শেরপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে তিনদিন বয়সী নবজাতক চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধারে তারা অভিযান শুরু করেছে।
শনিবার (২৮ জুন) দুপুরে জেলা শহরের বটতলা এলাকায় ইউনাইটেড (প্রাঃ) হাসপাতালের সামনে বিক্ষোভ হয়।
স্বজনরা জানান, জেলা শহরের চাপাতলি মহল্লার ফিরোজ মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী আবেদা বেগম সিজারের জন্য গত বুধবার (২৫ জুন) রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে সিজারের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেন তিনি। আজ সকালে হাসপাতাল থেকে নবজাতকটি চুরি হয়। বিষয়টি জানাজানি হলে দুপুরে চাপাতলি এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ হাসপাতালে সামনে এসে বিক্ষোভ করেন। তারা নবজাতকটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান।
আরো পড়ুন:
ডাক্তারকে রোগীর থাপ্পড়
চট্টগ্রামে করোনা মোকাবিলায় আইসোলেশন সেন্টার চালু
নবজাতকের বাবা ফিরোজ মিয়া বলেন, “কোথা থেকে আমার সন্তান এনে দিবে সেটা আমি জানি না। আমি আমার সন্তান ফিরে চাই, আমি অন্য কিছু চাই না। হাসপাতাল থেকে আমার সন্তান চুরি হয়েছে।”
ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” চুরি হওয়া নবজাতক উদ্ধারে পুলিশের সহযোগিতা চান তিনি।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরি হওয়া নবজাতক উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।”
ঢাকা/তারিকুল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘণীভূত হতে পারে। যার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উত্তর অন্ধ্র প্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ (বুধবার) সকাল ৬টায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরো পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বিপৎসীমার ৪০ সেমি নিচে প্রবাহিত
পাহাড়ি ঢলে মৌলভীবাজারে ৫টি গ্রাম প্লাবিত
সতর্ক বার্তায় আরো বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে সতর্ক বার্তায়।
ঢাকা/এসবি