সিদ্ধিরগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী পিস্তল আবু গ্রেফতার
Published: 27th, June 2025 GMT
সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ড এলাকার আওয়ামী ফ্যাসিবাদের দোসর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আবু খান ওরফে পিস্তল আবুকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওয়াসিম আকরামের নেতৃত্বে অভিযান চালিয়ে আদমজী মুড়ি ফ্যাক্টরীর সামনে থেকে কুখ্যাত সন্ত্রাসী আবুকে আটক করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম।
এর আগে নাসিক ৬নং ওয়ার্ডে আবু খান ও তার বাহিনী প্রকাশ্যে স্বশস্ত্র মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এনিয়ে নানা প্রশ্ন উঠে জনমনে। তার বিরুদ্ধে রয়েছে মনির হোসেন হত্যা মামলায় সাখাওয়াত হোসেন বাদীর করা মামলায় ৭৭ নম্বর এজাহার নামীয় আসামি পিস্তল আবু।এছাড়াও ছাত্র আন্দোলনে ৩ টি হত্যা ও ২টি হত্যাচেষ্টা মামলা রয়েছে পিস্তল আবুর বিরুদ্ধে।
এদিকে, কিছু বিএনপি নেতার ছত্রছায়ায় এলাকায় নেট, ডিস ও মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতে প্রকাশ্যে তার সহযোগী সন্ত্রাসীদের নিয়ে মহড়া দিচ্ছে আবু বাহিনী। এরফলে যেকোনো সময় বড় ধরণের নাশকতা ও প্রাণহানীর আশংকা করছেন এলাকাবাসী।
জানাগেছে, গত ৫ আগষ্টের আদমজী সোনামিয়া মার্কেট এলাকার মৃত পৈলন খাঁর ছেলে যুবলীগ নেতা আবু খান সাবেক এমপি শামীম ওসমান ওসমান ও সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের ছত্রছায়ায় আদমজী এলাকার অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেন।
সাবেক কাউন্সিলর সিরাজের সাথে সু-সম্পর্ক গড়ে তুলে সন্ত্রাসী গুলু মেম্বারের আপন ভাই হওয়ার সুবাদে শামীম ওসমানের গুড লিষ্টের তালিকাতে ও স্থান করে নেয় সে। শামীম ওসমান ব্লকের একনিষ্ঠ হয়ে আবু খান এলাকায় অপরাধের রাম রাজত্ব গড়ে তুলে। এলাকায় ছিনতাই, মাদক, সুদের ব্যবসা, ভুমিদস্যুতা, মারামারি এমন কোনো অপকর্ম নেই যা আবু খান ও তার বাহিনীর সদস্যদের দ্বারা সংগঠিত না হয়েছে। মাদরাসা ছাত্র সাগরকে নির্মম ভাবে গুলি করে হত্যা মামলার আসামিও এই আবু খান।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, পিস্তল আবু কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হত্যার ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে। আসামীকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ সন ত র স ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন ওসম ন
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।