মাদক সেবনে বাধা দেওয়ায় এইচএসসি পরীক্ষার্থী ফাহিম খুন, পিতা গুরুতর আহত
Published: 2nd, July 2025 GMT
পটুয়াখালীর বাউফলে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে নিহত হয়েছে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম হোসেন (১৮)। এ ঘটনায় তার পিতা জাকির হোসেন বয়াতিও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার বিকেলে ধলুফকির হাটের পূর্ব পাশে আঞ্চলিক মহাসড়কে চিংগরিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফাহিম বাউফলের নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামের কৃষক জাকির হোসেনের ছেলে এবং নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন ফাহিম ঘরের জন্য মোদী মনোহরী মালামাল কিনতে ধলুফকির বাজারে যায়। এ সময় স্থানীয় মাদক কারবারি শাকিল মীর পিতা আব্দুর রশিদ মীর তার সঙ্গে দেখা করে বন্ধুসুলভ আচরণে ফাহিমকে চিংগরিয়া এলাকায় ডেকে নেয়। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে শাকিল ফাহিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
খবর পেয়ে ফাহিমের বাবা জাকির হোসেন দৌড়ে গিয়ে ছেলেকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও ১০-১২টি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারী।
স্থানীয়রা ফাহিম ও তার বাবাকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত জাকির হোসেনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহতের চাচা মস্তফা বয়াতি জানান, “ফাহিম আমাদের পরিবারের বড় সন্তান। ওকে মানুষ করতে ভাই দুজন দিনরাত পরিশ্রম করতাম। শাকিল ঢাকায় থেকে মাঝে মাঝে গ্রামে এসে ফাহিমকে হুমকি দিত। আজ সে-ই আমার ভাতিজাকে হত্যা করেছে। আমি এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
স্থানীয়দের অভিযোগ, বাউফল, দশমিনা, গলাচিপা ও সদর পটুয়াখালীর সীমান্তবর্তী এ চিংগরিয়া অঞ্চলটি ‘ক্রাইম জোন’ হিসেবে পরিচিত। প্রশাসনের নজরদারি না থাকায় এলাকায় মাদক ব্যবসা ও দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্য বাড়ছে।
বাউফল থানার ওসি আক্তারুজ্জামান বলেন, “ঘটনাটি দশমিনা থানার আওতায় হলেও আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি।” দশমিনা থানার ওসি আব্দুল আলিম জানান, সন্দেহভাজন হিসেবে শাকিলের চাচা শানু মীরকে আটক করা হয়েছে এবং মূল আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের শেষ ৫ ডিসেম্বর, আবেদন ১১ ধাপে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং বিবিএ প্রথম বর্ষে ভর্তিতে আবেদন শেষ আগামীকাল ৫ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের ভিত্তিতে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। প্রতিটি সঠিক উত্তরের মান নির্ধারণ করা হয়েছে ০.৭৫ নম্বর। এর মধ্যে এমসিকিউ পরীক্ষার জন্য নির্ধারিত ৭২ নম্বর, এসএসসি বা সমমান ফলের জন্য ১০ নম্বর এবং এইচএসসি বা সমমান ফলের জন্য ১৮ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।
এর আগে ১৩ নভেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় লিখিত প্রশ্নপত্র প্রণয়ন ও নেগেটিভ মার্কিং পুনরায় চালু রাখার জন্য সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে ছিলেন।
আরও পড়ুনবার্ষিক পরীক্ষার সময় স্কুলে ‘শাটডাউন’: আলোচনা করে সমাধান না করলে ক্ষতি বাড়বে১ ঘণ্টা আগেইউনিট ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’–এর জন্য ১ হাজার টাকা ও ইউনিট ‘ই’ (চারুকলা)–এর জন্য ১ হাজার ২০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে (বিকাশ, রকেট ও সেলফিন) ফি পরিশোধ করা যাবে।
ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত যোগ্যতা অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে মোট জিপিএ (এসএসসি ও এইচএসসি) ন্যূনতম ৭.৫০, কলা ও আইন, ব্যবসায় শিক্ষা এবং সামাজিক বিজ্ঞান ইউনিটে কমপক্ষে ৬.৫০ জিপিএ থাকতে হবে। চারুকলা ইউনিটে আবেদনের জন্য ন্যূনতম মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে ৬.০০।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ‘ই’ (চারুকলা অনুষদ) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা হবে ২৬ ডিসেম্বর, ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের ২৭ ডিসেম্বর, ‘ডি’ (সামাজিক বিজ্ঞান) ইউনিটের ৯ জানুয়ারি এবং ‘বি’ (কলা ও আইন) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।
আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা আবেদন শেষে ১৪ দিনের মাথায়২২ নভেম্বর ২০২৫নির্দেশিকায় আরও বলা হয়, কোনো ধরনের জালিয়াতি, অসদুপায় অবলম্বন বা পরীক্ষায় অনিয়ম প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আবেদনের ১১ ধাপ—১. প্রথমে এইচএসসি , এসএসসি রোল নম্বর, মোবাইল নম্বর দিয়ে পাসওয়ার্ড নিতে হবে। পাসওয়ার্ড মোবাইল নম্বরে পাঠানো হবে।
২. লগইন করতে হবে।
৩. লগইন করার পরে Dashboard-এ যে সকল ইউনিটে পরীক্ষা দিতে পারবেন তার তালিকা আছে। যে ইউনিটে আবেদন করবেন “Click here to Apply” বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
৪. ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে।
৫. Question version সিলেক্ট করতে হবে।
আরও পড়ুনকুয়েট ভর্তি পরীক্ষা: জেনে নিন ১০৬৫ আসনের খুটিনাটি০২ ডিসেম্বর ২০২৫৬. পরীক্ষার কেন্দ্র (A এবং B ইউনিটের জন্য) সিলেক্ট করতে হবে।
৭. যদি কোটা থাকে কোটার ধরন এবং ফাইল আপলোড করতে হবে।
৮. bKash এবং Rocket-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।
৯. পেমেন্ট করার পরে Final Submit করতে হবে।
১০. Final Submit পর আর কোন তথ্য আপডেট করা যাবে না।
১১. আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর লগআউট করতে হবে।
ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুনরুয়েটের ভর্তিতে বিজ্ঞপ্তি, আসন ১২৩৫, পদ্ধতিসহ জেনে নিন বিস্তারিত৩০ নভেম্বর ২০২৫আরও পড়ুনগুচ্ছ ভর্তিপ্রক্রিয়ায় থাকছে যে ১৯ বিশ্ববিদ্যালয়, এবারও নেই ৫টি১ ঘণ্টা আগে