বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পছন্দের পোশাক পরলে কেমন মানাবে, তা জানার জন্য আর ট্রায়াল রুমে যেতে হবে না। স্মার্টফোন থেকেই মিলবে সেই অভিজ্ঞতা। স্মার্টফোন ব্যবহারকারীদের ঘরে বসে ট্রায়াল রুমের অভিজ্ঞতা দিতে ‘ডপল’ নামের একটি অ্যাপ তৈরি করেছে গুগল। অ্যাপটি চালু করে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পছন্দের পোশাক ভার্চ্যুয়াল প্রযুক্তির মাধ্যমে পরে দেখা যাবে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিভিন্ন ছবিতে থাকা পোশাক পরলে নিজেকে কেমন মানাবে, তা–ও দেখা যাবে।

গুগলের গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগ ‘গুগল ল্যাবস’–এর তৈরি এই অ্যাপ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট ব্যবহারকারীরা অ্যাপটি পরখ করতে পারছেন। গুগলের তথ্যমতে, ডপল অ্যাপটি ব্যবহারকারীর একটি ডিজিটাল অ্যাভাটার তৈরি করবে। এরপর সেই অ্যাভাটারে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পোশাক কেমন দেখাবে, তা ভিডিও আকারে প্রদর্শন করবে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে পোশাকের অ্যানিমেটেড ভার্চ্যুয়াল রূপ দেখা যাবে। ফলে শুধু ছবির পরিবর্তে ব্যবহারকারীরা ভিডিওর মাধ্যমে নিজেদের পছন্দের পোশাক পছন্দ করতে পারবেন।

ডপল অ্যাপে ব্যবহারকারী চাইলে নিজের পছন্দের লুকগুলো সংরক্ষণ করতে পারবেন। ফলে সেগুলো পুনরায় দেখার পাশাপাশি অন্যদের পাঠানো যাবে। শুধু তা–ই নয়, অন্যদের পরা কোনো পোশাক ভালো লাগলে সেটির ছবি তুলে ডপল অ্যাপে আপলোড করলেই পোশাকটি নিজের গায়ে কেমন মানাবে, তা জানা যাবে।

ডপল অ্যাপটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের পাশাপাশি আইফোনেও ব্যবহার করা যাবে। শুরুতে অ্যাপটির মাধ্যমে শুধু শার্ট, প্যান্টসহ কিছু নির্দিষ্ট নকশার পোশাক পরে দেখা যাবে। শিগগিরই অ্যাপটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক মন ম ন ব পছন দ র ব যবহ র

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী সন্তানকে বর্ণি বাওড়ের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া বিশ্বাস।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি বাওরের মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় ঘটানাটি ঘটে।

আরো পড়ুন:

খুলনায় গলাকেটে বাবাকে হত্যার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি

রিয়া বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, হরিচাদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাস কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করেন। গতকাল সন্ধ্যার পর তিনি তার ১০ দিন বয়সী কন্যাকে নিয়ে বাড়ি থেকে বের হন। বর্নি মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় বর্ণি বাওড়ে নিজের সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন রিয়া। এসময় এলাকার কয়েকজন লোক তাকে পানিতে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করেন। তাদের কাছে মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানান রিয়া।

তিনি আরো জানান, পুলিশে ঘটনাস্থলে গিয়ে বাওড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির মাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ