প্রথম আলো :

সিনেমায় আপনাকে খুব একটা দেখা যায় না।

সিনেমা করি। কিন্তু সেগুলো চরিত্র বা আমার অংশের গল্পে তেমন গুরুত্ব না থাকায় চোখে পড়ে না। যে কারণে মনে হয় সিনেমা করি না। তবে এটাও সত্য, সিনেমায় অভিনয় নিয়ে আমার রাগ-ক্ষোভ আছে।

প্রথম আলো :

রাগ–ক্ষোভ কেন?

অনেক সিনেমায় আমাকে কেন নেয়, আমি জানি না। বেশির ভাগ সিনেমার চিত্রনাট্য দেখে মনে হয়, আমাকে খামাখা নেয়। দেখা যায়, চরিত্র খুবই দুর্বল। অভিনয়ের জায়গা থাকে না। কিছু পরিচালক কেন ডাকে, জানি না। শুটিং করেও কেউ কেউ চরিত্র কমিয়ে ফেলে। এসব কারণে নিজের ওপর রাগ হয়। আমি তো দুর্বল বা খারাপ অভিনেতা নই।

প্রথম আলো :

তাহলে সিনেমায় আপনাকে যথাযথ ব্যবহার করা হয়নি?

সেটা বলব না। আমি শ্যামল ছায়া, তারকাঁটা, ভয়ংকর সুন্দরসহ বেশ কিছু সিনেমায় ভালো চরিত্রের সুযোগ পেয়েছি। এর মধ্যে বলব মোস্তফা কামাল রাজের তারকাঁটা সিনেমার কথা। সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছি, সেটা বড় সুযোগ ছিল। কিন্তু সেখানেও আমার কিছু ভুল ছিল। মনে হয়েছে, গেটআপ আরও ভালো হতে পারত। সিনেমায় অনেক হাসির দৃশ্য ছিল, সেটা কমানো যেত। আমি ভুল থেকে শিখতে চাই। শেখার তো বয়স নেই। অনিমেষও (আইচ) ভালো সুযোগ দিয়েছেন। কিন্তু কোনো কারণে অনেকের সঙ্গেই কখনো ব্যাটে–বলে মিলেছে, কখনো মেলেনি।

‘এশা মার্ডার’ সিনেমায় ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চর ত র

এছাড়াও পড়ুন:

আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা

ছবি: দীপু মালাকার

সম্পর্কিত নিবন্ধ