গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
Published: 28th, June 2025 GMT
গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব থানার এরশাদনগর এলাকায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে ৫০ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট নতুন মসজিদের পেছনের বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু আবু রায়হান (১২) ও ওসমান গনী (১১)। নিহত আবু রায়হান এরশাদনগরের ৮ নম্বর ব্লকের বাসিন্দা মফিজ উদ্দিনের ছেলে। ওসমান গনী একই এলাকার তোফায়েল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে ৫০ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট নতুন মসজিদের পেছনের একটি বিলে খেলতে যায় ৮-১০ জন শিশু। খেলার একপর্যায়ে ফুটবলটি পানিতে পড়ে গেলে শিশু আবু রায়হান বলটি তুলতে পানিতে নামে। এ সময় পানির গভীরতায় সে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার সহপাঠী ওসমান গনীও পানিতে তলিয়ে যায়। এ সময়ে সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে দুইজনকে উদ্ধার করে। পরে তাদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত
হঠাৎ বন্যা, পানির নিচে চলনবিলের ১১৩ হেক্টর জমির ধান
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/রেজাউল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ন বন দ ন হত
এছাড়াও পড়ুন:
মুরাদনগরে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রতীকী ছবি