ভিডিও নির্মাতাদের পাশাপাশি অনেক প্রতিষ্ঠান পণ্যের প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে ইউটিউবে নিয়মিত লাইভ ভিডিও প্রচার করেন। এসব ভিডিওতে লাইভ চ্যাট অপশনের মাধ্যমে প্রশ্ন করার পাশাপাশি নিজেদের মতামত জানান দর্শকেরা। নতুন এক ঘোষণায় ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, বয়স ১৬ বছরের কম হলে ইউটিউবে লাইভ ভিডিও প্রচার করা যাবে না। নতুন এ সিদ্ধান্ত আগামী ২২ জুলাই থেকে কার্যকর হবে।

ইউটিউবের তথ্যমতে, কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ইউটিউবের লাইভ ভিডিও প্রচার নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। নতুন এ নীতিমালার আওতায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীরা সরাসরি ইউটিউবে লাইভ ভিডিও প্রচার করতে পারবে না। তবে কিশোর-কিশোরীরা চাইলে অভিভাবক বা প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে ইউটিউবে লাইভ ভিডিও প্রচার করতে পারবে। এ ক্ষেত্রে ক্যামেরার ফ্রেমে প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৃশ্যমান উপস্থিতি বাধ্যতামূলক। প্রাপ্তবয়স্ক কেউ উপস্থিত না থাকলে লাইভ ভিডিও প্রচার বন্ধের পাশাপাশি লাইভ চ্যাট অপশন অকার্যকর করে দেওয়া হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে ইউটিউবে লাইভ ভিডিও প্রচার করতে আগ্রহী কিশোর-কিশোরীদের বয়স যাচাই করা হবে।

আরও পড়ুনইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন ২৩ এপ্রিল ২০২৫

১৬ বছরের কম বয়সীদের ইউটিউবে লাইভ ভিডিও প্রচারের জন্য আরও বেশ কিছু শর্ত মানতে হবে। নতুন শর্তের আওতায় ইউটিউবে লাইভ ভিডিও প্রচারের আগে চ্যানেল পরিচালনার সঙ্গে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে যুক্ত করতে হবে। এরপর সেই ব্যক্তি ইউটিউবের লাইভ কন্ট্রোল রুম ব্যবহার করে লাইভ ভিডিও প্রচার করবেন। শুধু তা–ই নয়, লাইভ ভিডিও প্রচারের পুরো সময় ক্যামেরার সামনে তাঁকে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুনইউটিউবে শর্টস নির্মাতাদের জন্য সুখবর২০ জুন ২০২৫

কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এর আগে ইউটিউব ‘সুপারভাইজড অ্যাকাউন্ট’, ‘মেড ফর কিডস’ বিভাগ এবং বিভিন্ন কনটেন্ট ফিল্টারিং সুবিধা চালু করেছে। শুধু তা–ই নয়, নিরাপদে লাইভচ্যাট অপশন ব্যবহারের জন্য একাধিক মডারেশন টুলও রয়েছে ইউটিউবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প র প তবয়স ক বয়স ক

এছাড়াও পড়ুন:

ওয়াই–ফাই পাসওয়ার্ড ভুলে গেছেন? যেভাবে পুনরুদ্ধার করবেন

ওয়াই–ফাই এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। কাজ, শিক্ষাব্যবস্থা, ভিডিও স্ট্রিমিং বা অনলাইন মিটিং—সবকিছুই ওয়াই–ফাইয়ের ওপর নির্ভরশীল। ওয়াই–ফাই সংযোগ নিরাপদ রাখতে এ জন্য জটিল পাসওয়ার্ড ব্যবহার করা হয়। তবে দীর্ঘ ও জটিল পাসওয়ার্ডের কারণে অনেক সময় তা ভুলে যাওয়াই স্বাভাবিক। বিশেষ করে যখন যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে সংযুক্ত থাকলে অনেকেই পাসওয়ার্ড মনে রাখেন না। অবশ্য অধিকাংশ কম্পিউটার এবং স্মার্ট যন্ত্র ব্যবহারকারীর ওয়াই–ফাই পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করে রাখেন। ফলে প্রয়োজন অনুযায়ী তা সহজেই পুনরুদ্ধার করা সম্ভব।

অ্যান্ড্রয়েডে ওয়াই-ফাই পাসওয়ার্ড দেখা

নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে সংরক্ষিত পাসওয়ার্ড সরাসরি দেখা যায় না। তবে কিউআর কোডের মাধ্যমে তা শেয়ার করা সম্ভব। সেটিংস অপশনে থাকা কানেকশনস মেনুতে গিয়ে ওয়াই–ফাই নির্বাচন করতে হবে। সংযুক্ত ওয়াই–ফাই নেটওয়ার্কের নামের পাশে থাকা গিয়ার আইকনে ট্যাপ করে পরের পেজে যেতে হবে। পাসওয়ার্ড অপশনের পাশে থাকা আই আইকনে ট্যাপ করে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এরপর পাসওয়ার্ড দেখা যাবে। এ ছাড়া নিচে থাকা কিউআর কোড ব্যবহার করেও ওয়াই–ফাই নেটওয়ার্ক শেয়ার করা যাবে।

উইন্ডোজে ওয়াই–ফাই পাসওয়ার্ড বের করার উপায়

উইন্ডোজ কম্পিউটার আগে সংযুক্ত সব নেটওয়ার্কের পাসওয়ার্ড সংরক্ষণ করে। প্রথমে কন্ট্রোল প্যানেল ব্যবহার করে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার অপশনে গিয়ে সংযুক্ত ওয়াই–ফাই নেটওয়ার্কের নামের ওপর ক্লিক করতে হবে এবং ওয়্যারলেস প্রপার্টিজ নির্বাচন করতে হবে। এরপর সিকিউরিটি ট্যাবে গিয়ে শো ক্যারেক্টারস টিকবক্সে টিক দিতে হবে। এরপর পাসওয়ার্ড দেখা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ

  • ওয়াই–ফাই পাসওয়ার্ড ভুলে গেছেন? যেভাবে পুনরুদ্ধার করবেন
  • আটকে গেল প্রাপ্তবয়স্কদের জন্য সনদ পাওয়া সেই বাংলা সিনেমা, নেপথ্যে কী