গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
Published: 28th, June 2025 GMT
গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব থানার এরশাদনগর এলাকায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে ৫০ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট নতুন মসজিদের পেছনের বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু আবু রায়হান (১২) ও ওসমান গনী (১১)। নিহত আবু রায়হান এরশাদনগরের ৮ নম্বর ব্লকের বাসিন্দা মফিজ উদ্দিনের ছেলে। ওসমান গনী একই এলাকার তোফায়েল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে ৫০ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট নতুন মসজিদের পেছনের একটি বিলে খেলতে যায় ৮-১০ জন শিশু। খেলার একপর্যায়ে ফুটবলটি পানিতে পড়ে গেলে শিশু আবু রায়হান বলটি তুলতে পানিতে নামে। এ সময় পানির গভীরতায় সে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার সহপাঠী ওসমান গনীও পানিতে তলিয়ে যায়। এ সময়ে সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে দুইজনকে উদ্ধার করে। পরে তাদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত
হঠাৎ বন্যা, পানির নিচে চলনবিলের ১১৩ হেক্টর জমির ধান
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/রেজাউল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ন বন দ ন হত
এছাড়াও পড়ুন:
লালবাগে ছারপোকা মারার ওষুধের গ্যাসের প্রভাবে ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর লালবাগের শহীদনগরে বাসায় ছারপোকা মারার ওষুধের বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় জীবন হোসেন (৪০) নামে একজন ভাঙারি ব্যবসায়ী মারা গেছেন।
পারিবারিক সূত্র জানায়, জীবন হোসেন সপরিবার শহীদনগরে জে এস রোডে একটি ভাড়া বাসায় থাকতেন। গতকাল বুধবার বাসার সব কক্ষে ছারপোকার ওষুধ দিয়ে ব্যবসার কাজে বেরিয়ে পড়েন জীবন। এ সময় পরিবারের অন্য সদস্যরা আত্মীয়ের বাসায় যান।
রাতে বাসায় ফিরে জীবন নিজ কক্ষের দরজা–জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্বজনেরা এসে তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে জীবনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, জীবনকে অচেতন অবস্থায় বেলা সোয়া একটার দিকে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়।
জীবনের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাকিয়া পাড়ায়।