গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন নিয়ে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে চারা বটগাছ এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়ক অবরোধ করে ইপিজেডের বিপক্ষে বিক্ষোভ করে সাঁওতাল জনগোষ্ঠীর লোকজনসহ একটি পক্ষ। 
অন্যদিকে ইপিজেডের পক্ষে দুই ঘণ্টা উপজেলা সদরের চারমাথা এলাকায় ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক অবরোধ করে স্থানীয় ছাত্র-জনতা। এতে উভয় সড়কের তিন-চার কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ ঘটনাস্থলে গিয়ে ইপিজেড বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। 
এর আগে সকালে উপজেলার কাটামোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। এতে দুই শতাধিক সাঁওতাল, বাঙালি নারী-পুরুষ অংশ নেন। পরে চারা বটগাছ এলাকায় সমাবেশ করেন তারা। সমাবেশ শেষে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়ক অবরোধ করেন। এতে যানজটের সৃষ্টি হয়। বেলা সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আহ্বায়ক ফিলিমন বাস্কে। বক্তব্য দেন সাঁওতাল নেতা বার্নাবাস টুডু, রাফায়েল হাঁসদা, প্রিসিলা মুর্মু, ব্রিটিস সরেন, রিপন বেসরা, সুফল হেমব্রম, স্বপন শেখ, সাহেব মুর্মু, মইনুল মিয়া, আতাউর রহমান, সোবান মুর্মু, রসেন টুডু, আন্দ্রিয়াস মুর্মু প্রমুখ। 
বক্তারা বলেন, সরকার সাহেবগঞ্জ-বাগদাফার্মের ফসলি জমিতে ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নিয়ে সাঁওতাল জাতিগোষ্ঠীকে উচ্ছেদের ষড়যন্ত্র চালাচ্ছে। প্রকল্প গ্রহণের আগে পরিবেশগত ও সামাজিক প্রভাব সমীক্ষা করার আইনি বাধ্যবাধকতা উপেক্ষা করা হয়েছে।
এদিকে ইপিজেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এমএ মতিন মোল্লা, সংগঠক রফিকুল ইসলাম, মোকছেদ ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু রায়হান, আসলাম মিয়া, সাঁওতাল নেতা মেখায়েল বেসরা প্রমুখ।
বক্তারা চিনিকলের জমিতে ইপিজেড বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, ইপিজেড স্থাপন হলে দুই লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। সেখানে সাঁওতালরা অগ্রাধিকার পাবে। একটি মহল এর বিরোধিতা করছে। তারাই চিনিকলের জমি অবৈধভাবে দখল করে আছে। 
সাহেবগঞ্জ এলাকায় রংপুর চিনিকলের আওতায় ১ হাজার ৮৪২ একর জমি আছে। চিনিকলে আখ মাড়াই বন্ধ হলে সাঁওতালরা দফায় দফায় এই জমি দখল করে। ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশ দখলমুক্ত করতে গেলে সংঘর্ষ বাধে। এতে তিন সাঁওতাল নিহত হন। এ পরিস্থিতিতে রংপুর চিনিকলের জমিতে ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ ব ন দগঞ জ স হ বগঞ জ চ ন কল র এল ক য় অবর ধ

এছাড়াও পড়ুন:

সোনারগাঁ পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 

সোনারগাঁ পৌরসভা বিএনপি'র প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার(১১জুলাই) বিকেলে পৌরসভায় এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল রহমান স্বপন, সনমান্দী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রমজান আলী সরকার, সোনারগাঁ উপজেলার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন,  নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী এনামুল হজ রবিন প্রমূখ।

সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন বলেন, স্বৈরাচার ১৬ বছর স্বৈরাচারী কায়দায়  শাসনের মধ্য দিয়ে যেমন নির্যাতন করেছে অন্য অত্যাচার করেছে তেমনিভাবে দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কারণে প্রাণভয়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এখন দেশের মানুষের একটা নতুন আশা, নতুন স্বপ্ন স্বৈরাচার দেশের যা কিছু ধ্বংস করে দিয়ে গেছে এই ধ্বংসস্তূপ থেকে দেশকে আবার উদ্ধার করে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে।

দেশের মানুষের কল্যাণে দেশের মানুষের উন্নয়নে এখন নতুন এক দিগন্তের উন্মোচন করতে হবে। সর্ব বৃহৎ রাজনৈতিক দল দেশের বিএনপি।

আর এই দলে কোন মাদক কারবারি, মাদক সেবনকারী, চাঁদাবাজ, ধর্ষকসহ কোন অপরাধী সদস্য হতে পারবে না। যারা এই দলের সদস্য হবে তারা পরিচয় দিতে পারবে সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলের সদস্য। তাই যাচাই-বাছাই করে নতুন সদস্য করার অনুরোধ করে তিনি।

সম্পর্কিত নিবন্ধ