মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে আরো ২৫ জনকে ঠেলে দিয়েছে (পুশইন) বিএসএফ। বিগত ৩ মাসে এ পযর্ন্ত ৪০৫ জনকে মৌলভীবাজারের বিভিন্ন  সীমান্তে ঠেলে দেয় বিএসএফ।

বৃহস্পতিবার (২৬ জুন) ঠেলে ওই ২৫ নারী-পুরুষকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী ও শিশুসহ ১৯ জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। এলাকাবাসী বিষয়টি দেখে স্থানীয় পুলিশকে খবর দিলে তাদের আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়।

আরো পড়ুন:

সাতক্ষীরা সীমান্তে ৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ১৮ জনকে ঠেলে দিল বিএসএফ

তিনি আরো জানান, তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল যশোর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় অবস্থিত। শ্রীমঙ্গলে আটককৃতদের মাঝে ছয়জন পুরুষ, নয়জন মহিলা ও চারজন শিশু রয়েছে। 

অপরদিকে, কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে বিএসএফ আরো ছয়জনকে ঠেলে দিয়েছে বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লে, কর্ণেল এএসএম জাকারিয়া।

ঢাকা/আজিজ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ আটক ব এসএফ

এছাড়াও পড়ুন:

ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা সীমান্তে ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়।

নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহম্মদ ও হালিমা খাতুনের ছেলে। বিজিবি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ফেনী সীমান্তে ৬ চোরাকারবারি আটক

পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

তিনি বলেন, ‘‘এ বিষয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। সোমবার বিকেলের মধ্যে তারা ওই ব্যক্তিকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ফেরত পাওয়ার পরে বিস্তারিত জানানো হবে।’’

ঢাকা/সাহাব/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • দর্শনা সীমান্তে বিজিবি–বিএসএফ পতাকা বৈঠক, ২২ বাংলাদেশিকে হস্তান্তর
  • চার সীমান্ত এলাকা দিয়ে ৪৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • পাঁচবিবি সীমান্ত দিয়ে একই পরিবারের ৫ সদস্যকে ফেরত পাঠাল বিএসএফ
  • চুয়াডাঙ্গায় ২২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • ঘাগড়া সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে দিলো বিএসএফ
  • ঝিনাইদহ সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ
  • আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • ধরে নেওয়ার ৭ ঘণ্টা পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • ফেনী সীমান্ত থেকে ধরে নেওয়ার সাত ঘণ্টা পর কৃষককে ফেরত দিল বিএসএফ
  • ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ