ঘুণাক্ষরেও ভাবেননি, এমনটা ঘটবে; তবে ঘটেছে। দুই ঈদে দুই সিনেমার গানে নিজেকে ছাড়িয়ে গেলেন মাশা ইসলাম। পবিত্র ঈদুল ফিতরে ‘দাগি’ সিনেমার ‘একটুখানি মন’ গানটি নিয়ে আলোচনার পারদ নামার আগেই ঈদুল আজহায় ‘নীলচক্র’ সিনেমায় ‘যেতে যেতে’ গানে মাদকতা ছড়ালেন মাশা।
গতকাল প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে মাশা বললেন, ‘ভাবিনি, পরপর দুটি সিনেমায় গান গাইব, দুটি গানই হিট করবে। হিট হয়ে গেছে, আমি কৃতজ্ঞ ও ধন্য। পরিকল্পনা করে কখনো কিছু হয় না। দাগি-তে গানটা পছন্দ করবে, জানতাম না। নীলচক্রর গানটা পছন্দ করবে, সেটাও জানতাম না। দুটি গান শ্রোতারা গ্রহণ করবে, ভাবিওনি। আমার কাজ মানুষ পছন্দ করছে, দেখে ভালো লাগছে।’
‘একটুখানি মন’ গানের ভিডিওটি তিন মাসে ইউটিউবে ২০ লাখের বেশিবার দেখা হয়েছে। সাজিদ সরকারের সুরে গানটিতে মাশার সঙ্গে কণ্ঠ দেন তাহসান খান। গানটি লিখেছেন সাদাত হোসাইন।
মাশা ইসলাম.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা বাংলাদেশের
গাজার জনগণের জন্য ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই কাজ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ’। আটক সব মানবিক সহায়তাকর্মী ও অধিকারকর্মীদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ। তাঁদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।