জাতীয় নির্বাচনের আগেই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় হওয়া ঐকমত্যের বিষয়গুলোর আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, আইনি ভিত্তি দিতে যাতে কেউ এসব বিষয় এড়িয়ে যেতে না পারে।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের বৈঠকের ১২তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মোহাম্মদ তাহের।

ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলোর আইনি ভিত্তি কী হবে, সে বিষয়টি এখনো আলোচনায় আসেনি বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘এ বিষয়টি আলোচনায় আসলে ভিন্নতা থাকবে, যুক্তি থাকবে। সবকিছুর পরে আশা করি, আমরা একটা জায়গায় যেতে পারব।’

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এদিনের আলোচনার বিষয় ছিল প্রধান বিচারপতি নিয়োগ, জরুরি অবস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন।

জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে বলেছি, জ্যেষ্ঠতম বিচারপতি যিনি থাকবেন তিনিই প্রধান বিচারপতি হবেন। কারণ, এর বেশি হলে অতীতের মতো শপথবদ্ধ রাজনীতিবিদেরা বিচারপতি হওয়ার সুযোগ পাবেন। কিছু দল দুজনের (আপিল বিভাগের জ্যেষ্ঠ দুজনের একজনকে নিয়োগ) কথা বলেছে। তবে তাদেরকে নির্বাচনী ইশতেহারে সেটি উল্লেখ করে জনগণের ম্যান্ডেট নিয়ে এলে আইন পরিবর্তনের মাধ্যমে সেটি করতে হবে।’

জামায়াতের এই নেতা বলেন, রাজনৈতিক হাতিয়ার হিসেবে জাতীয় জরুরি অবস্থার ব্যবহার যেন না হয় সে বিষয়ে তাঁদের প্রস্তাব ছিল। এ বিষয়ে ঐকমত্য হয়েছে। তিনি আরও বলেন, জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদনের বিষয়ে সবাই একমত হয়েছে। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে বিরোধীদলীয় নেতা থাকবেন, কোনো কারণে তিনি না থাকলে বিরোধীদলীয় সংসদীয় উপনেতা উপস্থিত থাকার বিষয়ে সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জরুরি অবস্থার সময় নাগরিকের মৌলিক অধিকার যাতে খর্ব না হয় সে বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলো প্রস্তাব রেখেছি। যাতে রাইট টু লাইফ ঠিক থাকে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব চ রপত ঐকমত য অবস থ

এছাড়াও পড়ুন:

দলগুলোকে আজ জুলাই সনদ দেবে কমিশন

জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি আজ মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না। এ-সংক্রান্ত সুপারিশ পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে দেবে ঐকমত্য কমিশন। এটি জুলাই সনদের অংশ হবে না।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদে সই করার বিষয়ে কোন রাজনৈতিক দল কী বলল
  • এনসিপি সনদে স্বাক্ষর করবে কি না, সিদ্ধান্ত এখনো বিবেচনাধীন: আখতার
  • সনদে সই করব কি না অনুষ্ঠানে গেলে দেখতে পারবেন: তাহের
  • জুলাই সনদ: ‘অতি জরুরি’ বৈঠক চলছে
  • প্রধান উপদেষ্টার নেতৃত্বে দলগুলোর সঙ্গে ‘জরুরি’ বৈঠক চলছে
  • সন্ধ্যায় দলগুলোর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা
  • ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠক সন্ধ্যায়, অংশ নেবেন প্রধান উপদেষ্টা
  • জুলাই সনদ নিয়ে নতুন সংকট, ‘অতি জরুরি’ বৈঠক সন্ধ্যায়
  • জুলাই সনদ হবে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল
  • দলগুলোকে আজ জুলাই সনদ দেবে কমিশন