নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, জীবন বাঁচায়। গাছ আমাদের বন্ধু। অথচ গাছের সাথে আমরা ভীষণ শত্রুতা করি। গাছ কেটে মানুষই পরিবেশ ধ্বংস করে। তাই আমাদের বেঁচে থাকতে হলে গাছ লাগাতে হবে এবং গাছকে লালন পালন করতে হবে।

গাছ না থাকলে অক্সিজেনের জন্য পিঠে সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে। একারণে আমাদের পরিবেশ বাঁচাতে, জীবন বাঁচাতে গাছ লাগাতেই হবে। প্রত্যেকের কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে। একটি পরিবারে পাঁচ জন সদস্য থাকলে কমপক্ষে পাঁচটি গাছ লাগাতে হবে।

শুধু গাছ লাগালেই হবে না, বাঁচাতে হবে। নিজের সন্তানকে যেভাবে আমরা লালন-পালন করি গাছকেও ঠিক সেভাবে লালন-পালন করতে হবে। আজকে যে গাছের চারা বিতরণ করা হচ্ছে তা যারা পরিচর্যা করে বড় করতে পারবে তাদের মধ্য থেকে দশ জনকে আগামী বছর পুরস্কৃত করা হবে।

ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জে এই বছর বিশ হাজার গাছ লাগানো হবে বলে তিনি জানান।

ডা.

জুবায়েদা রহমানের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লার ভুঁইঘর কাজীপাড়া এলাকায় বুধবার সকালে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পূর্ব আলোচনায় এসব কথা বলেন।

ড. জোবাইদা রহমান সম্পর্কে মামুন মাহমুদ বলেন, তিনি একজন প্রখ্যাত চিকিৎসক এবং জিয়া পরিবারের জ্যেষ্ঠ পুত্রবধু। তিনি বিসিএসএ ফার্স্ট হয়েছিলেন।

বাংলাদেশে মানুষের সেবা করছিলেন। আন্তর্জাতিক ভাবেও ভাল ফলাফল করেছেন। কিন্তু ফ্যাসিস্ট সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে গিয়ে জোবাইদা রহমানের মত একজন প্রখ্যাত চিকিৎসককেও মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করেছে।

এবার মুক্ত পরিবেশে আল্লাহর রহমতে জোবাইদা রহমান মিথ্যা মামলা থেকেও মুক্ত হয়েছেন। বিএনপি পরিবেশ রক্ষায় প্রতিবছর বৃক্ষ রোপণের কর্মসূচী পালন করে। এবার মুক্ত পরিবেশেও জোবাইদা রহমানের জন্ম দিন জাঁকজমকপূর্ণ ভাবে না করে বৃক্ষ রোপণের কর্মসূচী পালন করছে বিএনপি। 

এসময় কয়েকটি গাছের চারা তিনি রোপণ করেন। 

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাজেদুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু ও একরামুল কবির মামুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মাতবর , ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাত হোসাইন সাজ প্রমূখ।

অপরদিকে বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পূর্বপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন তিনি। স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর ব শ আম দ র ব এনপ রহম ন

এছাড়াও পড়ুন:

না.গঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা

নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন  নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল থেকে শহরের উকিল পাড়া পুজা মন্ডপ, গলাচিপা পূজা মন্ডপ ও শ্রীশ্রী গোপাল জিউর মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি বিভিন্ন পূজা মন্ডপে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের দিকনির্দেশনা প্রদান এবং পূজা মন্ডপে আগত ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
  • মহানবমীতে আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ  
  • রূপগঞ্জে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
  • দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৯ কিলোমিটার যানজট
  • নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র‌্যাবের ৩ সদস্য আহত
  • বিএনপির এই ভালোবাসা সনাতন সম্প্রদায় ভুলবে না : শিপন সরকার 
  • না.গঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা
  • মার্কিন ‘আগ্রাসনের’ হুমকি, জরুরি অবস্থা জারি করতে প্রস্তুত ভেনেজু