ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ এখন খুনিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ২০০০ সালের পর থেকে বাংলাদেশের সীমান্তে অসংখ্য মানুষ হত্যা করেছে বিএসএফ। হত্যা বন্ধ করতে হলে আমাদের এই বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে হবে।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র নবম দিন বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে যেন আর কোনো এক-এগারো না হয়– সেদিকে সচেষ্ট থাকতে হবে। আমরা অবশ্যই একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই। তার আগে সংস্কার ও শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে।’

পথসভায় বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা.

তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, মাহিন সরকার প্রমুখ।

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, উপজেলার আলতায়েবা মোড়ে দুপুরে পথসভায় আখতার হোসেন বলেন, রাষ্ট্রব্যবস্থা সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমরা এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই, যা সব ধর্ম ও শ্রেণির মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবে।

তিনি বলেন, বাংলাদেশে যারা গণহত্যা করেছে, তাদের বিচার হবেই। শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন– এমন তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। তাঁকে আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকারকে একদিন ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার হাটবোয়ালিয়া এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে এনসিপি নেতাদের শুভেচ্ছা জানান। এ সময় সারজিস আলম পথসভা থেকে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের ভালোবাসায় আমরা গর্বিত। তবে পড়াশোনাই এখন তোমাদের প্রধান দায়িত্ব। ক্লাস ফেলে পথে আসা কাম্য নয়।’

পরে চুয়াডাঙ্গা সদরের বড়বাজার এলাকায় আরেকটি সভা শেষে কেন্দ্রীয় নেতারা দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত এক কৃষকের বাড়ি গিয়ে সমবেদনা জানান।

উৎস: Samakal

কীওয়ার্ড: প ট য় হত য ব এসএফ এনস প

এছাড়াও পড়ুন:

এনসিপির জুলাই যাত্রা খুলনায় যাবে শুক্রবার, দুটি স্থানে হবে পথসভা

জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) জুলাই পদযাত্রা খুলনায় প্রবেশ করবে শুক্রবার। ওই দিন বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে এবং সন্ধ্যায় খালিশপুর শিল্পাঞ্চলের পিপলস মোড়ে পথসভা করবে সংগঠনটির নেতারা। কর্মসূচি সফল করতে লিফলেট বিতরণ, গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা।

পথসভার প্রস্তুতি সম্পর্কে জানাতে বুধবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এনসিপির খুলনা জেলা ও মহানগর নেতারা। এতে জানানো হয়, শুক্রবার দুপুরে যশোর হয়ে কেন্দ্রীয় নেতারা খুলনায় আসবেন। নগরীর বাইতুন নূর মসজিদে জুমার নামাজ আদায় শেষে শহীদদের কবর জিয়ারত, বিকাল সাড়ে ৩টায় আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়, বিকাল ৫টায় শিববাড়ি মোড়ে পথসভা এবং সন্ধ্যা ৭টায় পিপলস মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত গণসংযোগ ও পদযাত্রা হবে। খুলনায় রাতযাপন করে শনিবার সকালে তাঁরা সাতক্ষীরার উদ্দেশে যাত্রা করবেন। 

জেলা কমিটির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহফুজুল হোসেন ফয়জুল্লাহ, ডা. মো. আব্দুল্লাহ চৌধুরী, সৈয়দ আবু ওয়াহিদ অনি, রুমি রহমান, এম সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা সজীব মোল্লা, রাফসান রফিক ওশান, সানজিদা আফরিন আখি, জয়বৈদ্য প্রমুখ।

মহানগর সংগঠকদের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহম্মদ হামীম রাহাত, ফরিদ পাঠান, ইকবাল মোড়ল, তুহিন, এড. মঈনুল ইসলাম জীবন, রাবেয়া, সাদিয়া শিমু, রমজান শেখ প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নেত্রকোনা সীমান্ত দিয়ে ফের ২১ জনকে পুশইন করল বিএসএফ
  • নেত্রকোনা সীমান্ত দিয়ে আবারও ২১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • ঝিনাইদহে এনসিপির পথসভায় নেতারা বললেন, হাসিনার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়
  • এনসিপির জুলাই যাত্রা খুলনায় যাবে শুক্রবার, দুটি স্থানে হবে পথসভা
  • কুষ্টিয়ায় ২ কোটি টাকার জাল উদ্ধার
  • দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ছয় দিন পর হস্তান্তর
  • ৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ
  • আটক ৮ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ