বাঁচতে হলে গাছ লাগাতেই হবে : মামুন মাহমুদ
Published: 25th, June 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, জীবন বাঁচায়। গাছ আমাদের বন্ধু। অথচ গাছের সাথে আমরা ভীষণ শত্রুতা করি। গাছ কেটে মানুষই পরিবেশ ধ্বংস করে। তাই আমাদের বেঁচে থাকতে হলে গাছ লাগাতে হবে এবং গাছকে লালন পালন করতে হবে।
গাছ না থাকলে অক্সিজেনের জন্য পিঠে সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে। একারণে আমাদের পরিবেশ বাঁচাতে, জীবন বাঁচাতে গাছ লাগাতেই হবে। প্রত্যেকের কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে। একটি পরিবারে পাঁচ জন সদস্য থাকলে কমপক্ষে পাঁচটি গাছ লাগাতে হবে।
শুধু গাছ লাগালেই হবে না, বাঁচাতে হবে। নিজের সন্তানকে যেভাবে আমরা লালন-পালন করি গাছকেও ঠিক সেভাবে লালন-পালন করতে হবে। আজকে যে গাছের চারা বিতরণ করা হচ্ছে তা যারা পরিচর্যা করে বড় করতে পারবে তাদের মধ্য থেকে দশ জনকে আগামী বছর পুরস্কৃত করা হবে।
ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জে এই বছর বিশ হাজার গাছ লাগানো হবে বলে তিনি জানান।
ডা.
ড. জোবাইদা রহমান সম্পর্কে মামুন মাহমুদ বলেন, তিনি একজন প্রখ্যাত চিকিৎসক এবং জিয়া পরিবারের জ্যেষ্ঠ পুত্রবধু। তিনি বিসিএসএ ফার্স্ট হয়েছিলেন।
বাংলাদেশে মানুষের সেবা করছিলেন। আন্তর্জাতিক ভাবেও ভাল ফলাফল করেছেন। কিন্তু ফ্যাসিস্ট সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে গিয়ে জোবাইদা রহমানের মত একজন প্রখ্যাত চিকিৎসককেও মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করেছে।
এবার মুক্ত পরিবেশে আল্লাহর রহমতে জোবাইদা রহমান মিথ্যা মামলা থেকেও মুক্ত হয়েছেন। বিএনপি পরিবেশ রক্ষায় প্রতিবছর বৃক্ষ রোপণের কর্মসূচী পালন করে। এবার মুক্ত পরিবেশেও জোবাইদা রহমানের জন্ম দিন জাঁকজমকপূর্ণ ভাবে না করে বৃক্ষ রোপণের কর্মসূচী পালন করছে বিএনপি।
এসময় কয়েকটি গাছের চারা তিনি রোপণ করেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাজেদুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু ও একরামুল কবির মামুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মাতবর , ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাত হোসাইন সাজ প্রমূখ।
অপরদিকে বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পূর্বপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন তিনি। স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর ব শ আম দ র ব এনপ রহম ন
এছাড়াও পড়ুন:
আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।