ইউটিউবে চাইলেই লাইভ ভিডিও প্রচার করা যাবে না
Published: 28th, June 2025 GMT
ভিডিও নির্মাতাদের পাশাপাশি অনেক প্রতিষ্ঠান পণ্যের প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে ইউটিউবে নিয়মিত লাইভ ভিডিও প্রচার করেন। এসব ভিডিওতে লাইভ চ্যাট অপশনের মাধ্যমে প্রশ্ন করার পাশাপাশি নিজেদের মতামত জানান দর্শকেরা। নতুন এক ঘোষণায় ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, বয়স ১৬ বছরের কম হলে ইউটিউবে লাইভ ভিডিও প্রচার করা যাবে না। নতুন এ সিদ্ধান্ত আগামী ২২ জুলাই থেকে কার্যকর হবে।
ইউটিউবের তথ্যমতে, কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ইউটিউবের লাইভ ভিডিও প্রচার নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। নতুন এ নীতিমালার আওতায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীরা সরাসরি ইউটিউবে লাইভ ভিডিও প্রচার করতে পারবে না। তবে কিশোর-কিশোরীরা চাইলে অভিভাবক বা প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে ইউটিউবে লাইভ ভিডিও প্রচার করতে পারবে। এ ক্ষেত্রে ক্যামেরার ফ্রেমে প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৃশ্যমান উপস্থিতি বাধ্যতামূলক। প্রাপ্তবয়স্ক কেউ উপস্থিত না থাকলে লাইভ ভিডিও প্রচার বন্ধের পাশাপাশি লাইভ চ্যাট অপশন অকার্যকর করে দেওয়া হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে ইউটিউবে লাইভ ভিডিও প্রচার করতে আগ্রহী কিশোর-কিশোরীদের বয়স যাচাই করা হবে।
আরও পড়ুনইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন ২৩ এপ্রিল ২০২৫১৬ বছরের কম বয়সীদের ইউটিউবে লাইভ ভিডিও প্রচারের জন্য আরও বেশ কিছু শর্ত মানতে হবে। নতুন শর্তের আওতায় ইউটিউবে লাইভ ভিডিও প্রচারের আগে চ্যানেল পরিচালনার সঙ্গে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে যুক্ত করতে হবে। এরপর সেই ব্যক্তি ইউটিউবের লাইভ কন্ট্রোল রুম ব্যবহার করে লাইভ ভিডিও প্রচার করবেন। শুধু তা–ই নয়, লাইভ ভিডিও প্রচারের পুরো সময় ক্যামেরার সামনে তাঁকে উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুনইউটিউবে শর্টস নির্মাতাদের জন্য সুখবর২০ জুন ২০২৫কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এর আগে ইউটিউব ‘সুপারভাইজড অ্যাকাউন্ট’, ‘মেড ফর কিডস’ বিভাগ এবং বিভিন্ন কনটেন্ট ফিল্টারিং সুবিধা চালু করেছে। শুধু তা–ই নয়, নিরাপদে লাইভচ্যাট অপশন ব্যবহারের জন্য একাধিক মডারেশন টুলও রয়েছে ইউটিউবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প র প তবয়স ক বয়স ক
এছাড়াও পড়ুন:
প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।