজ বুধবার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
বৈঠকে জামায়াতের পুনরায় নিবন্ধন সনদ পাওয়া ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ইস জ ম য় ত ইসল ম
এছাড়াও পড়ুন:
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা জেলা ও আশপাশের কিছু এলাকায় টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশে পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। ফলে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে নির্দিষ্ট কয়েকটি এলাকায়।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে- চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ী, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর। এসব স্থানে সব শ্রেণির গ্রাহক-ব্যক্তিগত, বাণিজ্যিক বা শিল্প গ্যাস সুবিধা থেকে সাময়িকভাবে বঞ্চিত থাকবেন।
এ ছাড়া ডিএনডি বাঁধসংলগ্ন আরো কিছু এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে বলেও জানিয়েছে তিতাস। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
ঢাকা/হাসান/মাসুদ