বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বলেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তার ফেরার জন্য লন্ডন ও বাংলাদেশে প্রস্তুতি চলছে। তাকে বরণ করে নেওয়ার প্রস্তুতিও চলছে।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি এসব কথা বলেন।

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে জানিয়ে শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বলেন, দুর্নীতি, দুঃশাসন আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখান থেকে উদ্ধার হতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে।

এ্যানী বলেন, বিএনপির ৩১ দফায় উল্লেখ রয়েছে, দুর্নীতি বন্ধ করার জন্য কঠিন পদক্ষেপ নিতে হবে। দুর্নীতি দূর করতে আমরা এখন থেকে কাজ শুরু করেছি। এটা বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত। শুধু প্রশাসনে নয়, তার বাইরে যাতে কেউ দুর্নীতি করতে না পারে এবং তা নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা নেওয়া হবে।

ক্ষমতায় গেলে বিএনপির পররাষ্ট্রনীতি কেমন হবে, প্রশ্নের জবাবে তিনি বলেন, জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠা করেছিলেন। এটা আঞ্চলিক আলাপ-আলোচনা ও সমাধানের মঞ্চ। তবে, আওয়ামী লীগ সরকার সার্ককে অকার্যকর করে একটি দেশকে (ভারত) প্রাধান্য দিয়েছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সার্ককে পুনরায় সক্রিয় করবে। এর মাধ্যমে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করবে। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিএনপির পররাষ্ট্রনীতির মূলভিত্তি হিসেবে 'আমাদের বন্ধু থাকবে, প্রভু থাকবে না'। 

এই নীতি অনুসরণ করে বিএনপি আলাপ-আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক দৃঢ় করবে। সেখানে চিন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং পার্শ্ববর্তী দেশের জন্য আলাদা পররাষ্ট্রনীতি থাকবে।

মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সহ সভাপতি গাজী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, কার্যনির্বাহী  সদস্য জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির)।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত র ক রহম ন ব এনপ র র জন য

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ