যুদ্ধবিরতির পর ইরান থেকে ফেরার আগ্রহ কমছে বাংলাদেশিদের
Published: 26th, June 2025 GMT
টানা ১২ দিন তীব্র পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। ১৩ জুন ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর তেহরানে অবস্থানরত বাংলাদেশিরা দেশে ফিরতে চেয়েছিলেন। গত মঙ্গলবার থেকে দুই দেশের যুদ্ধবিরতির পর তাঁদের অনেকে এখন মত পাল্টেছেন। আগ্রহীদের অনেকেই এখন আর দেশে ফিরতে চাইছেন না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রতিবেদককে জানিয়েছেন, ইরান থেকে দেশে ফেরত আসতে এখন পর্যন্ত ২৫০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। এঁদের মধ্যে ৯২ জনকে পাকিস্তান স্থলসীমান্ত দিয়ে ফেরত আনার প্রস্তুতি চলছিল। ইরান থেকে পাকিস্তানে প্রবেশ সহজ করতে ওই ৯২ জনের তথ্য ইসলামাবাদের কাছে দিয়েছে ঢাকা; কিন্তু এদের অনেকেই যুদ্ধবিরতির পর দেশে ফিরতে আগ্রহী নন।
জানা গেছে, ওই ৯২ জনের ২৯ জনের প্রথম দলটি তেহরান থেকে ইরান–পাকিস্তানের তাফতান সীমান্তের দিকে রওনা দেবে। আগামী দু-এক দিনের মধ্যে দলটি পাকিস্তান পৌঁছাবে। এরপর তাঁদের ফ্লাইটে করাচি থেকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, ইরান ও ইসরায়েলের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তেহরান ও এর আশপাশের পারমাণবিক কেন্দ্রগুলোতে যেভাবে হামলা চালানো হয়েছিল, তাতে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছিল। তবে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় পরিস্থিতি শান্ত হয়ে আসছে। ফলে দেশে ফেরত আসতে আগ্রহী বাংলাদেশির সংখ্যা কমছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ফেরত আসতে ২৫০ জন নিবন্ধন করলেও পাকিস্তান হয়ে ফেরত আনতে ৯২ জনের তালিকা ইসলামাবাদকে দেওয়া হয়েছিল। এঁদের মধ্যে বুধবার পর্যন্ত প্রথম ৪০ জন এবং পরে ২৯ জন ফেরত আসতে চাইছেন। বাকিরা পরিস্থিতি বিবেচনায় থেকে যেতে চাইছেন।
ওই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে। ফেরত আসতে আগ্রহী ব্যক্তিদের জন্য সুযোগ থাকছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে না আসা পর্যন্ত ইরানে বসবাসরত বাংলাদেশিদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, ইরানে বর্তমানে প্রায় দুই হাজার বাংলাদেশি অবস্থান করছেন। তেহরানে রয়েছেন প্রায় ৪০০ জন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত পর স থ ত হয় ছ ল
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি প্রোগ্রাম, আবেদন শেষ ২৬ আগস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে জুলাই ২০২৫ সেমিস্টারে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (PMICS) প্রোগ্রামে ভর্তিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রোগ্রামের বৈশিষ্ট্য১. এটি ৩৬ ক্রেডিট ঘণ্টা।
২. ক্লাসের সময়: শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস।
৩. এটি তিন সেমিস্টারের প্রোগ্রাম।
ভর্তির যোগ্যতা১. সিএসই/সিএস/আইটি/এসই/সিআইটি/আইসিটি/ইসিই/ইটিই/ইইই ইত্যাদি আইটি/আইসিটি-সম্পর্কিত বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে।
২. সিজিপিএ কমপক্ষে ২.৫০ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–২.৫০ নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
৩. চাকরিজীবীরা অগ্রাধিকার পাবেন।
৪. দেশি–বিদেশি সব শিক্ষার্থী আবেদন করতে পারবেন। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে এ অনুষদের অফিস থেকে সমতা নিরূপণ করতে হবে।
৫. তথ্য যাচাই শেষ হলে ভর্তি পরীক্ষার ফি তিন হাজার টাকা দিয়ে অনলাইনে জমা দিতে হবে।
আরও পড়ুনজাপানি ভাষা শিক্ষা কোর্স, ভর্তি ফি মাত্র এক হাজার টাকা০৯ আগস্ট ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য১. আবেদনপত্র জমার শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৫।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার, সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম, জিপিএ–২.৫ হলেই আবেদন০৯ আগস্ট ২০২৫৩. পরীক্ষার ফল প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২ টায়।
৪. ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫।
* অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: https://pmics.cse.du.ac.bd/
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.pmics.cse.du.ac.bd
আরও পড়ুনযুক্তরাজ্যের চেভেনিং বৃত্তি, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়তে চাইলে করুন আবেদন১০ আগস্ট ২০২৫