ঝিনাইদহে ‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল ও গুলি উদ্ধার
Published: 24th, November 2025 GMT
ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পিস্তলে লেখা রয়েছে, মেইড ইন ইন্ডিয়া।
রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সড়াবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে, এ সময় কাউকে আটক করা যায়নি।
জানা যায়, অভিযানের সময় মাসুদ নামে একজন পালিয়ে যান। এ সময় তার বাড়ির আঙিনা থেকে একটি ভারতীয় পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ১০টির বেশি মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘‘গত রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করেছে।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মুহাম্মদ জয়নাল আবেদীন লুৎফুল তাহমিনা খানের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। আদালত সেটি মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, আসামি লুৎফুল তাহমিনা খান ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে লুৎফুল তাহমিনার অপরাধে সহায়তা করে দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধ করেছেন। এ ছাড়া আসামি লুৎফুল তাহমিদা খানের প্রত্যক্ষ সহযোগিতায়, নিজ এবং তাঁর আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের ১০টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত মোট ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এই অর্থের স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারায় শান্তিযোগ্য অপরাধ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর সব আয়কর রিটার্নসহ সংযুক্ত রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।