অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানের সঙ্গে প্রেমের সম্পর্কের পর গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। আজ এই দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে স্বামীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন অর্ষা। 

স্বামীর সঙ্গে তোলা বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করেন অর্ষা। এ ছবির ক্যাপশনে অর্ষা লেখেন, “প্রিয় স্বামী, আমরা একসাথে আরো অনেক সুন্দর বছর কাটাতে পারি। আমাদের ভালোবাসা পাহাড়ের মতো উঁচু এবং জ্ঞানের মতো গভীর হোক। শুভ বিবাহবার্ষিকী।”

অর্ষার এই পোস্টের কমেন্টবক্স তার সহকর্মী শিল্পীদের ভালোবাসায় ভরে গেছে। শুভেচ্ছা জানিয়েছেন, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তানিয়া বৃষ্টি, আইরিন সুলতানা, অভিনেতা রাশেদ মামুন অপু, শ্যামল মাওলা প্রমুখ। 

২০২৩ সালের ১৪ জানুয়ারি বিয়ের খবর প্রথম প্রকাশ্যে আনেন অর্ষা। একইদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবিও শেয়ার করেন তারা। 

মোস্তাফিজুর নূর ইমরান ২০১১ সালে ‘গেরিলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। এরপর ‘আলফা’, ‘গাড়িওয়ালা’, ও ‘সাহস’-এ অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করেন। ‘মহানগর’ ও ‘কাইজার’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে বিশেষভাবে নজর কাড়েন এই অভিনেতা। এ বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’, ‘ফেউ’ ও ‘গুলমোহর’।

অন্যদিকে ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে শোবিজে পা রাখেন নাজিয়া হক অর্ষা। এরপর এক যুগেরও বেশি সময় ধরে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। অর্ষা অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে— ওয়েব সিরিজ ‘নেটওয়ার্কের বাইরে’। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘১৯৭১: সেইসব দিন’।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম স ত ফ জ র ন র ইমর ন

এছাড়াও পড়ুন:

সিপিএলের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারে শুরু অ্যান্টি

দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফিরলেও প্রত্যাশিত সূচনা হলো না সাকিব আল হাসানের। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর ইংল্যান্ডে এক সপ্তাহের প্রস্তুতি নিয়েও তিনি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে প্রথম ম্যাচে ব্যাট ও বলে ছিলেন নিষ্প্রভ।

ওয়ার্নার পার্কে উদ্বোধনী ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে ৬ উইকেটে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে অ্যান্টিগা। টস হেরে আগে ব্যাট করে দলটি গুটিয়ে যায় মাত্র ১২১ রানে। যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার কারিমা গোরে একাই করেন দলের অর্ধেকের বেশি রান, ৩৪ বলে ৬১। বাকিদের মধ্যে কেউ ১২ রানের বেশি করতে পারেননি।

ছয়ে নেমে সাকিব খেলেন ১৬ বল, করেন মাত্র ১১ রান, কোনো বাউন্ডারি ছাড়াই। টাইমিংয়ে ভুগে শেষ পর্যন্ত ছক্কার চেষ্টায় ওয়াকার সালামখেইলের হাতে ক্যাচ দেন লং-অফে। বল হাতে পান মাত্র এক ওভার, দেন ৬ রান, পাননি কোনো উইকেট।

আরো পড়ুন:

সাকিব আলো ছড়ালেও হতাশার দিন কাটলো মায়ামি ব্লেজের

সাকিবের দরজা সবসময় খোলা: বিসিবি পরিচালক 

অ্যান্টিগার বিপর্যয়ে শুরুটা হয় নবাগত জুয়েল অ্যান্ড্রুর প্রথম ওভারে উইকেট হারিয়ে। এরপর রাকিম কর্নওয়াল, বেভন জ্যাকবস, ফ্যাবিয়ান অ্যালেন দ্রুত ফেরেন সাজঘরে। অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ওডিন স্মিথও দলের হাল ধরতে ব্যর্থ হন।

বোলিংয়ে আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার সালামখেইল ছিলেন অনবদ্য। ৪ উইকেট নেন মাত্র ২২ রানে। ফাজল হক ফারুকি ও নাসিম শাহ নেন ২টি করে উইকেট।

রান তাড়ায় সেন্ট কিটসকে খুব একটা কষ্ট করতে হয়নি। এভিন লুইস ঝড় তোলেন ১৩ বলে ২৫ রান করে। যদিও রাইলি রুশো শূন্য এবং কাইল মেয়ার্স ১৫ রানে ফিরেন। এরপর আলিক আথানেজের অপরাজিত ৩৭ ও জেসন হোল্ডারের ১৮ রানে সহজ জয় নিশ্চিত হয়।

অ্যান্টিগার হয়ে কর্নওয়াল নেন ২ উইকেট। ওবেড ম্যাককয় ও আল্লাহ মোহাম্মদ গজনফার পান একটি করে। ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে সাকিবের প্রভাব ছিল নগণ্য। ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে।

বাংলাদেশ সময় আগামী রোববার ভোর ৫টায় সাকিবদের পরবর্তী ম্যাচ বার্বাডোস রয়্যালসের বিপক্ষে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • ম্যান সিটিতে প্রথম ম্যাচেই আলো ছড়ানো এই দুই তারকাকে কতটা চেনেন
  • বাবর-রিজওয়ানকে বাদ দিয়ে পাকিস্তানের এশিয়া কাপের দল ঘোষণা
  • ৯ জনের মায়োর্কাকে হারিয়েও অসন্তুষ্ট বার্সা কোচ ফ্লিক
  • ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ফেসবুকে, শিক্ষক গ্রেপ্তার
  • সোনাগাজীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, দুই ভাই গ্রেপ্তার
  • অনলাইনে আবেদন করেই পূবালী ব্যাংকের আবাসন ঋণ পাবেন, কী কী লাগবে
  • আলাস্কা শীর্ষ বৈঠক: ট্রাম্পের হার-জিত না হলেও বড় জয় পুতিনের
  • শেষ ৫৩ রানের ৪৮-ই ম্যাক্সওয়েলের, ২ উইকেটের জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
  • ভিডিওতে দেখা যাচ্ছে খুনিদের, তবু ধরছে না পুলিশ—ক্ষোভ রূপলালের স্ত্রীর
  • সিপিএলের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারে শুরু অ্যান্টি