যুদ্ধবিরতির পর ইরান থেকে ফেরার আগ্রহ কমছে বাংলাদেশিদের
Published: 26th, June 2025 GMT
টানা ১২ দিন তীব্র পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। ১৩ জুন ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর তেহরানে অবস্থানরত বাংলাদেশিরা দেশে ফিরতে চেয়েছিলেন। গত মঙ্গলবার থেকে দুই দেশের যুদ্ধবিরতির পর তাঁদের অনেকে এখন মত পাল্টেছেন। আগ্রহীদের অনেকেই এখন আর দেশে ফিরতে চাইছেন না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রতিবেদককে জানিয়েছেন, ইরান থেকে দেশে ফেরত আসতে এখন পর্যন্ত ২৫০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। এঁদের মধ্যে ৯২ জনকে পাকিস্তান স্থলসীমান্ত দিয়ে ফেরত আনার প্রস্তুতি চলছিল। ইরান থেকে পাকিস্তানে প্রবেশ সহজ করতে ওই ৯২ জনের তথ্য ইসলামাবাদের কাছে দিয়েছে ঢাকা; কিন্তু এদের অনেকেই যুদ্ধবিরতির পর দেশে ফিরতে আগ্রহী নন।
জানা গেছে, ওই ৯২ জনের ২৯ জনের প্রথম দলটি তেহরান থেকে ইরান–পাকিস্তানের তাফতান সীমান্তের দিকে রওনা দেবে। আগামী দু-এক দিনের মধ্যে দলটি পাকিস্তান পৌঁছাবে। এরপর তাঁদের ফ্লাইটে করাচি থেকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, ইরান ও ইসরায়েলের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তেহরান ও এর আশপাশের পারমাণবিক কেন্দ্রগুলোতে যেভাবে হামলা চালানো হয়েছিল, তাতে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছিল। তবে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় পরিস্থিতি শান্ত হয়ে আসছে। ফলে দেশে ফেরত আসতে আগ্রহী বাংলাদেশির সংখ্যা কমছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ফেরত আসতে ২৫০ জন নিবন্ধন করলেও পাকিস্তান হয়ে ফেরত আনতে ৯২ জনের তালিকা ইসলামাবাদকে দেওয়া হয়েছিল। এঁদের মধ্যে বুধবার পর্যন্ত প্রথম ৪০ জন এবং পরে ২৯ জন ফেরত আসতে চাইছেন। বাকিরা পরিস্থিতি বিবেচনায় থেকে যেতে চাইছেন।
ওই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে। ফেরত আসতে আগ্রহী ব্যক্তিদের জন্য সুযোগ থাকছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে না আসা পর্যন্ত ইরানে বসবাসরত বাংলাদেশিদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, ইরানে বর্তমানে প্রায় দুই হাজার বাংলাদেশি অবস্থান করছেন। তেহরানে রয়েছেন প্রায় ৪০০ জন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত পর স থ ত হয় ছ ল
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ