কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী (৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে ঘটনাটি ঘটে। অভিযুক্ত পলাতক।

এদিকে, ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ বলছে, তারা অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

অভিযোগে বলা হয়, ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন এক নারী। ঘটনার রাতে ফজর আলী ঘরের বাইরে এসে দরজা খুলতে বলেন। এক পর্যায়ে ফজর আলী দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণ করেন।

আরো পড়ুন:

‎আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত ৮ পুলিশ স্বপদে, উত্তাল বেরোবি

মাগুরায় হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

ভুক্তভোগীর চাচি বলেন, “পাশের বাড়িতে পূজা হচ্ছিল। শব্দ শুনে দৌঁড়ে পূজার অনুষ্ঠানে যাই এবং লোকজন ডেকে আনি। সবাই এসে দেখি- দরজা ভাঙা, ঘরে ঢুকে ভাতিজিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি।”

স্থানীয় বাসিন্দা সজীব বলেন, “চিৎকার শুনে গিয়ে দেখি দরজা ভাঙা। ঘরে ঢুকেই ফজর আলীকে দেখি।”

ভুক্তভোগীর চাচা বলেন, “আজ আমার ভাতিজিকে ধর্ষণ করা হয়েছে, কালকে আমাদের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এমনটা হলে কী হবে? আমরা আতঙ্কে আছি। দ্রুত বিচার চাই।”

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, “ভুক্তভোগী নিজে বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।”

ঢাকা/রুবেল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ

এছাড়াও পড়ুন:

লালবাগে ছারপোকা মারার ওষুধের গ্যাসের প্রভাবে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর লালবাগের শহীদনগরে বাসায় ছারপোকা মারার ওষুধের বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় জীবন হোসেন (৪০) নামে একজন ভাঙারি ব্যবসায়ী মারা গেছেন।

পারিবারিক সূত্র জানায়, জীবন হোসেন সপরিবার শহীদনগরে জে এস রোডে একটি ভাড়া বাসায় থাকতেন। গতকাল বুধবার বাসার সব কক্ষে ছারপোকার ওষুধ দিয়ে ব্যবসার কাজে বেরিয়ে পড়েন জীবন। এ সময় পরিবারের অন্য সদস্যরা আত্মীয়ের বাসায় যান।

রাতে বাসায় ফিরে জীবন নিজ কক্ষের দরজা–জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্বজনেরা এসে তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে জীবনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, জীবনকে অচেতন অবস্থায় বেলা সোয়া একটার দিকে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়।

জীবনের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাকিয়া পাড়ায়।

সম্পর্কিত নিবন্ধ

  • লালবাগে ছারপোকা মারার ওষুধের গ্যাসের প্রভাবে ব্যবসায়ীর মৃত্যু